আক্রান্তের সংখ্যায় চীনকে টপকিয়ে গেল দেশ

0
97
coronavirus-Dro-13-p-12-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

২০১৯ সালের শেষের দিকে শুরু করে এখনও চলমান আছে প্রাণঘাতী কোভিড-১৯ এর পৃথিবী দখলের মহড়া। দিনে দিনে ভয়াবহ রূপ নিচ্ছে কোভিড-১৯ নামের অদৃশ্য শক্তি মৃত্যুর লাইন করছে দীর্ঘ ।

নতুন করে দেশে ২৮৫৬ জন রোগী কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। আক্রান্তের দিক থেকে কোভিড-১৯ এর জন্মভূমি চীনকে টপকিয়ে গেল বাংলাদেশ। চীনে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৮৪ হাজার ২২৮ জন।

গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে ৪৪ জনের মৃত্যু হয়েছে এবং এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৯ জনে। দেশে এ যাবৎ অব্দি নতুন ২৮৫৬ জন সহ মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৪৯ জন। সারা দেশে বিভিন্ন হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৫৭৮ জন। এ সময় পর্যন্ত সর্বমোট ১৭ হাজার ৮২৭ জন সুস্থ হয়েছেন।

শনিবার দেশের করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৩৫টি। পূর্বের সংরক্ষিত নমুনাসহ পরীক্ষা করা হয়েছে মোট ১৬ হাজার ৬৩৮টি। এখন পর্যন্ত ৪ লাখ ৮৯ হাজার ৯০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭.১৭ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ৫৭৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২. ১৩ শতাংশ।

আরও পড়ুন

নাসিমের মৃত্যুতে ফখরুলের শোক প্রকাশ