সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
Home Blog Page 8

বিএনপির নেতা-কর্মীদের মুক্ত পরিবেশে স্বস্তির ঈদ

0

কুষ্টিয়া প্রতিনিধি

দীর্ঘ ১৭ বছর পর মুক্ত পরিবেশে এবং ভিন্ন রাজনৈতিক পেক্ষাপটে ঈদ উদযাপন করছেন বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একদিকে স্বৈরাচার মুক্ত পরিবেশ অন্যদিকে স্বস্তির ঈদ উদযাপন করতে পেরে খুশি বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। দীর্ঘদিনের হামলা মামলার কষাঘাতে জর্জরিত নেতা-কর্মীরা বলছেন বিগত ১৭ বছর সময়ে যে দূর্বিসহ অত্যাচার নির্যাতন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার করেছে তা যেন ভবিষ্যতে কখনও আর ফিরে না আসে।

কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসান। কুমারখালী সরকারী কলেজে অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত এই যুবক বেশ কয়েকটি ঈদের সময় কেটেছে কারাগারে। তার অপরাধ বিএনপির অঙ্গসহযোগী সংগঠন ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত থাকা।

নিম্নমধ্যবিত্ত পরিবারের যুবক হৃদয় হাসান জানালেন রাজনৈতিক প্রতিপেক্ষর কারণে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলা মামলার কারণে দীর্ঘদিন পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারেননি। তার পরিবারেও ছিলো না ঈদের আনন্দ। আওয়ামী সরকার পতনের পর এবছর পরিবারের সাথে ঈদ করতে পারছেন। এই যুবক বলছেন ভবিষ্যতে কোন রাজনৈতিক দল যেন ফ্যাসিস্টের ভূমিকায় এদেশে আর ফিরে আসতে না পারে।

হৃদয় হাসানের মা মোছাঃ রেনু বেগম বলেন, ছেলে বিরোধী দলের রাজনীতির সাথে জড়িত থাকার কারণে আমরা পরিবারের সদস্যরাও স্বাভাবিক জীবন যাপন করতে পারেননি। দীর্ঘ সময়ে বাড়িতে ছিলো না ঈদের কোন আনন্দ। সব সময় আতঙ্কের মধ্যে দিন কাটতো। ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা যাতে বাড়তি মাত্রা যোগ করেছিলো আওয়ামী দোষরদের নানা হয়রানী।

কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম বলেন, শুধু হৃদয় হাসান নয় বিরোধী দলের ও মতের কোন নেতা-কর্মীরা বিগত আওয়ামী লীগ সরকারের শাসনমলে ঈদ উদযাপন করতে পারেননি। বিগত সময়ে এসব নেতা-কর্মীদের বাড়িতেও ছিলো না ঈদের আনন্দ। নানা রকম হয়রানী আর অত্যাচারে অতিষ্ঠ থাকলেও তারা চান না এরকম দিন সামনে ফিরে আসুক।

আরও পড়ুন – ঈদগাহে টাকা আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ

দীর্ঘদিনের হামলা মামলার কষাঘাতে জর্জরিত নেতা-কর্মীরা বলছেন বিগত ১৭ বছর সময়ে যে দূর্বিসহ অত্যাচার নির্যাতন আওয়ামীলীগ সরকার করেছে তা যেন ভবিষ্যতে কখনও আর না ফেরে।

ঈদগাহে টাকা আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ঈদগাহ মাঠে টাকা আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা চাঁদপুর ইউনিয়নের নিয়ামতবাড়িয়া শাহ নিয়ামতউল্লাহ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামাত চলাকারে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উপজেলা ও জেলার সরকারি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন – ওই এলাকার বদর উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৪৬), করিমের ছেলে মুনহর শেখ (৫৫) সিজারত (৪৩), মনজু আলীর ছেলে কলম আলী (৩৮), মনছুর শেখের ছেলে আলম হোসেন (৩০), জিয়া শেখের ছেলে জিহাদ শেখ (১৮), মুজাহিদের ছেলে সাবিদ সাহা, আবু দাউদের ছেলে আমিরুল ইসলাম (৫০) ও তার ছেলে বাধন শেখ (২১)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিয়ামতবাড়িয়ার শাহ নিয়ামতউল্লাহ ঈদগাহ মাঠের পরিচালনা পরিষদের কমিটি নেই। সোমবার সকাল ৮ টা ৪৫ মিনিটে ঈদের নামাজ পড়ান মাওলানা সুরুজ আলী। তিনি নামাজ শেষে ঘোষণা দেন এবার কোনো মসজিদের নামে টাকা আদায় করা যাবে না। হুজুরের কথা অমান্য করে স্থানীয় আওয়ামী লীগের সমর্থক আলী রেজা (৬০) তার লোকজন দিয়ে টাকা আদায় শুরু করেন। আর তাদের টাকা আদায়ে বাঁধা প্রদান করেন বিএনপির সমর্থক ফারুক হোসেন ও তার লোকজন।

এঘটনায় কেন্দ্র করে ধাক্কাধাক্কির এক পর্যয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এর বেশ কিছুক্ষণ উভয়পক্ষের মধ্যে চলে পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এতে অন্তত উভয়পক্ষের ৯ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

আহত মনোহর শেখ ও আলম হোসেন বলেন, মসজিদের টাকা তুলে বাধা দেওয়ায় আওয়ামী লীগের সমর্থক আলী রেজা ও তার লোকজন আমাদের ওপর হামলা করেছে। ইটপাটকেল মারে আমাদের অন্তত সাতজনকে আহত করেছে। হামলায় তাদের নেতা ফারুক হোসেনের ঠোঁট কেটে গেছে। সেজন্য তিনি কথা বলতে রাজি হননি।

অভিযোগ অস্বীকার করে আলী রেজা মুঠোফোনে বলেন, মসজিদের টাকা তোলার অপরাধে প্রতিপক্ষের লোকজন হামলা করেছে। এতে আমাদের দুই – তিন জন আহত হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।

জানতে চাইলে চাঁদপুর ইউনিয়নের পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ডাবলু বলেন, ঈদের মাঠে মসজিদের টাকা তোলা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অনেকেই আহত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বিপাশা বৈশাখ কথা বলতে রাজি হননি।

আরও পড়ুন – খোকসায় কখন কোথায় ঈদ জামাত

সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ বলেন, ঈদের মাঠে টাকা তোলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন – ইফতার

ইফতার

0

টানা এক মাস সিয়াম সাধনার মধ্যদিয়ে ইসলাম ধর্মাবলম্বী বড় ধর্মীয় অনুষ্ঠান শেষে হয়েছে। শেষ দিন বন্ধু স্বজন মিলে ইফতারি নিয়ে মেতে উঠেছিলেন অনেকেই। তারা মাঠে ময়দানে ইফতার সাজিয়ে বসেছিল সামর্থ মত। খোকসা জানিপুর হাই স্কুল মাঠে রবিবার শেষ রোজায় এভাবেই ইফতার নিয়ে বসেছিলন।

আরও পড়ুন – খোকসায় কখন কোথায় ঈদ জামাত

আরও পড়ুন – দেশের আকাশে চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ

খোকসায় কখন কোথায় ঈদ জামাত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা সদরের বিভিন্ন ঈদগাহে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা থেকে সাড়ে ৮পার মাধ্যে। শুধুমাত্র কমলাপুর ঈদগাহ মাঠে সকাল ৮ টা ও ৯টায় পৃথক দুটি জামাত অনুষ্ঠিত হবে।

রবিবার সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে উপজেলা সদরের প্রধান প্রধান ঈদগাহ মাঠে ঈদ জামাতের সময় সূচি ঘোষনা দেওয়া হয়েছে। ঈদুল ফিতরের জামাতের সময় সূচি সম্পর্কে মাইকে ও ফুসবুক স্ট্যাটাস দিয়েছেন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে। খোকসা কেন্দ্রিয় ঈদগাহ কর্তৃপক্ষ জানিয়ে সকাল সাড়ে ৮টায় একমাত্র ঈদ জামাতটি অনুষ্ঠিত হবে। এ ছাড়া মডেল মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। জামনি-কামিনি কবরস্থান ঈদগাহে সকাল ৮টায়। থানা মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। কমলাপুর দক্ষিন পাড়া ঈদগাহে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। শোমসপুর ঈদগাহ ময়দায়ে একমাত্র জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

কমলাপুর ইদগাহ ময়দানে দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। কমলাপুর মালিগ্রাম ঈদগাহে একমাত্র জামায়াতটি অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।

ঈদুল ফিতরের ঈদ জামাত ঘিরে প্রতিটি ঈদগাহে আলোকসজ্জা করা হয়েছে। অনেক প্রতিষ্ঠানে কাগজের ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে।

আরও পড়ুন – দেশের আকাশে চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, ঈদুল ফিতরে সার্বিক নিরাপত্তারক্ষায় খোকসা থানা পুলিশ মাস ব্যপী নানা মুখি পদক্ষেপ নিয়েছিল। ঈদের দিনে নিরাপত্তা রক্ষায় ব্যাপক প্রস্তুতি রয়েছে। ঈদ আনন্দ সবাই যেন ভাগাভাগি করে নিতে পারি সেই মানষে পুলিশ বাহিনী কাজ করে চলেছে।

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই সোমবার (৩১ মার্চ) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে কক্সবাজারের আকাশে চাঁদ দেখা গেছে। ইসলামিক ফাউন্ডেশনের কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

এবার মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজান ২৯ দিনেই শেষ হল। হিজরি রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করে থাকেন।

সভায় উপদেষ্টা জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৬ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

দীর্ঘ এক মাস রোজা রাখার পর দেশের মুসলমানদের এখন ঈদের আনন্দে মেতে উঠার অপেক্ষা। ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে ঈদের জামাতের সব প্রস্তুুতি সম্পন্ন হয়েছে।

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রবিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রবিবার চাঁদপুর, সাতক্ষীরা, মাদারীপুর, সুনামগঞ্জ, পিরোজপুর, শরীয়তপুর, গাইবান্ধা, জামালপুর, পটুয়াখালী, ফরিদপুর, শেরপুরসহ দেশের কয়েকটি জেলার বিভিন্ন গ্রামে ঈদ পালন করা হচ্ছে।

গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। তাই রাজধানী ইতোমধ্যে ফাঁকা হয়ে গেছে।

আরও পড়ুন – কুমারখালীতে মাদক বিরোধী অভিযান

এবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে বরাবরের মতো বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

কুমারখালীতে মাদক বিরোধী অভিযান

0

স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর গুরুত্ পূর্ন সড়কে অভিযান করছে।

শনিবার বিকালে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার লাহিনী পাড়ার মধ্যে একটি ভ্রাম্যমান চেকপোষ্ট বসায় কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এখানে মোটরবাইসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের ব্যাগ তল্লাসী করা হয়।

আরও পড়ুন – রবিবার চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ

অভিযানে অংশ নেওয়া অপূর্ব নামের এক কর্মকর্তা জানান, মাদকের ভয়াবহতা রোধে ঈদকে সামনে রেখে বিশেষ কিছু স্পটে অভিযান করা হচ্ছে। এটি তারই অংশ।

রবিবার চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ

0

দ্রোহ অনরাইন ডেস্ক

সৌদি আরবের আকাশে শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে রবিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রবিবার বাংলাদেশে চাঁদপুরের ৪০ গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হবে। এসব গ্রামের সাদ্রা দরবার শরিফের অনুসারীরা প্রায় ৯৫ বছর ধরেই আরব দেশগুলোর সঙ্গে সঙ্গতি রেখে ঈদ উদযাপন করে থাকেন। ঈদকে ঘিরে এসব গ্রামে শনিবার রাত থেকে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর মো. আরিফ চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, ‘প্রথম চাঁদ দেখার ভিত্তিতে আমরা মুসলিম বিশ্বের সঙ্গে মিল রেখে রোজা রাখি এবং ঈদ উদযাপন করি। শনিবার সৌদিতে চাঁদ দেখা গেছে। তাই রবিবার সকাল সাড়ে ৯টায় সাদ্রা মাদ্রাসা ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া আরও বিভিন্ন এলাকাতেও ঈদের জামাত হবে।’

সাদ্রা ছাড়াও একদিন আগে ঈদ উদযাপন করা গ্রামগুলো হলো- হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বড়কুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাসারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ বেশ কয়েকটি গ্রাম। এ ছাড়া চাঁদপুরের পাশের নোয়াখালী, লক্ষীপুর, ভোলা ও শরীয়তপুর জেলার কয়েকটি স্থানে মাওলানা ইছহাক খানের অনুসারীরা সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন।

আরও পড়ুন – কুষ্টিয়া প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জানা গেছে, ১৯২৮ সালে হাজীগঞ্জ রামচন্দ্রপুর মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের উদ্যোগ নেন। কিন্তু স্থানীয়দের অসহযোগিতার মুখে তা ভেস্তে যায়। সরকারি নিয়মের বাইরে গিয়ে একদিন আগে ঈদ পালনের উদ্যোগ নেওয়ায় অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে। ওই বছরই নিজ গ্রাম সাদ্রায় ফিরে আসেন তিনি। পরে তিনি দরবার শরীফ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তারপর থেকে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন তিনি।

কুষ্টিয়া প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৫ টায় কুষ্টিয়া দিশা টাওয়ারের অডিটোরিয়াম রুমে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আল-মামুন সাগর। অনুষ্ঠনের সঞ্চলনায় করেন, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি তৌহিদ হাসান।

আরও পড়ুন – সৌদি আরবে ঈদ রবিবার

কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলি জাকির হোসেন সরকার, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়িার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সৌদি আরবে ঈদ রবিবার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে রবিবার (৩০ মার্চ) দেশটিতে ঈদু ফিতর উদযাপিত হবে।

শনিবার (২৯ মার্চ) মক্কা সময় সন্ধ্যার পর এক বিবৃতিতে সৌদির সুপ্রিম কোর্ট চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে এবং রবিবারকে আনুষ্ঠানিকভাবে ঈদের শুরু হিসেবে ঘোষণা করেছে।

বিশ্বব্যাপী পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতরের দিনটি চিহ্নিত করতে শাওয়াল মাসের চাঁদ দেখা গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইরানসহ অনেক দেশই ঈদের তারিখ ঘোষণা করেছে।

এর আগে, সৌদি আরবের দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ সামাজিক মাধ্যমে এক পোস্টে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য দেশের ২০টিরও বেশি স্থানে পর্যবেক্ষণ কার্যক্রমের কথা জানায়।

আরও পড়ুন – দেড়’শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ইসলামিক হিজরি মাসগুলো ২৯ অথবা ৩০ দিন স্থায়ী হয়। সৌদি আরবে ২৯ রমজানে চাঁদ দেখা যাওয়ায় পবিত্র মাসটি ২৯ মার্চ শেষ হবে এবং ৩০ মার্চ ঈদ শুরু হবে।

দেড়’শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে সদর উপজেলার বংকিরা গ্রামের ফজের বিশ্বাস ফাউন্ডেশনের সহযোগীতায় দুর্বার তারুণ্যের বংকিরা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ উপহার বিতরণ করে।

এ সময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও ফাউন্ডেশনের চেয়ারম্যান আসিফ ইকবাল কাজল, দুর্বার তারুণ্যের বংকিরা’র উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান উপদেষ্টা, উপদেষ্টা আনোয়ার পাশা বিদ্যুৎ, উপদেষ্টা রাজিব হায়দার সবুজসহ অন্যান্যার উপস্থিত ছিলেন।

এলাকার দেড়’শ পরিবারের প্রত্যেককে দেওয়া হয় চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

আরও পড়ুন – চোর খুঁজতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবক নিহত

আয়োজকরা জানান, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। উপহার পেয়ে সাধারণ মানুষ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ সংবাদ

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

দ্রোহ অনলাইন ডেস্ক ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার ভ্যাটিকানের...

শেখ হাসিনাসহ পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’

দ্রোহ অনলাইন ডেস্ক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার রোন শেখ রেহানা সিদ্দিকসহ তার পরিবারে ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত (লক) করেছে নির্বাচন কমিশনের...

কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকূপার দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে খুলনা-কুষ্টিয়া...

খোকসার বিএনপি নেতারা আধিপত্য বিস্তারে বাকযুদ্ধে সক্রিয়

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির নেতাদের পাল্টা-পাল্টি শো ডাউন ও সংবাদ সম্মেলনে দেওয়া উষ্কানী মূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। এসব বক্তব্যে ৫...

অন্ধত্ব রুখতে পারেনি আরশাদ আলীকে

ঝিনাইদহ প্রতিনিধি আরশাদ আলীর দুই চোখই অন্ধ। ৬ বছে বয়সে গুটি বসন্ত রোগে চোখের আলো হারান তিনি। অন্ধত্ব রুখতে পারেনি আরশাদ আলীকে। জীবনযাপনে সাময়িক প্রতিবন্ধকতা...