মুশফিকের ব্যাটের দাম অর্ধকোটি ছুঁই-ছুঁই

0
135

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে করোনা ভাইরাসে দূর্গতদের সাহায্যর্থে ২০১৯ বিশ্বকাপে খেলা ব্যাট নিলামে বিক্রি করেছেন সাকিব। নিলামে ব্যাটটি দাম ওঠে ২০ লাখ টাকা। এখনো দুই দিন বাকি আছে নিলাম শেষ হতে কিন্তু এই শেষ সময়ে সাকিব আল হাসানকে টপকিয়ে গেলেন মুশফিকুর রহিমের ব্যাট।

মুশফিক রহিম নিলামে তুলেছেন তার ক্রিকেট জীবনের টেস্টে করা প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটটি। ২০১৩ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিক। এদিকে নিলাম শেষ হওয়ার দুই দিন বাকি থাকতেই ৪০ লাখ টাকা দাম উঠেছে ব্যাটটির ।

করোনা ভাইরাসের সাহায্যার্থে দেশের ক্রিকেটাররা নিজেদের পছন্দনীয় যা কিছু নিলামে তুলেছেন এর মধ্যে সবচেয়ে বেশি দাম উঠল মুশফিকের এই ব্যাটের। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ নিলামের লিংক দিয়েছেন মুশফিক। এখন অব্দি ৫২বার দাম হাঁকা হয়েছে মুশফিকের ব্যাটের । তিনি নিলামে ব্যাটের ভিত্তিমূল্য রেখেছিলেন ৬ লাখ টাকা।

ক্রিকেটপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন মুশফিকের এই ইতিহাস গড়া ‘এস এস’ ব্যাট ছুঁতে পারবে কি অর্ধ কোটির ঘর ?