দ্রোহ অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের কারণে অসহায়দের আর্থিক সহায়তার জন্য ব্যাট নিলামে তোলার কথা জানিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপে ম্যাচ জেতানো সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নিলামের সকল কিছুর আয়োজন করা হচ্ছে অকশন ফর অ্যাকশন পেজের মাধ্যমে। ব্যাটের নিলামের দিনণ নির্ধারিত না হলেও, ভিত্তিমূল্য চূড়ান্ত করেছেন আশরাফুল। তার কার্ডিফ মহাকাব্যের ব্যাটটি কিনতে হলে সর্বনিম্ন দিতে হবে ৮ লাখ টাকা।
রবিবার আশরাফুল জানান, ‘আমার কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপে সেঞ্চুরি করা ব্যাটের ফোর প্রাইস (ভিত্তিমূল্য) ঠিক করেছি ৮ লাখ টাকা। আশা করছি এখান থেকে আরও বেশি দাম উঠবে।’