সাংবাদিক প্লাবনের বিরুদ্ধে যৌতুকের মমলা

0
141

দ্রোহ অনলাইন ডেস্ক

যৌতুক দাবিতে স্ত্রীর উপর নির্যাতন ও ভ্রুন হত্যার অভিযোগে সাংবাদিক রেজাউল করিম প্লাবনের বিরুদ্ধে মামলা করেছেন সাজিদা ইসলাম পারুল নামের অপর এক সাংবাদিক।

সোমবার রাজধানীর হাতিরঝিল থানায় সাংবাদিকের স্ত্রী এই মামলাটি করেছে বলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পারুল ও প্লাবন দুজনই সাংবাদিক হওয়ায় তাদের প্রায়ই দেখা ও কথাবার্তা হতো। সেই সূত্রে পারুলের সঙ্গে প্লাবনের ঘনিষ্ঠতা হয়। সেই ঘনিষ্ঠতার সূত্রধরে প্লাবনের আগ্রহে এপ্রিল মাসের ২ তারিখে দু’জনে বিয়ে করেন। স্বামীর সঙ্গে ঘর-সংসার শুরুর পর পারুল তাকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার কথা বললে প্লাবন তার কাছে যৌতুক দাবি করেন। তার কাছে একটি ফ্ল্যাট চাওয়া হয়। তখনই পারুল বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। বিয়ের পরই তিনি জানতে পারেন, বিভিন্ন নারীর সঙ্গে প্লাবনের অনৈতিক সম্পর্ক রয়েছে। তবু তাকে বোঝাবার চেষ্টা করেন। এরপর তাকে শারীরিক নির্যাতন নিত্যদিনের ঘটনা হয়ে যায়। সামাজিক মর্যাদার ভয়ে তিনি নিরবে সব সহ্য করেন।

প্লাবনের গ্রামের বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলার পাত্রখাতা রহমান হাজীর গ্রামে। বাবার নাম মোঃ সামছুল হক। বর্তমানে প্লাবন বসবাস করেন হাতিরঝিল থানার মীরবাগে।

মামলা দায়েরের পর সাজিদা ইসলাম পারুল আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, প্লাবন বাইরে ঘুরে বেড়ালে তার নিজের নিরাপত্তা বিঘিœত হতে পারে।

এ ব্যাপারে কথাবলার জন্য সাংবাদিক প্লাবনের কর্মস্থল যুগান্তর অফিসে যোগাযোগ করা হয় কিন্তু তাকে পাওয়া যায় নি।

হাতিরঝিল থানার ওসি আবদুর রশিদ বলেন, যৌতুক দাবি, নির্যাতন ও ভ্রুণ হত্যার অভিযোগে রেজাউল করিম ওরফে প্লাবনকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।