ঝিনাইদহে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

0
113

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ভুল চিকিৎসায় ইসরাত জাহান মাহেরা নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় কিনিক ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ কিনিক মালিক ও কথিত চিকিৎসককে আটক করেছে।

শুক্রবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার নারায়নপুর ত্রিমোহনী এলাকায় ইসলামী প্রাইভেট হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশুটি ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুর গ্রামের পিন্টু মিয়ার মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে পেটে ব্যথা নিয়ে ইসরাত জাহান মাহেরাকে কিনিকে ভর্তি হয়। ভর্তির পরে চিকিৎসক শিশুটির শরীরে পরপর তিনটি ইঞ্জেকশন পুশ করেন। সন্ধ্যা শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। শিশুটির মুমূর্ষ অবস্থা দেখে মা শামীমা আক্তার ডিউটিরত কথিত চিকিৎস আব্দুল্লাহ আল মামুনের শরণাপন্ন হলে তিনি ঝিনাইদহে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রাত আটটার দিকে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পরে।

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর খবর ছরিয়ে পড়লে ুব্ধ স্বজনরা হাসপাতলে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কিনিক মালিক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ মুন্সী ও কথিত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুনকে আটক করে থানায় নিয়ে যায়।

ঝিনাইদহ সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে অপচিকিৎসার কারণে ইতিপূর্বে ওই কিনিকটি একাধিকবার সিলগালা করে দেয় প্রশাসন।

আরো পড়ুন – কুমারখালীতে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার

ঝিনাইদহের সিভিল সার্জন স্প্রুা রানী দেবনাথ জানান, তিনি বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেবেন।