সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

0
176
SONAHAT-DRO-13-P-10-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে দীর্ঘ ছুটি শেষে কঠোর স্বাস্থ্যবিধি মানার শর্তে সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

দুই মাস ২৮ দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হলো কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর।

কাস্টমস পরিদর্শক আবু সাইদ বলেন, শনিবার ১৫ ট্রাক পাথর আমদানি এবং এক ট্রাক র্গামন্টেস পণ্য রপ্তানির মধ্য দিয়ে বন্দরের র্কাযক্রম শুরু হয়।

ব্যবসায়ীরা বলেন, ভারতীয় ট্রাক চালকসহ সকল শ্রমিকদের হাত ধোয়ার জন্য বন্দরের প্রবেশ মুখে সাবান পানি রাখা হয়েছে এবং শর্ত মোতাবেক কঠোর স্বাস্থ্যবিধি মানা হচ্ছে।

স্থলবন্দর আমদানি-রপ্তানি সমবায় সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষনিক একটি মেডিকেল টিম রয়েছে। মেডিকেল টিমের সদস্যরা ভারতীয় চালকদের তাপমাত্রা এবং স্বাস্থ্য পরীক্ষা করার পর তাদের বন্দরে প্রবেশ করানো হচ্ছে। এছাড়াও ভারতীয় চালকরা ট্রাক থেকে নামতে পারবেন না বলেও তিনি জানান।

করোনা ভাইরাস বিস্তার রোধে ১৫ মার্চ থেকে বন্দরটিতে আমদানি-রপ্তানি বন্ধ রাখে ভারত। পরে ২৬ মার্চ থেকে বাংলাদেশে সরকারি ছুটির ঘোষণা হলে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখে বন্দর কর্তৃপক্ষ।স

 

আরও পড়ুন

খোকসায় নতুন করে ১জন সহ মোট ১৩ জন করোনা শনাক্ত