কুমারখালীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

0
87

কুষ্টিয়া প্রতিনিধি

ঢাক-ঢোল, কাঁশিসহ অন্যান্য বাদ্য যন্ত্র বাজিয়ে, বাদ্যের তালে তালে লাঠিয়ালরা বাঁশের লাঠি ঘুরাতে ঘুরাতে মাঠে প্রবেশ করেন। শক্ত হাতে প্রতিপকে ঘায়েল করতে কেরামতি দেখাতে থাকেন। এসব দেখে মুগ্ধ নানা বয়সী শতশত দর্শক। লাঠিয়ালদের উৎসাহ দিতে তারা দুহাতে তালি দিচ্ছেন।

সোমবার দিনব্যাপী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বরইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে লাঠি খেলার আয়োজন করে স্থানীয় মুক্তিযোদ্ধারা। বিল বরইচারা যুদ্ধ দিবস উদযাপন উপলে ঐতিহ্যবাহী এ লাঠি খেলা অনুষ্ঠিত হয়।

দিনটি উদযাপন উপলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।

বিল রবইচারা যুদ্ধের অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের সভাপতত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান প্রমুখ।

আরো পড়ুন – খোকসায় গুলিবিদ্ধ নৌকার কর্মীকে ঢাকায় স্থানান্তর

বরইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৪ টি দলের প্রায় ৬৫ জন দুই লাঠি, চার লাঠি, শর্কি খেলা, তলোয়ার ও ছুরিসহ নানান খেলা প্রদর্শন করেন।