ঘোড়াঘাটের ইউএনওর ওপর দুর্বত্তের হামলা

0
131
UNO GRAGHAT
ইউএনও ওয়াহিদা খানম

দ্রোহ অনলাইন ডেস্ক

ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার বাবার ওপর দুর্বত্তরা হামলা চালিয়েছে। আহত ওই কর্মকর্তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

বুধবার দিনগত রাতে কোনো এক সময় দুর্বত্তরা ভেন্টিলেটার ভেঙ্গে বাসায় ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর বাবা ওমর শেখের ওপর হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে (ইউএনও) রংপুরের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে ভর্তি করা হয়। পরে হেলিকপ্টরে করে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে আহত দু’জনকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ইউএনও ওয়াহিদা খানমকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তাঁর বাবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান তোফায়েল হোসেন ভূঁইয়া বলেন, ইউএনওর মাথার বাম দিকে বেশি আঘাত লেগেছে। তাঁর প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। ধাতব কোনো বস্তু দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়েছে। তাঁর শরীরের ডান দিক অবশ হয়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়তে পারেন:
Droho-Online-English-Class || Part-1|| Introduction

দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ মাহমুদ বলেন, বুধবার রাতের কোনো একটা সময় এ হামলা চালানো হয়। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, ইউএনওর বাসাটি সিসি ক্যামেরার আওতাধীন। ফুটেজ সংগ্রহ করে দোষী ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। মামলার প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার সকালে দিনাজপুরের জেলা প্রশাসক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কর্মকর্তারা ঘটনা স্থলেই রয়েছেন।

আরও পড়ুন: 
কুমারখালীতে শুরু হলো রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপন কর্মসূচী
রাজবাড়ীতে চিকিৎসককে ধর্ষণের মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
খোকসায় ইউনিয়ন পরিষদ প্রশাসন সম্পর্কে বিশেষ কোর্সের উদ্বোধন