গোবরে জন্মেছি,করোনা হবে নাঃ ভারতীয় মন্ত্রী

0
137
ইমারতি দেবী। ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

গোবর আর মাটি মেখে জন্মেছেন। এজন্য প্রাণঘাতী করোনা ভাইরাস ধারে কাছে আসতে পারবে না। এমনটাই দাবি করেছেন ভারতের মধ্য প্রদেশের নারী ও বল বিকাশ মন্ত্রী ইমারতি দেবী।

গুজব’ উঠে ইমারতি দেবীর করোনা হয়েছে। আর এমনটা শুনেই একপ্রকার রেগে যান মধ্য প্রদেশের এই মন্ত্রী। সাংবাদিকদের বলেন, আমি গোবর আর কাদা মাটিতে জন্মেছি। করোনা আমায় ছুঁতে পারবে না।

আরও দেখুন-দ্রোহ-ফোক-ফেস্টিভ্যাল

এ সময় গলায় ঝুলছিল তার মাস্ক। তা দেখিয়ে মন্ত্রী বলেন, এটাও আমার পরার ইচ্ছে ছিল না, বাধ্য হয়ে পরতে হয়েছে।

আরও দেখুন–Droho-Online-English-Class || Part-3