মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
Home Blog Page 689

মসজিদে পড়তে হবে ঈদের জামাত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা সংক্রমণ রোধে খোলামাঠ বা উন্মুক্ত স্থানে নয়, এ বছর ঈদের জামাত হবে মসজিদে। তাও আবার স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করতে হবে। কোলাকুলি ও হাত মেলানো যাবেনা।

বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

চাঁদ দেখার উপর নির্ভর করে ২৪ অথবা ২৫ মে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। কিন্তু বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়ানো করোনাভাইরাসের ফলে এবার ঈদের পরিবেশে থাকছে ভিন্নতা। করোনার বিস্তার রোধে এক মাস বন্ধ ছিল মসজিদের সাধারণ মুসল্লিদের প্রবেশ।

সম্প্রতি ১২ শর্তে মসজিদে সাধারণ মুসল্লিদের নামাজ আদায়ের সুযোগ দেওয়া হচ্ছে। ঈদের জামাতেও এসব শর্ত মেনে চলতে হবে। ধর্ম মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, ইসলামি শরিয়তে ঈদগাহ বা খোলা জায়গায় ঈদের নামাজে উৎসাহিত করা হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতে মুসল্লিদের জীবন ঝুঁকি বিবেচনা করে, এবছর ঈদগাহের পরিবর্তে মসজিদে ঈদ জামাত আয়োজনের অনুরোধ করা হলো। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হবে।

আদেশে বলা হয়েছে, ঈদের জামাতে কার্পেট বিছানো যাবে না। নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। মসজিদের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজার, হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান ও পানি রাখতে হবে। প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওজু করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে। জামাতে আগত মুসল্লিকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাঁড়াতে হবে। এক কাতার পরিমাণ জায়গা ফাঁকা রেখে কাতার করতে হবে। শিশু, বয়োবৃদ্ধ, অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তিরা ঈদ জামাতে অংশ নিতে পারবেন না। জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে। স্বাস্থ্যসেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।

খতিব, ইমাম ও মসজিদ পরিচালনা কমিটিকে সরকারি নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ করা হয়েছে। স্বাস্থ্যবিধি না মানলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করা হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের আদেশে।

করোনা আক্রান্ত বাড়লেও বেশি ক্ষতি হবে না – স্বাস্থ্যমন্ত্রী

0
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

দ্রোহ অনলাইন ডেস্ক

জরুরি কাজ ছাড়াও সাধারণ মানুষ অহেতুক বাইরে ভিড় করছেন। অনেকের জীবিকার তাগিদে সরকারকেও সীমিত পরিসরে কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও কলকারখানা খুলে দিতে হয়েছে। এসব কারণে আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। হয়তো আরও কিছু বাড়তেও পারে। তবে এই বৃদ্ধিতে ক্ষতির সম্ভাবনা খুবই কম হবে বলে মনে করছেন স্বাস্থ্যমন্ত্রী।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সম্মেলনকক্ষে সদ্য নিয়োগ পাওয়া পাঁচ হাজার নার্সের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে বলেই বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে আক্রান্ত ও মৃত্যু দুটোই কম।

তিনি দাবি করেন, করোনা নমুনা পরীক্ষার সংখ্যা গত এক মাসে বহুগুণ বাড়ানো হয়েছে। ফলে বেশিসংখ্যক আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা যাচ্ছে। যত বেশি আক্রান্ত মানুষ শনাক্ত হবে, আক্রান্তের ঝুঁকিও তত কমবে। এই নমুনা পরীক্ষা খুব দ্রুতই ১০ হাজার এবং এরপর তা ১৫ হাজারে নিয়ে যাওয়া হবে। এর জন্য সরকারের হাতে পর্যাপ্ত কিটও মজুত আছে।

নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, জনপ্রশাসনসচিব শেখ ইউসুফ হারুন, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ইকবাল আর্সনাল, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক চৌধুরী প্রমুখ।

বিএনপি নেতাদের স্বাস্থ্য বিষয়ে জ্ঞান বেশি – ডঃ হাছান মাহমুদ

0
ডঃ হাছান মাহমুদ

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি নেতাদের কথায় মনে হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) চেয়েও তারা স্বাস্থ্য বিষয়ে বেশি জ্ঞান রাখেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডঃ হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুহার ইউরোপ, আমেরিকার চেয়ে কম তো বটেই, প্রতিবেশী ভারত, পাকিস্তানের চেয়েও কম। পরম সৃষ্টিকর্তার দয়া ও বিশ্বে করোনার প্রাদুর্ভাবের পরই এমনকি করোনাভাইরাস বাংলাদেশে আসার আগেই প্রধানমন্ত্রীর নানা দূরদর্শী পদক্ষেপে এ সুফল এসেছে।

আর যাতে কোনো মানুষই মৃত্যুবরণ না করে, আক্রান্ত না হয়, সেই লক্ষ্য নিয়েই সবাইকে একযোগে কাজ আহবান জানান তিনি।

‘লকডাউন খুলে দিয়ে সরকার ভুল করছে’ বিএনপির নেতাদের এমন মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, রুহুল কবির রিজভী সাহেব এবং আরও কোনো কোনো নেতার বক্তব্যে মনে হয়, তাদের পরামর্শটা যদি ইউরোপ-আমেরিকা শুনতো, তাহলে তারাও এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেত। তাদের কথায় মনে হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়েও বিএনপি নেতারা স্বাস্থ্য বিষয়ে বেশি জ্ঞান রাখেন।

হাছান মাহমুদ বলেন, আমরা আশা করেছিলাম, মানুষের এই দুর্যোগের সময় তারা তাদের চিরাচরিত ‘না বলার রাজনীতি আর সাংঘর্ষিক রাজনীতি’ থেকে বেরিয়ে আসবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য তারা বেরিয়ে আসতে পারেনি।

পাহাড়ে অস্ত্রের কারখানা, গোলাবারুদসহ আটক ২

0
অস্ত্র তৈরীর কারখানা থেকে উদ্ধার করা অস্ত্র

দ্রোহ অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-বান্দরবনের দুর্গম পাহাড়ি এলাকায় গড়ে ওঠা অস্ত্র তৈরীর কারখানা থেকে বিপুল পরিমানের সরঞ্জামসহ দুই জনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭ এর একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করেন। পাহাড়ের ওই অস্ত্রকারখানা থেকে রাঙ্গুনিয়া উপজেলার জয়নালের ছেলে আব্দুল (৩২) ও মৃত আবুল কাশেমের ছেলে রোকন (৩৮) কে আটক করেছে।

উদ্ধার করা সরঞ্জাম

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুর রহমান মামুন জানান, একদল অস্ত্র ব্যবসায়ী চট্টগ্রাম-বান্দরবান ও পটিয়া- রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী দুর্গম বাইল্যার বাপের ডেবা নামক পাহাড়ের উপর এ কারখানা গড়ে তুলেছিল।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব আভিযানিক দল পাঠায়। পলিথিন ও বাঁশ দিয়ে বানানো দোচালা ঘরের নিচে তল্লাশি চালিয়ে ৪টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ১০ রাউন্ড খালি খোসা এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

ঈদের জামাতেও থাকছে বিধি-নিষেধ

0
ছবি - সংগৃহিত

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা পরিস্থিতির অবনতি ঘটায় সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ছুটি বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন ঈদুল ফিতরের জামাতের ক্ষেত্রে থাকছে বিভিন্ন বিধিনিষেধ।

বিভিন্ন নির্দেশনা সাপেক্ষে বৃহস্পতিবার সপ্তম দফায় ছুটি বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ঈদুল ফিতরের নামাজের ক্ষেত্রে থাকছে বিধি-বিধান। উন্মুক্ত স্থানে বড় জমায়েত পরিহার করতে হবে এবং সামাজিক দুরুত্ব বজায় রাখতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

চাঁদ দেখার সাপেক্ষ আগামী ২৪ বা ২৫ মার্চ দেশে মুসলমানদের সবচেয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের দিন মসজিদ কিংবা ঈদগাহে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করে থাকেন মুসলমানেরা।

করোনার কারণে সরকার সপ্তম দফায় ছুটি বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করেছে। কিন্তু দেশে এখনও করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি নেই, বরং দিন দিন অবনতির দিকে যাচ্ছে।

না ফেরার দেশে অধ্যাপক আনিসুজ্জামান

0
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান (ফাইল ছবি)

দ্রোহ অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ইন্তেকাল করেছেল। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার মৃত্যুর খবর নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ আখতারুজ্জামান ।

সংবিধানের অনুবাদক, দেশের সব প্রগতিশীল আন্দোলনের অগ্রবর্তী মানুষ ছিলেন তিনি। বহু গুনে গুনান্বিত একজন সাধারণ মানুষ হিসেবে পেয়েছেন অসংখ্য মানুষের ভালোবাসা।

ভাষা সংগ্রামী, মহান বরেণ্য এ শিক্ষাবিদ ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি তারিখে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বসিরহাটে জন্মগ্রহণ করেন। তার বাবা এ টি এম মোয়াজ্জেম ছিলেন একজন নামকরা হোমিও চিকিৎসক।

১৯৫৬ সালে স্নাতক সম্মান এবং ১৯৫৭ এম এ-তে প্রথম শ্রেণিতে প্রথম স্থান ও ১৯৬৫ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। অনার্সে সর্বোচ্চ নম্বর অর্জন করে ‘নীলকান্ত সরকার স্বর্ণপদক’ বৃত্তি লাভ করেন।

তিনি ১৯৮৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগ দেন।

বরেণ্য এ লেখকের উল্লেখযোগ্য রচনাবলির মধ্যে ‘মধুদা, ফতোয়া’, ‘ওগুস্তে ওসাঁর বাংলা-ফারসি শব্দসংগ্রহ’ ‘স্মৃতিপটে সিরাজুদ্দীন হোসেন’, ‘শহীদ ধীরেন্দ্রনাথ স্মারকগ্রন্থ’, ‘নারীর কথা’, ও আইন-শব্দকোষ অন্যতম।

তিনি ভারতের রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মভূষণ’ সহ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক, অলক্ত পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কারসহ নানা পুরস্কার ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি-লিট ডিগ্রিতে ভূষিত হয়েছিলেন।

বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য ২০১৫ সালে বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার প্রদান করে। ২০১৮ সালের ১৯ জুন বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়।

ভাষা আন্দোলন, রবীন্দ্র জন্মশতবার্ষিকী আন্দোলন, রবীন্দ্র উচ্ছেদবিরোধী আন্দোলন এবং ঐতিহাসিক অসহযোগ আন্দোলন এবং ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে তিনি ছিলেন অগ্রগামী যোদ্ধা।

করোনায় আরো সংক্রমিক হয়েছেন ১০৪১ জন

0
সংগৃহিত প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১০৪১ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৪ জন। ভাইরাসটিতে এ পর্যন্ত ২৮৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৮ হাজার ৮৬৩ জন আক্রান্ত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা।

এই গ্রাণঘাতি ভাইরাসটিতে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় সাড়ে ৪৪ লাখে ঠেকেছে। মৃতের সংখ্যা তিন লাখ ছুঁই ছুঁই। তবে প্রায় পৌনে ১৭ লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

বাংলাদেশে করোনাভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দিন গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল।

অবশ্য প্রাণঘাতী এ ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে মানুষকে ঘরে রাখার লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে সাত দফায় ছুটি বাড়িয়ে তা ৩০ মে পর্যন্ত করা হয়েছে। যদিও ঢাকা, চট্টগ্রাম গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে খুলে দেয়া হয়েছে মসজিদ এবং দোকানপাট-শপিংমলও।

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মধ্যে চেক প্রদান

0
অসুস্থদের মধ্যে চেক বিতরণ করেন সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। ছবি- দ্রোহ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৪৯ জনের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের ২২ লক্ষ টাকার চেক বিতরন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় এ চেক বিতরণ করেন কুষ্টিয়া-৪ খোকসা-কুমারখালী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

জানা গেছে, খোকসা ও কুমারখালী উপজেলায় হার্ট, লিভার ও ক্যানসারসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এককালীন অনুদান প্রদান করা হয়। এই চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামছুজ্জামান অরুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুন, উপজেলা যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র হারুন অর রশিদ হারুন প্রমূখ।

মেহেরপুরে সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

0
মেহেরপুরের সংবাদকর্মীরা - ছবি দ্রোহ

দ্রোহ অনলাইন ডেস্ক

মেহেরপুরর থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকার সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকসহ তিন জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।

বুধবার সন্ধ্যায় মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের ভাগ্নে সবুজ হোসেন বাদী হয়ে গাংনী থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলেন, দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াদুল মোমিন, প্রকাশক এএসএম ইমন ও যুগ্ম সম্পাদক আল আমিন।

জানাগেছে, ১১ মে ‘২৬ বছর ভাড়া বাড়ি দখলে রেখেছে’ শিরোনামে মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা আঃ লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের নামে দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশিত হওয়ায় ডিজিটিাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন সাবেক সংসদ সদস্যের ভাগ্নে সবুজ হোসেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান সাংবাদিকদের জানান, মেহেরপুর থেকে প্রকাশিত দৈনিক মেহেরপুর প্রতিদিনের সম্পাদক, প্রকাশক ও একজন যুগ্ম সম্পাদকের নামে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শাহাবুল ইসলাম জানান, মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দেয়া হবে।

দৈনিক মেহেরপুর প্রতিদিন সম্পাদক ইয়াদুল মোমিন জানান, মামলার বিষয়টি শুনেছেন। প্রকাশিত সংবাদের স্বপক্ষের সকল তথ্য উপাত্ত আমাদের কাছে রয়েছে। আইন গত ভাবেই মামলা মোকাবেলা করা হবে।

নগদ অর্থ সহায়তার অনুষ্ঠানের উদ্বোধন, পাবে ৫০ লাখ পরিবার

0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনার প্রাদুর্ভাবে চলমান অচলাবস্থার মধ্যে সারাদেশের ক্ষতিগ্রস্থ ৫০ লাখ দরিদ্র ও কর্মহীন পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সুবিধাভোগীদের হিসাবে সরাসরি নগদ অর্থ প্রেরণ করেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন হতদরিদ্র প্রতিটা পরিবারকে সরকারী ভাবে এককালীন আড়াই হাজার প্রদান করা হবে। এ অর্থ মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ, রকেট, নগদ ও শিওর ক্যাশ) এর মাধ্যমে বিনা খরচে প্রত্যেক পরিবারের হাতে ঈদুল ফিতরের আগে পৌঁছে দেয়া হবে। ইতোমধ্যে এক হাজার ২৫৭ কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। প্রতি পরিবারে ধরা হয়েছে চারজন সদস্য, সেই হিসাবে এই নগদ সহায়তায় উপকারভোগী হবে ২ কোটি মানুষ।

সর্বশেষ সংবাদ

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

দ্রোহ অনলাইন ডেস্ক ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার ভ্যাটিকানের...

শেখ হাসিনাসহ পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’

দ্রোহ অনলাইন ডেস্ক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার রোন শেখ রেহানা সিদ্দিকসহ তার পরিবারে ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত (লক) করেছে নির্বাচন কমিশনের...

কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকূপার দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে খুলনা-কুষ্টিয়া...

খোকসার বিএনপি নেতারা আধিপত্য বিস্তারে বাকযুদ্ধে সক্রিয়

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির নেতাদের পাল্টা-পাল্টি শো ডাউন ও সংবাদ সম্মেলনে দেওয়া উষ্কানী মূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। এসব বক্তব্যে ৫...

অন্ধত্ব রুখতে পারেনি আরশাদ আলীকে

ঝিনাইদহ প্রতিনিধি আরশাদ আলীর দুই চোখই অন্ধ। ৬ বছে বয়সে গুটি বসন্ত রোগে চোখের আলো হারান তিনি। অন্ধত্ব রুখতে পারেনি আরশাদ আলীকে। জীবনযাপনে সাময়িক প্রতিবন্ধকতা...