আরও ৪ জেলা রেড জোনের আওতায়

0
133
red-zone-dro-23-p-9-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসের প্রার্দুভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নতুন করে আরও ৪ জেলাকে রেড জোনের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কোভিড-১৯ রোগের ঝুঁকি বিবেচনায় সরকার এবার কক্সবাজার, মাগুরা, হবিগঞ্জ ও খুলনা জেলার বিভিন্ন এলাকাকে রেড জোন ঘোষণা করে সাধারণ ছুটি দিয়েছে।

করোনা ভাইরাসের অধিক সংক্রমণের কারণে রেড জোন ভিত্তিক এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে মঙ্গলবার এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ অব্দি মোট ১৯টি জেলার বিভিন্ন রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

এর আগে সোমবারে ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কুষ্টিয়া জেলার রেড জোন ভিত্তিক এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

রবিবারে রেড জোনের ১০টি জেলা- চট্টগ্রাম, বগুড়া, মোলভীবাজার, চুয়াডাঙ্গা, যশোর, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, কুমিল্লা, মুন্সীগঞ্জ ও মাদারীপুর এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন

বাজেট আলোচনায় গণমাধ্যমের কর ভ্যাট কমানো দরকার মন্তব্য ইনু’র

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৪১২ জনের শরীরে মহামারি করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছেন আরও ৪৩ জন। মঙ্গলবার পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ১৯ হাজার ১৯৮ জন। অপরদিকে মারা গেছেন মোট এক হাজার ৫৪৫ জন।