সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
Home Blog Page 698

চীনের প্রথম মঙ্গল মিশনের নাম ঘোষনা

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

চীনের মহাকাশ দিবসে দেশটির জাতীয় মহাকাশ কর্তৃপ (সিএনএসএ) তাদের প্রথম মঙ্গল অনুসন্ধান মিশনের নাম তিয়ানওয়েন-১ ঘোষনা দিয়েছে।

শুক্রবার দেশটির অনুসন্ধান মিশন তিয়ানওয়েন সিরিজের নামে ঘোষনা দেয় হয়।

‘তিয়ানওয়েন’ নামটি এসেছে এক দীর্ঘ কবিতার শিরোনাম থেকে, যার অর্থ স্বর্গের প্রতি প্রশ্ন। প্রাচীন চীনের অন্যতম শ্রেষ্ঠ কবি কো ইউয়ান (প্রায় ৩৪০-২৭৮ খ্রিষ্টপূর্বাব্দ) এটি লিখা হয়েছিল।

তিয়ানওয়েন কবিতায় কো ইউয়ান আকাশ, নত্র, প্রাকৃতিক ঘটনা, মিথ এবং বাস্তব জগতকে জড়িয়ে শ্লোকে একাধিক প্রশ্ন উত্থাপন করেছিলেন। সেই সাথে সত্য অনুসন্ধানে কিছু সনাতন ধারণা এবং চেতনা সম্পর্কে তার সন্দেহ দেখান।

সিএনএসএ জানিয়েছে, ভবিষ্যতে চীনের সব গ্রহ অনুসন্ধান মিশন তিয়ানওয়েন সিরিজের নামে করা হবে। যা সত্য ও বিজ্ঞানকে অনুসরণ এবং প্রকৃতি ও মহাবিশ্বকে অনুসন্ধানে চীনা জাতির অধ্যবসায়ের ইঙ্গিত দেয়।

সিএনএসএ চীনের গ্রহ অনুসন্ধান মিশনের লোগোও উন্মোচন করে। এর সি বর্ণটি চীন, আন্তর্জাতিক সহযোগিতা এবং মহাশূন্যে প্রবেশের সমতা বুঝায়।

চীন ২০২০ সালে মঙ্গলে অনুসন্ধান শুরু করার পরিকল্পনা করেছে গ্রহণ করে।

আশরাফুলের ব্যাট নিলামে তোলা হচ্ছে

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের কারণে অসহায়দের আর্থিক সহায়তার জন্য ব্যাট নিলামে তোলার কথা জানিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপে ম্যাচ জেতানো সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নিলামের সকল কিছুর আয়োজন করা হচ্ছে অকশন ফর অ্যাকশন পেজের মাধ্যমে। ব্যাটের নিলামের দিনণ নির্ধারিত না হলেও, ভিত্তিমূল্য চূড়ান্ত করেছেন আশরাফুল। তার কার্ডিফ মহাকাব্যের ব্যাটটি কিনতে হলে সর্বনিম্ন দিতে হবে ৮ লাখ টাকা।

রবিবার আশরাফুল জানান, ‘আমার কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপে সেঞ্চুরি করা ব্যাটের ফোর প্রাইস (ভিত্তিমূল্য) ঠিক করেছি ৮ লাখ টাকা। আশা করছি এখান থেকে আরও বেশি দাম উঠবে।’

সাইফ, আফিফরা বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী তারকা হতে পারে – মাহমুদুল্লাহ

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশের শীর্ষস্থানীয় অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ মনে করেন, টাইগার দলের পরবর্তী বড় তারকা হয়ে উঠতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং আফিফ হোসেন।

অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে বিশ্বের সেরা ক্রিকেটারদের সারিতে নাম লিখিয়েছেন মোসাদ্দেক হোসেন। যদিও, মোসাদ্দেক আন্তর্জাতিক ক্রিকেটে এখনও নিজের সমতার প্রমাণ দিতে পারেননি।

রবিবার রাতে ইনস্টাগ্রামে তামিম ইকবালের সাথে লাইভ সেশনে যোগ দিয়ে এ মন্তব্য করেন মাহমুদুল্লাহ।

শনিবার রাতে মুশফিকুর রহিমের সাথে ইনস্টাগ্রাম লাইভ শোর ধারাবাহিকতা শুরু করেন তামিম। পরের দিন রাতে তামিম লাইভে মাহমুদুল্লাহর সাথে দীর্ঘ ৪০ মিনিট আলোচনা করেন।

লোয়ার মিডল অর্ডারে কে বড় ভূমিকা নিতে পারেন- তামিমের এমন প্রশ্নের জবাবে মাহমুদুল্লাহ বলেন, তিনি মনে করেন বাংলাদেশের সেটআপে সাইফুদ্দিনের বড় তারকা খেলোয়াড় হয়ে উঠার দতা আছে। সে বড় বড় শট খেলতে পারে। তাদের দলে আফিফ হোসেনও রয়েছে। তিনি বিশ্বাস করেন তারও বড় মাপের খেলোয়াড় হয়ে উঠার সম্ভাবনা রয়েছে। একই সাথে মোসাদ্দেক হোসেনের সম্ভাবনা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হিসেবে তামিমের প্রশংসা করে মাহমুদউল্লাহ বলেন, তুমি নিঃসন্দেহে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। বাংলাদেশের ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ডই তোমার। আমি বিশ্বাস করি আগামী দিনে তোমার আরও অনেক কিছু করার সম্ভাবনা আছে। আমিও লোয়ার অর্ডারে ভালো খেলার চেষ্টা করি। কখনও কখনও আমি ভালো কিছু করতে পারি এবং কখনও কখনও আবার আমি ব্যর্থও হই। আমি মনে করি, ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতে আমাকে আরও পরিশ্রম করতে হবে।’

জাতীয় দলে আসার প্রথমদিকের সময়গুলোতে মাহমুদুল্লাহ হার্ড-হিটার ব্যাটসম্যান ছিলেন না। তবে ২০১৫ সালে অস্ট্রেলিয়ায় আয়োজিত বিশ্বকাপ চলার সময়ে ব্যাটিং স্টাইল পরিবর্তন করে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপে পর পর শতক করেছিলেন।

মাহমুদুল্লাহ বলেন, বাংলাদেশের প্রাক্তন কোচ চন্ডিকা হাথুরুসিংহের পরামর্শে তার ব্যাটিংয়ের ত্রেটি আরও ভালো হয়েছে।

কোটালীপাড়া বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

0

কোটালীপাড়া প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তৃপ্তি বৈদ্য (২০) নামে এক গৃহবধূর বিদ্যুতপৃষ্টে মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পিড়ারবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। তৃপ্তি বৈদ্য এ গ্রামের রিপন মল্লিকের স্ত্রী।

কোটালীপাড়া থানার ওসি লুৎফর রহমান বলেন, তৃপ্তি বৈদ্য তার নিজ ঘরে আইপিএস এ লাইন দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তৃপ্তি বৈদ্যকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

করোনায় এক লাখ মার্কিন নাগরিকের মৃত্যুর শঙ্কা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনা ভাইরাস মহামারিতে এক লাখ মার্কিন নাগরিকের মৃত্যু হতে পারে বলে শঙ্কা পকাশ করেছেন। মৃতের সংখ্যা তার আগের পূর্বাভাস ছাড়িয়ে যাওয়ার পর তিনি এ মন্তব্য করেন। চলতি বছর শেষদিকে একটি প্রতিষেধক তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

রবিবার ফক্স নিউজ সম্প্রচারিত একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা ৭৫ হাজার থেকে এক লাখ মানুষ হারাতে যাচ্ছি। এটি ভয়াবহ একটি ব্যাপার।

এর আগে শুক্রবার ট্রাম্প আশঙ্কা করেছিলেন, এ মহামারিতে এক লাখের কম মার্কিন নাগরিকের মৃত্যু হবে। এছাড়া, গত সপ্তাহের শুরুতে তিনি ৬০ হাজার থেকে ৭০ হাজার মানুষের মৃত্যুর পূর্বাভাস দিয়েছিলেন।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন মোট ১১ লাখ ৫৮ হাজার ৪১ জন এবং মারা গেছেন ৬৭ হাজার ৬৮২ জন।

সংক্রমণ কমতে শুরু করায় যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক সংখ্যক অঙ্গরাজ্যেই লকডাউনের বিধিনিষেধ আংশিক শিথিল করা হয়েছে। ট্রাম্প বলেন, ‘আমরা দেশ বন্ধ করে রাখতে পারি না, তাহলে আমাদের দেশই থাকবে না।’

চলতি বছরের শেষে কোভিড-১৯ এর একটি প্রতিষেধক তৈরি করা সম্ভব বলে বলেও আশা প্রকাশ করেন তিনি।

যদিও হোয়াইট হাউস করোনা ভাইরাস টাস্কফোর্সের শীর্ষ নেতা ডাঃ অ্যান্থনি ফসিসহ অন্য চিকিৎসা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, প্রতিষেধক তৈরি হতে আরও অন্তত ১২ থেকে ১৮ মাস সময় লাগবে।

২২ এপ্রিল যুক্তরাজ্যের প্রধান চিকিৎসা কর্মকর্তা ক্রিস হুইটি বলেন, আগামী বছরের মধ্যে করোনা ভাইরাসের কার্যকর প্রতিষেধক বা চিকিৎসা আসার সম্ভাবনা ‘খুবই কম’।

এদিকে ট্রাম্প জানান, তিনি চান, শরতে শিার্থীরা স্কুল-কলেজে ফিরুক। যদিও এতে সংক্রমণ আবার বাড়তে পারে।

করোনা ভাইরাস সংকট মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের প্রণোদনার পরিমাণ ছয় ট্রিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বাড়ানো যেতে পারে মন্তব্য করেন ট্রাম্প। ইতোমধ্যে প্রায় তিন ট্রিলিয়ন মার্কিন ডলারের প্রণোদনা প্যাকেজের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস।

এদিকে ট্রাম্প আবারও বলেছেন, চীন ‘ভয়াবহ ভুল’ করেছে। তবে চীন কী ভুল করেছে এনিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

অন্যদিকে দিনের শুরুতেই মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ‘চীনের গবেষণাগার থেকেই কোভিড-১৯ ছড়ানোর পে যথেষ্ট পরিমাণ প্রমাণ রয়েছে।

১৬ মে পর্যন্ত বাড়ল সাধারণ ছুটি

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটি আরও ১১ দিন বাড়ানো হয়েছে। জরুরি সেবা দেওয়াসহ দফতরগুলোকে আওতার বাইরে রেখে বিভিন্ন নির্দেশনা মানা সাপেে আগামী ৬ থেকে ১৬ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ষষ্ঠ দফায় ছুটি বাড়িয়ে আদেশ জারি করা হয়েছে।

করোনার কারণে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে আরও চার দফায় ছুটি বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়।

ছুটি বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়, ৭ মে থেকে ১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সাধারণ ছুটির সঙ্গে ৬ মে’র বুদ্ধ পূর্ণিমার ছুটি এবং ১৫ ও ১৬ মে’র সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে।

করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে বিএনপির সেল গঠন

0

I
দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশাররফ হোসেনকে উপদেষ্টা করে ১৩ সদস্যের ‘জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে সেল’ গঠন করেছে দলটি। বিএনপির সিনিয়র য্গ্মু মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই সেলের আহ্বায়ক করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহামুদ টুকুকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্বব্যাপী করোনা মহামারি বিস্তারের ক্রান্তিলগ্নে সভায় ১৩ সদস্যের একটি ‘জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেণ সেল’ গঠন করা হয়। এই সেল পরবর্তীতে বিভাগীয় কমিটি গঠন করবে।

সেলের উপদেষ্টা করা হয়েছে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশাররফ হোসেনকে। আর আহ্বায়ক করা হয়েছে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে। এছাড়া সেলের অন্য সদস্যরা হলেন- দলের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডাঃ ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ড্যাবের সভাপতি ডাঃ হারুন অর রশীদ, ড্যাবের সাধারণ সম্পাদক ডাঃ আব্দুস সালাম, জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

১১ লাখের বেশি করোনা রোগী সুস্থ হয়েছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মহামারি এক ভাইরাস বিশ্বকে ওলোট পালট করে দিয়েছে। চীনে প্রাদুর্ভাব শুরুর পর এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ লাখেরও বেশি মানুষ। আক্রান্তদের ২ লাখ ৪৫ হাজারের বেশি মারা গেছে। তবে আশার খবর হলো, ১১ লাখের বেশি কোভিড-১৯ রোগী চিকিৎসা শেষে এখন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

রবিবার যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা সেন্টারের দেওয়া হালনাগাদ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে আক্রান্তদের মধ্যে সেরে ওঠা ব্যক্তির সংখ্যা এখন ১১ লাখ ১৩ হাজার ছাড়িয়েছে বলে জানানো হয়। আক্রান্ত বিবেচনায় বিশ্বে করোনায় সুস্থতার হার সবচেয়ে বেশি জার্মানিতে।

বিশেষজ্ঞরা বলছেন, কোভিড-১৯ রোগে মৃত্যু হার সাধারণ নিউমোনিয়ার চেয়ে বেশি হলেও ২০০২ সালে চীনে এই করোনাভাইরাসের সংক্রমণেই শুরু হওয়া আরেক রোগ সার্সের তুলনায় তা অনেক কম। তবে উপসর্গ ছাড়াও আক্রান্ত হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে অনেকে সুস্থ হচ্ছেন বলে ধারণা বিশেষজ্ঞদের।

করোনাভাইরাসে এ মুহুর্তে সবচেয়ে বিপর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১২ লাখের কাছাকাছি। দেশটিতে কোভিড-১৯ রোগে মৃত্যুর সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়েছে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে সেরে ওঠা রোগীর সংখ্যাও ১ লাখ ৭৫ হাজার পেরিয়ে গেছে বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।

এছাড়া দ্বিতীয় সবর্চ্চো জার্মানিতে ১ লাখ ৩০ হাজারের বেশি করোনা রোগী এখন সুস্থ। তবে তুলনামূলক জার্মানিতেই সুস্থ হওয়ার হার সবচেয়ে বেশি। কারণ দেশটিতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার; যারমধ্যে ১ লাখ ৩০ হাজারের বেশি সুস্থ হয়েছে।

এছাড়া স্পেনে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ২ লাখ ১৬ হাজার কোভিড-১৯ রোগীর মধ্যে ১ লাখ ১৭ হাজারের বেশি এখন চিকিৎসা শেষে সুস্থ। এদিকে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু তালিকায় থাকা দেশ ইতালিকে সংক্রমিত ২ লাখ ১০ হাজারের বেশি রোগীর ৮১ হাজার ৬০০ এর বেশি এখন সুস্থ।

সুস্থ হওয়ার দিক থেকে তালিকায় এরপরই রয়েছে চীন। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত প্রায় ৮৪ হাজার রোগীর মধ্যে ৭৮ হাজার ৫০০ এর বেশি চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। এছাড়া ইরানে ৯৭ হাজার কোভিড-১৯ রোগীর ৭৮ হাজারের বেশি এখন সুস্থ।

প্রাদুর্ভাব শুরুর পর অল্প কিছুদিনের মধ্যে সোয়া লাখ আক্রান্ত হওয়া তুরস্কে এখন পর্যন্ত ৬৩ হাজারের বেশি রোগী সুস্থ হয়েছেন। সুস্থ হওয়ার দিক থেকে তুরস্কের পর রয়েছে ফ্রান্স। দেশটিতে সংক্রমিত ১ লাখ ৬৮ হাজারের বেশি রোগীর অর্ধলাধিক রোগী এখন সুস্থ।

এছাড়া ব্রাজিলে প্রায় ৪১ হাজার, কানাডায় ২৫ হাজার, সুইজারল্যান্ডে ২৪ হাজার ৫০০, রাশিয়ায় ১৬ হাজার ৬০০ এবং মেক্সিকো, আয়ারল্যান্ড ও অস্ট্রিয়ায় ১৩ হাজারের বেশি করে কোভিড-১৯ রোগী সুস্থ। বাংলাদেশে আক্রান্ত হাজার ৪৫৫ জনের মধ্যে ১ হাজার ৬৩ জন সুস্থ হয়েছেন।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়াল

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

সোমবার সকাল পর্যন্ত দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৬৮৮ জন। এতে দেশে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১৪৩ জনে। করোনা মহামারি দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ১৮২ জনের মৃত্যু হলো।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা।

গত রোববারের বুলেটিনে জানানো হয়, বিগত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে দুজনের। আক্রান্ত হয়েছেন ৬৬৫ জন।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।

করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ডিসেম্বরে চীনের উহান শহরে। তবে ছড়িয়ে পড়া এ ভাইরাস ক্রমে গোটা বিশ্বকে বিপর্যস্ত করে দিয়েছে। চীন পরিস্থিতি অনেকটাই সামাল দিয়ে উঠলেও এখন মারাত্মকভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৩৮ হাজারের বেশি। মৃতের সংখ্যা প্রায় আড়াই লাখ। তবে সাড়ে ১১ লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। বাড়ছে মৃত্যুও।

ভাইরাসের বিস্তার ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নিয়েছে আরও নানা পদপে। যদিও ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরসহ বিভিন্ন এলাকায় খুলেছে পোশাক কারখানা। তবে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কি-না, তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা।

দোকান খোলা রাখার দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও

0

 

দিনাজপুর প্রতিনিধি
বিরল উপজেলা বাজার বণিক সমিতি নির্দিষ্ট সময়ে সকল দোকান খোলা রাখার দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও করেছে।

সোমবার সকালে এ কর্মসূচি পালন করে ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানায়, করোনা পরিস্থিতি নিয়ে তারাও উদ্বিগ্ন। রুটি রুজির প্রয়োজনে তারা নিদ্রিষ্ট সময়ের জন্য দোকান খোলা রাখার দাবি করেন। তাদের অভিযোগ তখন তখন মোবাইল কোর্ট করে ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে। তারা এ ঘটনার প্রতিবাদে উপজেলা পরিষদ ঘেরাও করেন।

থানা পুলিশ দোকানদারদের শান্ত হওয়ার আহ্বান জানায়। তাদের উদ্যোগে ব্যবসায়ী সমিতির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার এর সাথে আলোচনা করেন।

আলোচনা শেষে সমিতির সভাপতি মাওঃ মোঃ আইয়ুব আলী জানান, প্রশাসনের সাথে লুকোচুরি না করে দিনের একটি নির্দিষ্ট সময়ে দোকান খোলা রাখার দাবি জানানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমান সারাদেশের জন্য একই নিয়ম চালু থাকবে জানিয়ে তাঁদেরকে জেলা প্রশাসক ঘোষিত নির্দেশনার বাইরে কিছুই করার নেই বলে জানিয়েছেন।

সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ জানান, দীর্ঘ দিন দোকান বন্ধ থাকার কারনে কর্মচারীদের বেতন দেয়া কষ্টকর হয়ে পড়েছে ফলে দোকান মালিক ও কর্মচারীরা মানবতার জীবন যাপন করেছ।

সর্বশেষ সংবাদ

খোকসায় ইয়াবাসহ এক মাদক বিক্রেতা আটক

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দিনগত রাত ৮টার দিকে...

বিদ্যালয়ের গাছে ঝুলছিল নৈশপ্রহরীর মরদেহ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে একটি বিদ্যালয়ের গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ মাধ্যমিক...

মাদকবিরোধী অভিযানে বাধার মুখে ম্যাজিস্ট্রেটসহ পুলিশ বাহিনী

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় মাদক বিরোধী অভিযান পরিচালনায় গিয়ে বাধা মুখে পরেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মাজারের ভক্ত অনুসারীরা এ ঘটনা...

জামায়াতে ইসলামীর উলামা সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জামায়াতের উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া উলামা বিভাগের আয়োজনে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত...

 খোকসার একই ব্যক্তি দুই পদে চাকরি করছেন

স্টাফ রিপোর্টার একই ব্যক্তি মাধ্যমিক শিক্ষার উন্নয়ন প্রকল্প ও একটি মাদ্রাসায় আরবি প্রভাষক পদে চাকরি করে চলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে যোগসাযোসে...