খোকসায় ২ জনসহ জেলায় নতুন শনাক্ত ১৫ জন,

0
232
catona-kus-dro-10-p5
অতিরিক্ত জেলা প্রশাসক সিরাজুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচিত সহ-সভাপতি তারিকুল হক,পূবালী ব্যাংকের কর্মকর্তা হান্নান মাহাবুব।

কুষ্টিয়া প্রতিনিধি

মঙ্গলবার রাত ১০টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব এর তথ্য অনুযায়ী কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক, কালের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সহ জেলায় নতুন করে ১৫ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এদের মধ্যে খোকসায় রয়েছেন ২জন।

সিভিল সার্জন ডাঃ এ এইচ এম আনোয়ারুল ইসলাম রাত ১০ টায় বিষয়টি নিশ্চিত করে জানান, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক সিরাজুল ইসলাম, কালের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচিত সহ-সভাপতি তারিকুল হক, জেলা প্রশাসকের সরকারি বাংলোর পিওন বিল্লাল হোসেন সহ কুষ্টিয়া পূবালী ব্যাংকের কর্মকর্তা হান্নান মাহাবুব রয়েছেন।

সিরাজুল ইসলাম এর আগে চুয়াডাঙ্গা জেলার জীবননগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। গত ৩১ মে তিনি কুষ্টিয়া জেলা প্রশাসনের এডিসি হিসেবে যোগদান করেন। এর আগে গত ৬ জুন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন করোনায় আক্রান্ত হন। মঙ্গলবার নতুন আক্রান্ত ১৫ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৯ জন, মিরপুর ২ জন, কুমারখালী ২ জন এবং খোকসা উপজেলায় ২ জন। নতুন সনাক্তদের মধ্যে ১৩ জন পুরুষ ও ২ জন নারী।

এ নিয়ে কুষ্টিয়া জেলায় বহিরাগত বাদে এখন পর্যন্ত ১৫৩ জন কোভিড রোগী শনাক্ত হল। আক্রান্তদের মধ্যে দৌলতপুর ২৫, ভেড়ামারা ২৪, মিরপুর ১৫, সদর ৫৪, কুমারখালী ২৩, খোকসা ১২। এর মধ্যে পুরুষ রোগী ১১৫, নারী ৩৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৩১ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১১৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন। এছাড়াও আক্রান্ত ২ জনকে খুলনায় পাঠানো হয়েছে।

এডিসি সিরাজুল ইসলাম বলেন, শরীরে করোনার তেমন কোনো উপসর্গ নেই। সুস্থ আছি। বাসা থেকেই চিকিৎসা নিচ্ছি।

কালের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচিত সহ-সভাপতি তারিকুল হক জানান, তিন দিন ধরে জ্বরে আক্রান্ত তিনি । আপাতত তার আর কোনো সমস্যা হচ্ছে না।