গাড়ি চলবে চালকের নির্দেশনা ছাড়াই- এলন মাস্ক

0
88
ছবি সংগৃহিত

দ্রোহ অনলাইন ডেস্ক

স্বয়ংক্রিয় প্রযুক্তির গাড়ি খুব দ্রুতই বাজারে আসছে। এলন মাস্ক জানিয়েছে চলতি বছরের শেষ দিকে স্বয়ংক্রিয় প্রযুক্তির গাড়ি তৈরিতে করতে সক্ষম হবে টেসলা।

এলন মাস্ক বিবিসিকে বলেন, স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহারে আমরা লেভেল-ফাইভ পর্যায়ে পৌঁছে গেছি। আমরা প্রায় সাফল্যের কাছাকাছি চলে এসেছি। যেখানে চালকের নির্দেশনা ছাড়াই গাড়ি চলতে পারবে।

নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

বর্তমানে এই প্রযুক্তিতে টেসলা লেভেল-টু পর্যায়ে রয়েছে। যেখানে স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করতে হলে চালকের কমান্ড আবশ্যক। ভবিষ্যতে নতুন কোন হার্ডওয়্যারের সংযোজন ছাড়াই শুধু সফটওয়্যার আপডেটের মাধ্যমে সহজে লেভেল-ফাইভ পর্যায়ের স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করা যাবে বলে দাবি করেছেন এলন মাস্ক।

টেসলা নির্ভরযোগ্যভাবে এই স্ব-স্বয়ংক্রিয় প্রযুক্তি বাজারে নিয়ে আসলেও বর্তমান বিশ্ব এই প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রস্তুত নয় এখনও।