মেহেরপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

0
129
ছবি সংগ্রহ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর সদর উপজেলার গ্রামের নুর ইসলাম হত্যা মামলায় পাঁচ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।

জমি নিয়ে বিরোধের জেরে যুবক হত্যার দায়ে সাজা প্রাপ্তদের মধ্যে রয়েছে হিজুলি গ্রামের আইজুদ্দিনের ছেলে সাগর, আলি মহালদারের ছেলে মোহাম্মদ হক, নজর উদ্দিনের ছেলে হামিদুল ইসলাম, মফিজ উদ্দিনের ছেলে সোনা ও গোভিপুর গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে আলফাজ। সাজাপ্রাপ্ত সাগর ও মোহাম্মদ হককে কারাগারে পাঠানো হয়েছে। অপর তিন আসামি পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১০ সালের ২০ মার্চ হিজুলি গ্রামের নুর ইসলামকে অপহরণ পর হত্যা করা হয়। পরদিন সকালে গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী সাকেলা খাতুন বাদী হয়ে ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল পাঁচ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মামলায় সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত পাঁচজনকে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহীদুল হক এবং আসামিপক্ষে অ্যাডভোকেট আসাদুল আজম খোকন এই মামলা পরিচালনা করেন।