খোকসায় পাগলা কুকুরের হামলায় সাতজন আহত

0
113
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে পাগলা কুকুরের আক্রমনে শিশুসহ ৭ জন আহত হয়েছেন। আহতরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ, ওসমানপুর ও রায়পুর গ্রামে একটি পাগলা কুকুর পথচারী শিশু, নারী ও পুরুষের উপর আক্রমান করে। কুকুরের হামলায় আহত হয়েছে ৭ বছরে শিশু ইভা, মারিয়া, রফিকুল ইসলাম, আলহাজ্ব (৩২), সুলতানা (১১), লাখী (৭), বেবী (৫৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছেন।

আরো পড়ুন – খোকসায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্থানীয় একাধিক সূত্র জানায়, গ্রামবাসী ও পথচারীদের উপর আক্রনকারী কুকুরটিকে জনতা পিটিয়ে মেরেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান জানান, সন্ধ্যার আগ পর্যন্ত বেশ কয়েকজন কুকুরে কামড়ানো রোগী জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছেন। তাদের কাউকে ভর্তি করা লাগেনি। আহতদের কুকুরে কামড়ানোর চিকিৎসা নিতে হবে।