মানুষের আয়ু বাড়ানোর ওষুধ আবিষ্কারের পথে

0
101
Man-Dro-7-14-p-15-compressed
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে মানুষের আয়ু বাড়ানোর উপায় খুঁজে চলেছেন। এবার সেই আধার পথে আলোর রেখা দেখতে পেয়েছেন বলে দাবী করছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। তারা এমন একটি ওষুধ আবিষ্কার করেছেন, যা সেবনে মানুষের আয়ু বেড়ে যেতে পারে।

আরও পড়ুন- অভিনব প্রতারণাঃ খোকসার ইউএনও’র নম্বর ক্লোন

সায়েন্স ডেইলি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ডর্নসাইফ কলেজ অব লেটারস, আর্টস অ্যান্ড সায়েন্সেসের গবেষকরা এ বিষয়ক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন। প্রতিবেদনটি ১০ জুলাই যুক্তরাষ্ট্রের জরাবিজ্ঞান বিষয়ক জার্নাল ‘জার্নাল অব জেরোনটোলজি ঃ বায়োলজিক্যাল সায়েন্সেস-এ প্রকাশিত হয়।

প্রতিবেদনের ভাষ্য মতে, ল্যাবরেটরিতে দুটি ভিন্ন ভিন্ন প্রজাতির জীবের আয়ু বাড়াতে সক্ষম হয়েছে মিফপ্রিস্টন নামে নতুন উদ্ভাবিত একটি ওষুধ। এই আবিষ্কার মানুষ ও অন্যান্য প্রজাতির প্রাণীর ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য আনতে পারে।