মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
Home Blog Page 693

বিএনপি হীন কৌশল অবলম্বন করেছে – ওবায়দুল কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারের সমালোচনার নামে বিএনপি রাজনৈতিক হীন কৌশল অবলম্বন করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সমসাময়িক বিষয় নিয়ে রবিবার তার সরকারি বাসভবনে আয়োজিত আনলাইন সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘কোন ঘটনার প্রকৃত সত্য তুলে না ধরে তা টুইস্ট করে রাজনৈতিক প্রপাগান্ডা হিসাবে প্রচার করাও অপরাধ। সত্যতা যাচাই না করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপকৌশল কিছুতেই সমর্থনযোগ্য নয়।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ত্রাণ বিতরণের কাজে অস্বচ্ছ কিছু হলে প্রকৃত সত্য যে কেউ তুলে ধরতে পারে। কিন্তু সেটিকে টুইস্ট করে রাজনৈতিক প্রপাগান্ডা হিসেবে প্রচার করাটা অপরাধের শামিল। যেকোন পদক্ষেপের সাথে যে কারোর একমত বা দ্বিমত পোষণ করার সুযোগ রয়েছে।’ কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দেশের রাজনৈতিক ও গণসমাজে বিভ্রান্তি তৈরির অপকৌশল উল্লেখ করেন এ নেতা।

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, মহামারী তথা দুর্যোগের এই সময় প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস। এ কথা আমরা বারবার বলেছি। আমরা একথাও বলেছি ডিজিটাল নিরাপত্তা আইন যাতে অপপ্রয়োগ না হয় সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক থাকবে। যারা অপপ্রয়োগ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ পর্যন্ত দেশে চার কোটি মানুষের মাঝে নগদ ও ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। এছাড়া দলীয়ভাবে সারাদেশে নেতাকর্মীরা প্রায় এক কোটি পরিবারের মাঝে খাদ্য ও নগদ সহায়তা দিয়েছে

ত্রাণ চুরির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অপরাধী দলীয় লোক হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। সারাদেশে বিভিন্ন পর্যায়ের ৬১ হাজার ৫৬৯ জন জনপ্রতিনিধি রয়েছেন। এদের সবার বিরুদ্ধে অভিযোগ নেই। যে ক’জনের বিরুদ্ধে অভিযোগ এসেছে সরকার তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিয়েছে।

কাদের বলেন, প্রায় এক কোটি ২০ লাখ বাঙালি প্রবাসে রয়েছেন। তাদের অধিকাংশই কর্মহীন হয়ে পড়েছে এবং অনেকেই ঝুঁকিতে রয়েছে। এ ব্যাপারে বিভিন্ন দেশে আমাদের দূতাবাসগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তেঁতাল্লিশ পণ্য নিষিদ্ধ করল বিএসটিআই

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের বিভিন্ন ব্র্যান্ডের ৪৩টি পণ্য নিষিদ্ধ করেছে বিএসটিআই। এ তালিকায় রয়েছে কয়েকটি সুপরিচিত ব্র্যান্ড ও কয়েকটি অঞ্চলভিত্তিক ব্র্যান্ডের পণ্য।

পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, খোলাবাজার থেকে পণ্য কিনে পরীক্ষাগারে পরীক্ষা করে বাংলাদেশ মানের (বিডিএস) নিম্নমানের পাওয়ায় এসব পণ্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিএসটিআই সূত্র জানিয়েেেছ, পণ্যগুলোর মান উন্নত করে নতুন করে অনুমোদন ছাড়া উৎপাদনকারী, সরবরাহকারী, পাইকারি ও খুচরা বিক্রেতাদের বিক্রি-বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি উৎপাদনকারীদের বাজার থেকে বিক্রিত মালামাল তুলে নিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে সংস্থাটি বিভিন্ন পণ্যের ৫২১টি নমুনা সংগ্রহ করে। এর মধ্যে প্রথম ধাপে প্রাপ্ত ২৫১টি নমুনা পরীক্ষা করে ১৭টি নিম্নমানের পাওয়া যায়। যা আগেই নিষিদ্ধ করা হয়েছে। বাকি ২৭০টি নমুনা পরীক্ষা করে ৪৩টি নিম্নমানের পাওয়া যায়। এসব পণ্যের সংশ্লিষ্ট ব্যাচ/উৎপাদনের তারিখ/লটের বিক্রিত নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়।

সাংবাদিক প্লাবনের বিরুদ্ধে যৌতুকের মমলা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

যৌতুক দাবিতে স্ত্রীর উপর নির্যাতন ও ভ্রুন হত্যার অভিযোগে সাংবাদিক রেজাউল করিম প্লাবনের বিরুদ্ধে মামলা করেছেন সাজিদা ইসলাম পারুল নামের অপর এক সাংবাদিক।

সোমবার রাজধানীর হাতিরঝিল থানায় সাংবাদিকের স্ত্রী এই মামলাটি করেছে বলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পারুল ও প্লাবন দুজনই সাংবাদিক হওয়ায় তাদের প্রায়ই দেখা ও কথাবার্তা হতো। সেই সূত্রে পারুলের সঙ্গে প্লাবনের ঘনিষ্ঠতা হয়। সেই ঘনিষ্ঠতার সূত্রধরে প্লাবনের আগ্রহে এপ্রিল মাসের ২ তারিখে দু’জনে বিয়ে করেন। স্বামীর সঙ্গে ঘর-সংসার শুরুর পর পারুল তাকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার কথা বললে প্লাবন তার কাছে যৌতুক দাবি করেন। তার কাছে একটি ফ্ল্যাট চাওয়া হয়। তখনই পারুল বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। বিয়ের পরই তিনি জানতে পারেন, বিভিন্ন নারীর সঙ্গে প্লাবনের অনৈতিক সম্পর্ক রয়েছে। তবু তাকে বোঝাবার চেষ্টা করেন। এরপর তাকে শারীরিক নির্যাতন নিত্যদিনের ঘটনা হয়ে যায়। সামাজিক মর্যাদার ভয়ে তিনি নিরবে সব সহ্য করেন।

প্লাবনের গ্রামের বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলার পাত্রখাতা রহমান হাজীর গ্রামে। বাবার নাম মোঃ সামছুল হক। বর্তমানে প্লাবন বসবাস করেন হাতিরঝিল থানার মীরবাগে।

মামলা দায়েরের পর সাজিদা ইসলাম পারুল আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, প্লাবন বাইরে ঘুরে বেড়ালে তার নিজের নিরাপত্তা বিঘিœত হতে পারে।

এ ব্যাপারে কথাবলার জন্য সাংবাদিক প্লাবনের কর্মস্থল যুগান্তর অফিসে যোগাযোগ করা হয় কিন্তু তাকে পাওয়া যায় নি।

হাতিরঝিল থানার ওসি আবদুর রশিদ বলেন, যৌতুক দাবি, নির্যাতন ও ভ্রুণ হত্যার অভিযোগে রেজাউল করিম ওরফে প্লাবনকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

করোনা আক্রান্ত ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের সরদারপাড়ার রিমন সাউদ (২৫) নামে এক যুবকের করোনা উপসর্গে মৃত্যু হয়েছে। ছেলের মৃত্যুর খবর পেয়ে বাবা হাজী ইয়ার হোসেনও (৭০) শোকে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন।

রিমনের পরিবার জানিয়েছে, মৃত্যুর আগে জ্বর, কাঁশি ও শ্বাসকষ্ট ছিল রিমনের। ইতোমধ্যে তার নমুনা পরীক্ষায় পাঠানো হয়েছে। কিন্তু রিপোর্ট এখনও আসেনি ।

রিমনের এক নিকট আত্মীয় জানান, রোববার রাতে রিমন অসুস্থবোধ করে। তাকে ঢাকার বিভিন্ন হাসাপাতলে নেওয়া হয়। কিন্তু তার জ্বর, কাশি, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ থাকায় কোন হাসপাতাল তাকে ভর্তি নেয়নি। সর্বশেষে রিমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, সোমবার সকাল ৬টার দিকে রিমনের মৃত্যু হয়। রিমনের বাবা ছেলের মৃত্যু খবর শুনে শোকে স্ট্রোক করেন । সোমবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনিও মৃত্যুবরণ করেন।

শৈলকুপায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে দু’জন খুন

0

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুইজন খুন হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাচেরকোল ইউনিয়নের ধুলিয়াপাড়া গ্রামে গোলাম কুদ্দুস খাঁ ও মকবুল মহুরীর লোকদের মধ্যে হামলা পাল্টা হামলায় জোড়া খুনের ঘটনা ঘটে। নিহতরা মকবুল মহুরীর লোক বলে দাবি করা হচ্ছে।

গ্রামবাসীদের সূত্রে জানা গেছে, আগের দিন রবিবার এক পক্ষ অন্যপক্ষের লোকদের উপর হামলা করে। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষরা মকবুলের লোকদের উপর পাল্টা হামলা চালায়। এ হামলায় লোকমান মন্ডলের ছেলে অভি মন্ডল (২৫), মনজের মন্ডলের ছেলে লাল্টু মন্ডল (৩৫) ও লোকমান হোসেন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অভি ও লাল্টুকে মৃত বলে ঘোষনা করেন।

শৈলকুপা কচুয়া তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তা পিয়ার আলী জানান, উপজেলার ধুলিয়াপাড়া গ্রামের গোলাম কুদ্দুস খাঁ ও মকবুল মহুরী মন্ডল গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে খুনের ঘটনা ঘটেছে। আগের বিবাদের জের ধরে মকবুল মহুরী মন্ডলের সমর্থকদের ওপর প্রতিপক্ষ ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এই হামলায় অভি মন্ডল ও লাল্টু মন্ডলসহ কয়েক জন আহত হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জোড়া খুনের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

দেশে এক দিনে করোনা শনাক্তের রেকর্ড

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে একদিনে করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এ সময়ে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ১ হাজার ৩৪ জন করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করা হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, রবিবারের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১ জন। তাঁদের মধ্যে পুরুষ পাঁচজন ও নারী ছয়জন। মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন ও রংপুর বিভাগে একজন রয়েছেন।

সর্বশেষ মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৭১ থেকে ৮০ বছর বয়সী একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।

রবিবার মারা গিয়েছিলেন ১৪ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ২৩৯ জন। রবিবার ৮৮৭ জন সংক্রমিত হওয়ার কথা জানানো হয়েছিল।

সোমবারের ব্রিফিংএর তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত ১৫ হাজার ৬৯১ জন শনাক্ত হলেন। এখন পর্যন্ত ২ হাজার ৯০২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২০৮ জনের করোনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ১ লাখ ২৯ হাজার ৮৬৫ জনের নমুনা। দেশে এখন ৩৭টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হচ্ছে।

ফেব্রুয়ারীতে বার্ষিক পরীক্ষা হতে পারে

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনার প্রকপরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় চলতি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অপুরনীয় ক্ষতির মুখে পড়েছে। অবশ্য ক্ষতি পুষিয়ে নিতে নীতিনির্ধারকরা দুটি বিকল্প পথের কথা ভাবছেন। সব ছুটি বাতিল করে নির্ধারিত সময়ে সিলেবাস শেষ করা। অথবা চলতি শিক্ষাবর্ষকে ২০২১ সালের ফেব্রুয়ারী পর্যন্ত বর্ধিত করে বার্ষিক পরীক্ষা ও ফলাফল প্রকাশ করা।

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা, প্রতিটি শ্রেণির সিলেবাস তৈরি করা হয় ওই শ্রেণির নির্ধারিত দক্ষতা ও জ্ঞান অর্জন করে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার জন্য। সিলেবাস যদি কমানো হয় তাহলে প্রয়োজনীয় জ্ঞান অর্জন সম্ভব হবে না। তাড়াহুড়ো করে সিলেবাস শেষ করা হলে অনেকের পরীক্ষার ফল খারাপ হতে পারে। এ সব বিশেষজ্ঞরা চলতি শিক্ষাবর্ষ দুই মাস বাড়ানোর পক্ষে কথা বলছেন।

সংশ্লিষ্টরা জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে করণীয় নির্ধারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) দায়িত্ব প্রদান করা হয়েছে। এনসিটিবির শিক্ষাক্রম বিশেষজ্ঞরা প্রথম বিকল্পের বিপক্ষে মত দিয়েছেন। প্রয়োজনে আগামী বছরের ফেব্রুয়ারীতে সিলেবাস শেষ করার পক্ষে মত প্রকাশ করে।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, বিষয়টি নির্ধারণ করতে কয়েকটি সভা হয়েছে। সেখানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। মূলত শিক্ষার্থীদের সিলেবাস শেষ করতে দুটি প্রস্তাব এসেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন বলেন, অনির্ধারিত ছুটি পুষিয়ে নিতে আমরা কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছি। বিষয় গুলো নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি থাকবে আগামী ৩০ মে পর্যন্ত। রোজা ও ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে।

খোকসায় জেলা পরিষদের ত্রাণ বিতরণ

0

 

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় করোনায় ঘরবন্দী শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে।

সোমবার সকালে জেলা পরিষদের সদস্য মুজাহিদুল ইসলাম বাবলুর ব্যবসা প্রতিষ্ঠান থেকে জেলা পরিষদের দেওয়া ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তা। আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে দেওয়া এই ত্রাণের মধ্যে সেমাই চিনি প্লোয়ার চাল সিদ্ধচালসহ অন্যান্য সামগ্রী। এবার প্রায় শতাধিক দরিদ্র পরিবার জেলা পরিষদের এ কর্মসূচির আওতায় এলো।

দক্ষিনের মেয়র হিসেবে দায়িত্ব নিচ্ছেন তাপস

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নব নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আগামী ১৭ মে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এইদিনই বিদায় নেবেন মেয়র সাঈদ খোকন।

করোনাভাইরাসের প্রার্দুরভাবের ফলে অনেকটা অনাড়ম্বর ভাবে দায়িত্বগ্রহণ করবেন নব নির্বাচিত এই মেয়র। সামাজিক দূরত্ব বজায় রেখে হস্তান্তর করা হবে দায়িত্ব ।

ঢাকা দক্ষিণ সিটি ডিএসসিসির দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস । ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথবাক্য পাঠ করিয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রেজাউর রহমান নব নির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন।

খোকসার গৃহবধূ মিমকে স্বামীই হত্যা করেছে, আসামির সরল স্বীকার উক্তি

0

 

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার কলেজ ছাত্রী গৃহবধূ মিম খাতুন (২২) কে স্বামী সুমন হত্যা করে। পরে বাড়ির করিডোরের গ্রীলের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করার কথা স্বেচ্ছায় আদালতে শিকার উক্তি দিয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে খোকসার জয়ন্তীহাজরা ইউনিয়নের তাহেরপুরে শ্বশুর বাড়িতে কলেজ ছাত্রী গৃহবধূ মিম খাতুন ওরফে পলি খুন হয়। গৃহবধূর স্বামীর নাম সুমন হোসেন। গৃহবধূ মিম খুনের ঘটনায় তার ভাই সুমন প্রামানিক বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। রবিবার দুপুরে স্ত্রী হত্যাকারী সুমনকে থানা পুলিশ আটক করে আদালতে পাঠায়। হত্যাকারী আটকের সময় তার ঘর থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বলে স্থানীয় সূত্র গুলো জানায়। ময়না তদন্ত শেষে নিহত গৃহবধূর বাবার বাড়িতে পাবিারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। নিহত কলেজ ছাত্রী খোকসা সরকারী ডিগ্রী কলেজের ছাত্রী ছিল।

থানা পুলিশের একটি সূত্র জানায়, ঘাতক স্বামী সুমন শনিবার রাতে স্থানীয় এক ইউপি সদস্যের সাথে অনেক রাত পর্যন্ত বাইরে ছিলেন। বাড়ি ফেরার পর মিম এ ঘটনার প্রতিবাদ করে। দু’জনের মধ্যে বাক-বিতান্ডা হয়। এ সময় সুমন স্ত্রী মিমকে মারপিট করে। মিম সজ্ঞা হারিয়ে বিছার উপর পরে যায়। এ সময় ঘাতক স্বামী নিজে তাকে শ্বাষ রোধ করে হত্যা করে। পরে তার মৃতদেহ শোবার ঘরের করিডোরের গ্রীলের সাথে ঝুলিয়ে দিয়ে প্রতিবেশীদের জানানো হয় মিম আত্মহত্যা করেছে। মূলত পারিবারিক বিরোধের সূত্র ধরে মিমকে খুন করা হয়েছে।

তবে ঘাতক স্বামীর পরিবার বলছে অন্য কথা, কলেজ ছাত্রী মিম প্রচন্ড জিদী ছিল। সামান্য কথাকাটি হলেও সে নিজের শরীর নিজেই ব্লেড দিয়ে কাটত। অনেকবার আত্মহত্যা করা হুমকীও দিয়েছিল। শনিবার গৃহবধূর বাবা মেয়েকে শ্বশুর বাড়িতে দেখতে আসেন। রাতে মিম তার বাবাকে বিদায় দিয়ে নিজের ঘরে স্ব^ামী সুমন হোসেনের সাথে ঘুমাতে যায়। গভীর রাতে গৃহবধূর স্বামী পরিবারের লোকদের ডেকে স্ত্রীর গলায় ফাঁস নিয়েছে বলে জানায়। এক পর্যায়ে নিজেরাই গৃহবধূর মৃতদেহ টি শোবার ঘরের পাশের কোরিডোরের গ্রীল থেকে নামায়। তারা নিশ্চিত হয় গৃহবধূ মিম মারা গেছে। পরে রাতেই তারা নিহতের বাবার বাড়ি মেয়ের মৃত্যুর খবর জানান। নিহত গৃহবধূ উপজেলার আমবাড়িয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

গৃহবধূ মিম হত্যা মামলার বাদী পলাশ জানান, তিন বছর আগে স্কুলে পড়াকালীন সময়ে মিম এর সাথে সুমনের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। তারা গোপনে বিয়ে করে। দুই পরিবারের কেউই বিয়ে মেনে নিতে পারেনি। এক পর্যায়ে গত বছর পরিবার দুটির মধ্যে সমঝোথা হলে আনুষ্ঠানিক ভাবে বিয়ে চলন হয়। তবে শ্বাশুরীর কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ লেগেই থাকত। পলাশের দাবি, সুমন তার বোনকে হত্যা করে গ্রীলের সাথে ঝুলিয়ে রাখার কথা স্বীকার করে। তিনি হত্যাকারী ও তার মায়ের বিচারের দাবি করেন।

ঘাতক স্বামী সুমনের বাবা স্কুল শিক্ষক আলতাফ প্রামানিক জানান, তার ছেলের সাথে পুত্র বধূর কোন বিরোধ ছিল না। তবে সামান্য পান থেকে চুন খসলেই মিম নিজে তার হাত ও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্লেড দিয়ে কাটত।

খোকসা থানার ওসি তদন্ত ইদ্রিস আলী জানান, পাবিবারিক কলহের জের ধরে স্বামী সুমন বিছানায় মিমকে শ্বাস রোধ করে হত্যা করে। পরে গ্রীলের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে।

সর্বশেষ সংবাদ

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

দ্রোহ অনলাইন ডেস্ক ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার ভ্যাটিকানের...

শেখ হাসিনাসহ পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’

দ্রোহ অনলাইন ডেস্ক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার রোন শেখ রেহানা সিদ্দিকসহ তার পরিবারে ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত (লক) করেছে নির্বাচন কমিশনের...

কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকূপার দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে খুলনা-কুষ্টিয়া...

খোকসার বিএনপি নেতারা আধিপত্য বিস্তারে বাকযুদ্ধে সক্রিয়

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির নেতাদের পাল্টা-পাল্টি শো ডাউন ও সংবাদ সম্মেলনে দেওয়া উষ্কানী মূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। এসব বক্তব্যে ৫...

অন্ধত্ব রুখতে পারেনি আরশাদ আলীকে

ঝিনাইদহ প্রতিনিধি আরশাদ আলীর দুই চোখই অন্ধ। ৬ বছে বয়সে গুটি বসন্ত রোগে চোখের আলো হারান তিনি। অন্ধত্ব রুখতে পারেনি আরশাদ আলীকে। জীবনযাপনে সাময়িক প্রতিবন্ধকতা...