কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী জাসদ

0
122
আয়োমী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী সদর উদ্দিন খান ও জাসদ প্রার্থী গোলাম মহাসীন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে নির্বাচনে চেয়ারম্যান পদে মাত্র দুইজন প্রার্থী মনোনায় পত্র দাখিল করেছেন। তবে এ পদে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বীতায় অবতীর্ণ হচ্ছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী।

আয়োমী লীগ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে চেয়ারম্যান পদে মাত্র দুজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান। এদিকে ১৪ দল মহাজোটের অন্যতম শরীক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি গোলাম মহাসীন চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

জাসদ প্রার্থীর পক্ষে মনোনয়ন পত্র দাখিল

কুষ্টিয়া জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, বৃহস্পতিবার বিকাল ৩ টা পর্যন্ত ছিল মনোনয়ন পত্র জমা দানের শেষ সময়। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চার জন মনোনয়ন পত্র ক্রয় করলেও শেষ পর্যন্ত মাত্র দুজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৩২ জন এবং সংরতি মহিলা সদস্য পদে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আরো পড়ুন – খোকসায় পাগলা কুকুরের হামলায় সাতজন আহত