মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
Home Blog Page 14

খোকসায় আওয়ামী লীগের দুই নেতা আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ২৪ ঘন্টায় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে।

সোমবার বিকালে খোকসা বাজার এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ মোক্তার হোসেন (৫৮) ও রবিবার দিনগত রাত ৮টার পর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নারায়ন চন্দ্র চক্রবর্তী (৪৯) কে আটক করে পুলিশ।

থানা পুলিশের হোয়াটর্স অ্যাপ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা খোকসায় ৯ ফেব্রæয়ারি দায়েরকৃত ৪ নম্বর মামলার আসামী। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন – অবৈধ ইটভাটায় অভিযান ৮ লাখ টাকা জরিমানা

সূত্রটি জানায়, সোমবার বিকাল ১৭.৩০ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনাকালে খোকসা বাজার এলাকা থেকে আসামী মোঃ মোক্তার হোসেন (৫৮) কে আটক করা হয়। সে খোকসা পৌরসভা ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। সে ওসমানপুর গ্রামের মৃত হোসেন আলী শেখর ছেলে। বর্তমানে কমলাপুর গ্রামে বসবাস করেন।

আরও পড়ুন –খোকসার মাস্টারপাড়া থেকে ভ্যান চুরির সময় আটক এক

এর আগে রবিবার দিনগত রাত ২২.৪০ ঘটিকায় থানাধীন গোপগ্রাম এলাকা থেকে নারায়ন চন্দ্র চক্রবর্তী (৪৯) কে আটক করা হয়। সে খোকসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সে গোপগ্রামের শীতেষ চন্দ্র চক্রবর্তী ছেলে।

অবৈধ ইটভাটায় অভিযান ৮ লাখ টাকা জরিমানা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুটি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা ও দুটি ইটভাটাকে কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়।

সোমবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান ও মহারাজপুর ইউনিয়নের খড়িখালি এলাকায় এ অভিযান চালানো হয়। সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মুহিদ এ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অংশ নেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাসির রহমান।

আদালত সূত্র জানায়, ইটভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩ লঙ্ঘণের দায়ে পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান গ্রামের মিজানুর রহমান মাসুমের মালিকানাধীন এমএমআর ব্রিকস ও ইউনূস আলীর মালিকানাধীন এসএসবি ব্রিকসকে চার লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া উভয় ইটভাটাকে আগামী ২৪ ঘণ্টার ভিতরে সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের একতা ব্রিকস ও ভাই ভাই ব্রিকসে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ইটভাটা কর্তৃপক্ষকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন – খোকসার মাস্টারপাড়া থেকে ভ্যান চুরির সময় আটক এক

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাসির রহমান বলেন, সোমবার দুটি ইটভাটায় ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুটি ইটভাটাকে তাদের কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলার সকল অবৈধ ইটভাটায় পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

খোকসার মাস্টারপাড়া থেকে ভ্যান চুরির সময় আটক এক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ব্যাটারী চালিত পাখি ভ্যান চুরির সময় ভ্যান চোর চক্রের এক সদস্যকে জনতা আটক করে পুলিশে সপর্দ করেছেন।

আটক ব্যক্তির নাম মোঃ টুটুল শিকদার (৩৪)। সে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নলখোলা গ্রামের মোঃ মুকুল হোসেন ছেলে।

খোকসা থানা হোয়াটস অ্যাপ গ্রæপে দেওয়া তথ্যে জানা গেছে, রবিবার দুপুরে খোকসা মাষ্টারপাড়া জনৈক মোঃ আব্দুর রশিদ এর বাসার সামনে থেকে সঙ্গোবদ্ধ ভ্যান চোর চক্রের সক্রিয় সদস্যরা একটি ব্যাটারী চালিত চালিত পাখি ভ্যানটি চুরির চেষ্টা করে। এ সময় জনতা টুটুল সিকদারকে আটক করে। তবে তার সহযোগীরা পালিয়ে যায়।

এক পর্যায়ে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত ধৃত টুটুল শিকদারকে হেফাজতে নেয়। এ ছাড়া আটক ব্যক্তির কাছে থাকা ব্যাটারী চালিত ভ্যান, ভ্যানের স্ট্রাট করার ০৪ টি চাবি, ০২ টি কাটার (যাহা দ্বারা লক কাটে) এবং তার ব্যবহৃত ১৫০ সিসি ডিসকোভারি মোটর সাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় খোকসা থানায় দায়ের করা মামলা নং-৯। তারিখ- ১৬/০৩/২০২৫ খ্রিঃ। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন – কুষ্টিয়ায় মিনিকেট চাল কেজিতে বেড়েছে পাঁচ টাকা

এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম বলেন, আসামীর বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতি প্রস্তুতি সহ চুরি মামলা রয়েছে। সে একজন পেশাদার চোর। অন্যান্য আসামী গ্রেফতারের জন্য অভিযান অব্যাহৃত আছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন আছে।

কুষ্টিয়ায় মিনিকেট চাল কেজিতে বেড়েছে পাঁচ টাকা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খাজানগর চালের সর্ববৃহৎ মোকাম। এখানকার উৎপাদিত চাল যায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। সেই মোকামের ব্যবসায়ীরা বলছেন, তাদের গোডাউনে ধান নেই। এ কারণে বন্ধ হয়ে গেছে চাল উৎপাদন। আর এই সুযোগে খুচরা বাজারে বেড়েই চলেছে মধ্যবিত্তের সবচেয়ে পচ্ছন্দের মিনিকেট চালের দাম।

খাজানগরের কয়েকটি অটোরাইস মিল ও বাজার ঘুরে দেখা গেছে, অনেক অটোরাইস মিল মিনিকেট চাল উৎপাদন বন্ধ করে দিয়েছে। তাদের দাবি, বাজারে মিনিকেট ধান পাওয়া যাচ্ছে না। এজন্য তারা চাল উৎপাদন বন্ধ রেখেছেন। তবে এসব কোম্পানির নামে চাল ঠিকই পাওয়া যাচ্ছে খুচরা বাজারে। কিন্তু দামটা আকাশছোঁয়া। মিল গেটে প্রতি কেজি মিনিকেট বিক্রি হচ্ছে ৮০-৮১ টাকা কেজি দরে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে আরও বেশি।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, বাজারে ধান না থাকলেও অনেক মিলারের কাছে প্রচুর ধান রয়েছে। সুযোগ বুঝে চাল উৎপাদন করে ঠিকই বাড়তি মুনাফা অর্জন করছে। কিন্তু প্রশাসনকে দেখাচ্ছে ধান নেই। আর নিয়মতান্ত্রিক অভিযানে মিলারদের ফাঁক-ফোঁকর খুঁজে পাচ্ছে না প্রশাসনের কর্মকর্তারা।

চালের দাম প্রতিনিয়ত বাড়ছে কেন? এ প্রশ্নের উত্তরে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি কুষ্টিয়ার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান বলেন, বাজারে মিনিকেট ধান নেই বললেই চলে। ব্যবসায়ীরা উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ খুঁজে অল্প কিছু ধান নিয়ে আসছেন তার দাম পড়ছে ২২৫০ টাকা। এতো দামে ধান কিনলে চালের দাম বাড়বে এটাই স্বাভাবিক।

জয়নাল আবেদীন আরও বলেন, খাজানগরের ৫০ শতাংশ মিলমালিক তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছেন। অনেকেই ব্যবসা বন্ধ করতে হিসাব-নিকাশ কষছেন।

শিগগিরই চালের দামে লাগাম টানার লক্ষণ দেখছেন না খাজানগরের দাদা রাইস মিলের মালিক আরশাদ আলী। তিনি বলেন, নতুন মিনিকেট ধান উঠতে এখনো দেড় মাসের মতো অপেক্ষা করতে হবে। এর আগে মিনিকেট চালের দাম কমার আর কোনো সুযোগ নেই।

এই ব্যবসায়ী বলেন, গত বছর ব্যাপক বন্যার পর আমরা সরকারকে চাল আমদানির পরামর্শ দিয়েছিলাম। কিন্তু সরকার কী করেছে আমরা জানি না। কৃষি বিভাগ ধান উৎপাদন নিয়ে যে পরিসংখ্যান দেয়, সেটাও একটু যাচাই করে দেখা দরকার।

রমজানেও কয়েক দফা বেড়েছে চালের দাম। মৌসুমের শুরুতে যে চাল বিক্রি হয়েছিল ৬২ থেকে ৬৪ টাকা, সেই চাল এখন বিক্রি হচ্ছে ৮০-৮১ টাকা।

আর কুষ্টিয়ার খুচরা বাজারে মিনিকেট ৮০ থেকে ৮৬ টাকা কেজি, কাজলতা বিক্রি হচ্ছে ৭৬ টাকা, মোটা আঠাশ চাল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। গত এক সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়ার বাজারে সব ধরণের চাল কেজি প্রতি ৩-৫ টাকা বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেট চাল। বেড়েছে কেজিতে ৫ টাকা।

এদিকে চালের এই বাড়তি দামের কারণ জানতে সোমবার দুপুরে খাজানগরের মোকামে অভিযান চালান কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীল। অভিযানে অনুমোদনের তুলনায় ধানের অতিরিক্ত মজুত ও চালের বস্তায় ওজন কম দেওয়ায় দুটি রাইস মিলকে জরিমানা করে প্রশাসন। ইউএনও ছাড়াও অভিযানে অংশ নেন কৃষি বিপণন ও ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা।

আরও পড়ুন – কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ও এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা

খাজানগরের পলাশ রাইস মিলে অভিযান শেষে পার্থ প্রতীম শীল জানান, এই মিলের লাইসেন্স যতটুকু পারমিট করে তার থেকে অতিরিক্ত মজুত রয়েছে। আমরা সেগুলো বিধান অনুযায়ী তিনদিনের মধ্যে ডিসপোজাল করার নির্দেশ দিয়েছি। একইসঙ্গে তাকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন – বাংলাদেশীকে মৃত ভেবে সীমান্তে ফেলে গেলো বিএসএফ

ইউএনও বলেন, এ ছাড়া অন্যান্য মিলগুলো পরীক্ষা করে দেখেছি, উৎপাদনের তারিখ ও নিট ওজন বস্তার গায়ে লেখা নেই। লিগ্যাল নোটিশ দেওয়ার পাশাপাশি তাদেরও সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। বাড়তি দামে কেউ যাতে চাল বিক্রি করতে না পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ও এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

রবিবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সুলতান মারুফ তালহা, মুজাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া সরকারি কলেজের আহবায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব রেদোয়ান আফ্রিদি, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আহবায়ক জুবায়ের, ইব্রাহীম, নয়ন হোসেন প্রমুখ।

জানা গেছে, রবিবার রাত ৮টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এতে অন্তুত ১৫ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যান দলের নেতাকর্মী ও পুলিশ। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ছুটে এসেছেন দলের শতশত নেতাকর্মীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা বলেন, রবিবার রাত ৮টার দিকে আয়াস, আকাশ, রাসেল সহ তাদের লোকজন এ হামলা করেছে। এতে ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ, হুমাইরা কবির সাদিয়া, মুখ্য সংগঠক এম ডি বেলাল হোসেন বাঁধনসহ শতশত নেতাকর্মী। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

আহতরা বলেন, আয়াস, আকাশ, রাসেল সহ তাদের লোকজন আমাদের উপর হামলা করেছে। এতে আমরা গুরুতর আহত হয়েছি। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আরও পড়ুন – বাংলাদেশীকে মৃত ভেবে সীমান্তে ফেলে গেলো বিএসএফ

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক হাফিজুর রহমান বলেন, আহতরা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা সেবা চলছে। তারা চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন – খোকসায় ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি আটক

এ বিষয়ে কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

বাংলাদেশীকে মৃত ভেবে সীমান্তে ফেলে গেলো বিএসএফ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সীমান্তে এক বাংলাদেশিকে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রবিবার (১৬ মার্চ) দুপুরের সদর উপজেলার মহেশপুর সীমান্তের কুমিল্লাপাড়া বিওপি এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার বাংলাদেশির নাম ফারুক হোসেন (৪২)। তিনি নড়াইলের কালিয়া উপজেলার বেরইল গ্রামের মোতালেব শেখের ছেলে।

বিজিবি ও মহেশপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সীমান্তের কুমিল্লাপাড়া বিওপি সংলগ্ন মাঠে কৃষকরা কাজ করতে গিয়ে গুরুতর আহত অবস্থায় ফারুক হোসেনকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন তারা।

নির্যাতনের শিকার ফারুুক হোসেনের স্ত্রী হাসি খাতুন জানান, শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে তিনি ও তার এক সন্তান ভারতের খোসালপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় ফারুক হোসেন বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিএসএফের হাতে আটক হন। আটকের পর তাকে নির্মম নির্যাতনের এক পর্যায়ে মৃত ভেবে সীমান্তে ফেলে রেখে যায় বিএসএফ।

হাসি খাতুন আরও জানান, ১০ বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে ভারতের ভেলোরে বসবাস করে আসছিলেন ফারুক। সেখানে তিনি বাংলাদেশি রোগীদের সহায়তা করতেন। রোগী কমে যাওয়ায় অবৈধ পথে ভারতের বরণবেড়ে সীমান্ত দিয়ে দেশে ফেরার চেষ্টাকালে বিএসএফের হাতে আটক হন।

আরও পড়ুন – খোকসায় ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি আটক

এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, বাংলাদেশি নির্যাতনের তথ্য সংগ্রহ করতে সীমান্ত এলাকা ও বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

খোকসায় ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিক ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সাবেক সভপতিকে আটক করেছে।

শনিবার দিনগত রাতে উপজেলার মহিষবাথান গ্রাম থেকে মোঃ সাইফুল ইসলাম (৩১) কে আটক করা হয়।

আরও পড়ুন – আবরার হত্যা মামলায় হাইকোর্টে মৃতদন্ডের রায় বহাল

জয়ন্তী হাজরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ৮ নম্বর ওয়ার্ডের মহিষবাথান গ্রামের মোঃ আব্দুর রহমান প্রামানিক ছেলে। গত ৯ ফেব্রæয়ারি খোকসা থানায় দায়েরকৃত ৪ নম্বর মামলায় সে এজাহার ভুক্ত আসামী।

আবরার হত্যা মামলায় হাইকোর্টে মৃতদন্ডের রায় বহাল

0

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদন্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড বহালের রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রæত রায় কার্যকর ও পলাতক আসামিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন।

রবিবার (১৬ মার্চ) আদালতের রায় ঘোষণার পরে কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের বাসায় আবরারের মা রোকেয়া খাতুন এ সন্তুষ্টির কথা জানান। এসময় আবরার ফাহাদের দাদা আব্দুল গফুর বিশ্বাস, মেজ চাচি নিলু ও সেজ চাচি মমতাজ বেগমও রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

শহীদ আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন বলেন, ‘আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্ট আজ যে রায় দিয়েছেন তাতে আমি খুশি। শুধু আমরা না, সারাদেশের মানুষ খুশি। ২০২২ সালের রায় বহাল রয়েছে। প্রথম যখন রায় ঘোষণা করা হয়েছিল, সে রায়েও দেশবাসী সন্তোষ প্রকাশ করেছিল। বর্তমান সরকার, বিচার বিভাগের সংশ্লিষ্টরা, ছাত্রজনতা, সাংবাদিক ও দেশবাসীর সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মৃত্যুর ছয় বছর পরেও আমার সন্তানকে কেউ ভুলে যায়নি। সবাই আমার আবরারকে মনে রেখেছে, কেউ ভুলে যায়নি।

তিনি আরও বলেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান র‌্যাগিং মুক্ত থাক। বর্তমানে যেমন জুলুম অত্যাচার নেই। তেমন যেন সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান সমসময় নিরাপদ থাকে। ভবিষ্যতে যেন আমার মতো কাউকে সন্তান হারাতে না হয়। শিক্ষার্থীদের স্বপ্ন লক্ষ্য যেন ধ্বংস না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। যে রায় হয়েছে, সেটা দ্রæত কার্যকর করা হোক। যাতে আবরারের মতো কাউকে জুলুম অত্যাচার করতে না পারে কেউ। এরকম কাজ করি কেউ সাহস না পাই। সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের উচিৎ শিক্ষার্থীদেরকে ছেলের মতো করে দেখা। পিতামাতার মতো শাসন করতে হবে।

আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদন্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড বহাল রেখে রবিবার (১৬ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালত কক্ষে আবরার ফাহাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিরা হলেন বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল (সিই বিভাগ, ১৩তম ব্যাচ), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ১৫তম ব্যাচ), তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার অপু (মেকানিক্যাল ইঞ্জনিয়ারিং, ১৫তম ব্যাচ), সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মনির (ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং, ১৬তম ব্যাচ), ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন (মেরিন ইঞ্জিনিয়ারিং, ১৫তম ব্যাচ), উপসমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল (বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ১৬তম ব্যাচ), সদস্য মুনতাসির আল জেমি (এমআই বিভাগ), সদস্য মোজাহিদুর রহমান (ইইই বিভাগ, ১৬তম ব্যাচ), সদস্য হোসেন মোহাম্মদ তোহা (এমই বিভাগ, ১৭তম ব্যাচ), সদস্য এহতেশামুল রাব্বি তানিম (সিই বিভাগ, ১৭তম ব্যাচ), শামীম বিল্লাহ (মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ, ১৭তম ব্যাচ), মাজেদুর রহমান মাজেদ (এমএমই বিভাগ, ১৭তম ব্যাচ), খন্দকার তাবাক্কারুল ইসলাম তানভীর (মেকানিক্যাল, ১৭তম ব্যাচ), মুহাম্মদ মোর্শেদ-উজ-জামান মন্ডল জিসান (ইইই বিভাগ, ১৬তম ব্যাচ), এস এম নাজমুস সাদাত (এমই বিভাগ, ১৭তম ব্যাচ), মোর্শেদ অমর্ত্য ইসলাম (এমই বিভাগ, ১৭তম ব্যাচ), মিজানুর রহমান (ওয়াটার রিসোসের্স, ১৬ ব্যাচ), শামছুল আরেফিন রাফাত (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং), উপ-দপ্তর সম্পাদক মুজতবা রাফিদ (কেমিকৌশল) এবং এসএম মাহামুদ সেতু (কেমিকৌশল)।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত ৫ আসামি হলেন বুয়েট ছাত্রলীগের সহ-সভাপতি মুহতাসিম ফুয়াদ (১৪তম ব্যাচ, সিই বিভাগ), গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইসতিয়াক আহমেদ মুন্না (মেকানিক্যাল, তৃতীয় বর্ষ), আইনবিষয়ক উপসম্পাদক অমিত সাহা (সিভিল ইঞ্জিনিয়ারিং), সদস্য আকাশ হোসেন (সিই বিভাগ, ১৬তম ব্যাচ) ও মোয়াজ আবু হোরায়রা (সিএসই, ১৭ ব্যাচ)।

২০২২ সালের ৬ জানুয়ারি এ মামলায় ২০ জনের মৃত্যুদন্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স ও মামলার নথি হাইকোর্টে আসে। ঢাকার দ্রæত বিচার ট্রাইব্যুনাল-১ থেকে ৬ হাজার ৬২৭ পৃষ্ঠার ডেথ রেফারেন্স ও মামলার যাবতীয় নথি হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয়। এরপর আসামিরা দন্ড থেকে খালাস চেয়ে ফৌজদারি আপিল ও জেল আপিল করেন। (ফৌজদারি কার্যবিধি অনুসারে বিচারিক আদালতে মৃত্যুদন্ড দেওয়া হলে তা অনুমোদনের জন্য মামলার যাবতীয় কার্যক্রম উচ্চ আদালতে পাঠাতে হয়। দন্ডিত আসামিরা উচ্চ আদালতে ফৌজদারি আপিল এবং জেল আপিল করতে পারেন)

২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রæত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনকে মৃন্ড্যুদন্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং ফারাক্কার পানি আগ্রাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নৃশংস কায়দায় পিটিয়ে হত্যা করে সংগঠনটির ক্যাডাররা। পরে রাত ৩টার দিকে শেরেবাংলা হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় বয়ে যায়। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরদিন ৭ অক্টোবর চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরারের বাবা বরকত উল্লাহ। মাত্র ৩৭ দিনে তদন্ত শেষ করে একই বছরের ১৩ নভেম্বর চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামা।

আরও পড়ুন – বিশ্ববিদ্যালয়ের ছাত্রের সুস্থ জীবনের স্বপ্ন তিন লাখ টাকায় আটকে গেছে

আবরার ফাহাদ ১৯৯৮ সালে ১২ ফেব্রæয়ারি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের রায়ডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মো. বরকত উল্লাহ এবং মায়ের নাম রোকেয়া খাতুন। আবরার কুষ্টিয়া মিশন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা এবং পরে কুষ্টিয়া জিলা স্কুলে পড়াশোনা করেন। নটরডেম কলেজে বিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষে ২০১৮ সালের ৩১ মার্চ আবরার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগে পড়াশোনা শুরু করেছিলেন। পড়াশোনা চালাকালীন তাকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ বর্তমান বুয়েটে মেকানিক্যাল বিভাগে অধ্যায়নরত।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রের সুস্থ জীবনের স্বপ্ন তিন লাখ টাকায় আটকে গেছে

0

কুষ্টিয়া প্রতিনিধি

বাবা দিনমজুরের কাজ করে। মা গৃহিনী। পরিবারে অভাব, অনটন ও দৈন্যতা তাদের নিত্যসঙ্গী। তবে এ সব দৈন্যদশা কাটিয়ে নিজেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে মেলে ধরেছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আশিকুর রহমান আশিক। স্বপ্ন পড়াশোনা শেষ করে পুলিশ কর্মকর্তা হবেন। দেশ সেবার পাশাপাশি হাল ধরবেন সংসারে। পাজর ভাঙা পরিশ্রম থেকে রেহায় দিবেন বাবা – মাকে।

তবে সম্প্রতি তার শরীরে বাসা বেধেঁছে এক ধরেনের রোগ। চিকিৎসক জানিয়েছে এই রোগকে ‘ প্যারালাইজড ‘বলা হয়। ফলে তার জালে আর ধরা দিলোনা পুলিশ হওয়ার স্বপ্ন। আর এখন অর্থাভাবে থমকে গেছে চিকিৎসা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার বাসনা। প্রতিমাসে অন্তত একবার হলেও থেরাপি নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। কিন্তু গেল ছয় মাসে অর্থাভাবে একবার নেওয়া হয়নি থেরাপি। ফলে ধীরে ধীরে তাঁর শরীরের ডান হাত, কাঁধ ও ডান পার্শ্ব শক্তি হারাচ্ছে।

আশিক উপজেলার পান্টি ইউনিয়নের তুষার মালিয়াট গ্রামের মো. আরিফুল ইসলামের ছেলে। এছাড়াও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সমাজতত্ত¡ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। দুই ভাইবোনের মধ্যে আশিক বড়। ছোটবোন স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবা পেশায় একজন দিনমজুর ও মা গৃহিণী। তাদের নিজস্ব কোনো জায়গা জমি নেই। তার দাদা মৃত কেছমত আলী একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। কয়েক বছর আগে একখন্ড সরকারি জমিসহ বীর নিবাস নামে একটি পাকা ঘর দিয়েছেন সরকার। সেখানে বাস করেন তারা।

আশিকুরের ভাষ্য, চিকিৎসক তাকে বলেছেন উন্নত চিকিৎসা করালে সুস্থ হয়ে উঠবেন তিনি। চিকিৎসার জন্য প্রয়োজন তিন – চার লাখ টাকা। সুস্থ হলে পুলিশ না হোক, অন্তত ব্যাংকের চাকুরি করার প্রত্যাশা তার।

গতকাল দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, জিকে খালের ধারে অবস্থিত বীর নিবাস নামের একটি ছোট্ট ঘর। ঘরের একটি কক্ষের বিছানার উপর বসে অকেজো হাতটি নড়াচড়া করার চেষ্টা করছেন আশিক। তার চোখে মুখে হতাশার চাপ। সুস্থ জীবনে ফিরে আসার আকুতি।

এসময় চবি শিক্ষার্থী আশিক বলেন, ২০২৩ সালের নভেম্বরে একদিন হঠাৎ ডান হাত ও ডান পাশ্বের কিছু অংশ অকেজ হয়ে যায়। তখন চট্টগ্রাম পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গেলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দেন চিকিৎসক। উপার্জনের একমাত্র অবলম্ব এইচপি ব্র্যান্ডের ল্যাপটপটি বিক্রি করে পরীক্ষা – নিরীক্ষা করা হয়। পরে চিকিৎসক বললেন, এটি এক প্রকার প্যারালাইজড রোগ। তখন থেরাপির সঙ্গে দামি দামি ওষুধ লিখলেন চিকিৎসক। প্রথম কয়েকমাস ওষুধ সেবন করলাম। কয়েকবার চিকিৎসকের কাছেও গেলাম। তবে অর্থাভাবে গেল ছয়মাস চিকিৎসা বন্ধ আছে।

তিনি আরো বলেন, চিকিৎসক দ্রুত দেশের বাইরে গিয়ে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। এতে খরচ লাগতে পারে তিন – চার লাখ। চিকিৎসায় বিলম্ব হলে সারা শরীর প্যারালাইজড আক্রান্ত হবার শঙ্কা রয়েছে। তবুও অর্থাভাবে থমকে আছে জীবন ও স্বপ্ন।

আশিকের বাবা আরিফুল বলেন, গরীব মানুষ। খাওয়ার টাকায় নাই। চিকিৎসা হবি কিভাবেন। ছেলে সব সময় মন খারাপ করে ঘরের ভিতরে থাকে। আপনারা এটু সাহায্য করলে ছোয়ালডা বাঁচাতে পারতেন।

সমাজের বিত্তবান ও স্বহৃদয়বান ব্যক্তিদের কাছে সহযোগীতা চেয়েছেন আশিক ও তার পরিবার। আশিককে সাহায্য পাঠানোর ঠিকানা— ইসলামি ব্যাংক, হিসাবের নাম: আশিকুর রহমান, হিসাব নম্বর: ২০৫০৭৭৭৬৭০৬৪৩৬৯১০, পান্টি শাখা। সাহায্য পাঠানো যাবে মুঠোফোন নাম্বারেও – ০১৯৭০০২৯৮২৪ (নগদ,বিকাশ) ০১৯৭০০২৯৮২৪৯ (রকেট)।

আরও পড়ুন – খোকসায় শিশু ও বৃদ্ধাকে পৃথক যৌন হয়রানির অভিযোগ

লিখিত আবেদন করলে সাধ্যসত সহযোগীতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। সরকার ও প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।

খোকসায় শিশু ও বৃদ্ধাকে পৃথক যৌন হয়রানির অভিযোগ

0

শিশুর ঘটনা পঞ্চাশ হাজার টাকায় রাফা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে এক শিশু ও বৃদ্ধার পৃথক শ্লীলতাহানীর চেষ্টার ঘটনায় গ্রাম্য বিচারের আর্থিক জরিমানা এবং লম্পটদের শারীরিক শাস্তি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃদ্ধার শ্লীলতাহানীর চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের ও লম্পটকে আটক করা হয়েছে।

স্থনীয়দের সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৯ টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের রায়পুর গ্রামে জিকে খালের পশ্চিম পাড়ের এক কৃষি শ্রমিকের ৭/৮ বছরের মেয়েকে ফাঁকা বাড়িতে পেয়ে এলাকার হাফিজ (৪৭) যৌন হয়রানি (পশুবিত্তি চরিতার্থ) করে। এ সময় শিশুটির চাচা ওই লম্পটকে আটক করে। গ্রামবাসী এসে লম্পট হাফিজকে গাছের সাথে বেঁধে মারপিট করে।

এক পর্যায়ে ওসমানপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় একজন মেম্বরের নেতৃত্বে সকালেই গ্রামেই লম্পট হাফিজের বিচার বসানো হয়। ১৫ মিনিটের শোনানির পর শিশুর যৌন নিপীড়নের দায়ে হাফিজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে হাফিজকে তার পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হয়।

রবিবার সকাল ১০টার দিকে রায়পুরে যৌন নিপীড়নের শিকার শিশুর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। গ্রামে মেম্বরের নেতৃত্বে সালিশের পর শিশুটির পরিবারের সদস্যরা আত্মগোপন করেছেন। তবে শিশুর যৌন নির্যাতনকারী জরিমানা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেন। এ সময় স্থানীয় মেম্বর তোফাজ্জের সাথে দেখা হয়। তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন।

গত শুক্রবার সন্ধায় উপজেলা শিমুলিয়া ইউনিয়নের সিংঘড়িয়া গ্রামে ৫০ বছর বয়স্ক বৃদ্ধা জামাই বাড়ি থেকে ইফতার শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় জহুরুল শেখ ওই বৃদ্ধার উপর যৌন নির্যাতন চালানোর চেষ্টা করে। বৃদ্ধার চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসেন। পর দিন শনিবার সকালে গ্রামের মসজিদের পাশে সালিশী বৈঠক ডাকা হয়।

সাবেক মেম্বর ও বিএনপি নেতা হজ্জরত আলী হজাই এর নেতৃত্বে বৃদ্ধাকে যৌন নিপীড়নের বিচার বসানো হয়। যৌন নির্যতনের ঘটনায় অভিযুক্ত জহুরুলকে শারীরিক ভাবে শাস্তি প্রদান করা হয়। সাথে এমন অভিযোগ আবার পাওয়া গেলে অভিযুক্ত জহুরুল ৫ লাখ টাকা জরিমানা দিতে বাধ্য থাকবে বলে মুচলেকা নেওয়া হয়।

এ দিন শনিবার দুপুরের সালিশে নির্যাতনে আহত জহুরুককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। যৌন নির্যাতনের শিকার বৃদ্ধার দায়ের করা মামলায় শনিবার বিকালে থানা পুলিশ জহুরুলকে আটক করেছে।

ওসমানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তোফাজ্জেল হোসেন সাথে কথা বলা হয়। এ সময় তিনি সালিশ করে বাড়ি ফিরছিলেন। তিনি বলেন, ছোট একটি পারিবারিক সমস্যা হয়েছিল। বিষয়টি নিস্পত্তি হয়ে গেছে।

কথিত যৌন নিপীড়ণ দায়ে অভিযুক্ত হাফিজের সাথে দেখা করার জন্য তার বাড়ি ওসমানপুর ব্যাপারী পাড়ায় গিয়ে কাউকে পাওয়া যায়নি।

সিংয়ঘড়িয়া গ্রামের বৃদ্ধাকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত জহুলের বাবা আমদ আলী শেখ অভিযোগ করে বলেন, তার ছেলের বিরুদ্ধে গ্রামে সালিশে ৫ লাখ টাকার মুচলেকা দিতে বাধ্য করা হয়েছে। এ ছাড়া সাবেক মেম্বর হজ্জরত আলী ও আবু ছালহে নামে দুইজনসহ একাধিক ব্যক্তি শালিসে বৈঠকে তার ছেলেকে বেধর পিটিয়েছেন। পরে ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পুলিশ তার ছেলে আটক করে কোটে পাঠিয়েছে। তিনি সালিশের নামে নির্যাতন ও মামলা প্রত্যাহারের দাবি করেন।

যৌন নিপীড়নের শিকার বৃদ্ধা বলেন, জহুরুল যে অপরাধ করেছে গ্রাম্য সালিশে তার বিচার হয়েছে। তিনি আর মামলা করতে চান নি। পুলিশ মামলা দিয়েছে।

সিংঘড়িয়া বৃদ্ধার যৌন নিপীড়নের ঘটনায় গ্রাম্য সালিশের নেতৃত্বদেওয়া সাবেক মেম্বর হজ্জরত আলী বলেন, তারা সালিশ করেছে। অপরাধীর সাজাও দেওয়া হয়েছে। তার পর পুলিশ কি ভাবে মামলা নিয়েছে তা তিনি বুঝতে পাছেন না।

আরও পড়ুন – আরশি নগর কতদূর

এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাঈনুল ইমলাম বলেন, সিংঘড়িয়া বৃদ্ধার যৌন নিপীড়নের ঘটনায় থানায় মামলা হয়েছে । ইতোমধ্যেই বৃদ্ধার যৌন নিপীড়ক জহুলকে আটক করা হয়েছে। তবে ওসমানপুরে শিশুর যৌন নিপীড়নের ঘটনাটি তার জানা নেই।

সর্বশেষ সংবাদ

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

দ্রোহ অনলাইন ডেস্ক ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার ভ্যাটিকানের...

শেখ হাসিনাসহ পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’

দ্রোহ অনলাইন ডেস্ক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার রোন শেখ রেহানা সিদ্দিকসহ তার পরিবারে ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত (লক) করেছে নির্বাচন কমিশনের...

কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকূপার দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে খুলনা-কুষ্টিয়া...

খোকসার বিএনপি নেতারা আধিপত্য বিস্তারে বাকযুদ্ধে সক্রিয়

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির নেতাদের পাল্টা-পাল্টি শো ডাউন ও সংবাদ সম্মেলনে দেওয়া উষ্কানী মূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। এসব বক্তব্যে ৫...

অন্ধত্ব রুখতে পারেনি আরশাদ আলীকে

ঝিনাইদহ প্রতিনিধি আরশাদ আলীর দুই চোখই অন্ধ। ৬ বছে বয়সে গুটি বসন্ত রোগে চোখের আলো হারান তিনি। অন্ধত্ব রুখতে পারেনি আরশাদ আলীকে। জীবনযাপনে সাময়িক প্রতিবন্ধকতা...