সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
Home Blog Page 746

অধ্যাপক আনিসুজ্জামানকে সিএমএইচে স্থানান্তর

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

 

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের এর উন্নত চিকিৎসার জন্য শনিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) স্থানান্তর করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

অধ্যাপক আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান জানান, তাঁর অবস্থা সংকটাপন্ন না হলেও তিনি ভীষণ অস্বস্তিতে ভুগছেন এবং কষ্ট পাচ্ছেন। থেকে থেকে স্মৃতিভ্রমও হচ্ছে। শনিবার বেলা দুইটার দিকে তাঁকে সিএমএইচে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে বেশ স্বাভাবিকভাবেই কথা বলেছেন। পরে আবার তীব্র শারীরিক কষ্টের কথা জানিয়েছেন। বিকেল পর্যন্ত তাঁর অবস্থা স্থিতিশীল ছিল। তবে বয়স ও নানা অসুখ এবং অস্বস্তি বিবেচনায় তাঁরা খুবই উদ্বিগ্ন।

গত ২৭ এপ্রিল বরেণ্য এই শিক্ষাবিদকে রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর হার্ট, কিডনি, ফুসফুস, উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতা রয়েছে। এর আগেও গত মাসের প্রথম সপ্তাহে একবার তিনি আরেকটি হাসপাতালে ভর্তি হন। তাঁর বয়স হয়েছে ৮৩ বছর।

খাবারের বস্তা কাঁধে নিয়ে দরিদ্রদের পাশে আফ্রিদি

0

 

দ্রোহ অনলাইন ডেক্স

রুক্ষ পাথুরে প্রান্তর। অনেক দূরে দু-একটা জীর্ণ ঘর। আধুনিক সভ্যতার লেশমাত্র নেই, শুধু বেঁচে থাকাটা লড়াই। এই প্রান্তের লড়াকু মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শহীদ আফ্রিদি। খাবারের বস্তা কাঁধে নিয়ে ছুটে গেলেন তাদের পাশে।

করোনাভাইরাস মহামারির শুরু থেকে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে পাকিস্তানে গরিব-দুঃখী মানুষের সাহায্য করছেন আফ্রিদি। লকডাউনের ফলে খেটে খাওয়া মানুষদের রোজগার বন্ধ হওয়ায় মানবেতর জীবন-যাপন করছেন তারা। তাদের জন্য ‘ফুড ড্রাইভ’ চালু করেছেন পাকিস্তানের সাবেক এ অলরাউন্ডার। দেশের নানা এলাকায় গিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন তাদের ঘরে, দিচ্ছেন টাকা-পয়সা।

বেলুচিস্তানের লাসবেলা জেলার প্রত্যন্ত অঞ্চলে নিম্ন আয়ের মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন আফ্রিদি। খাবারের বস্তা একাই টেনে তাদের মাঝে পৌঁছে ডাক দিতেই ছুটে আসে শিশুরা, বড়রা।

পাকিস্তানের সাবেক এ অলরাউন্ডারের ইউটিউব চ্যানেল আছে। সে চ্যানেলে বেলুচিস্তানে এই ত্রাণ কার্যক্রমের ভিডিও পোস্ট করেছেন তিনি। আফ্রিদির ভাষায়, ‘পাকিস্তানে সবচেয়ে মানবেতর জীবনয-যাপন করা মানুষের বসবাস বেলুচিস্তানে ।

করোনার প্রার্দুভাব শুরুর পর আফ্রিদি সিদ্ধান্ত নিয়েছিলেন বন্ধুদের নিয়ে তহবিল গঠন করবেন। এই তহবিল এখন কাজে লাগাচ্ছেন ত্রাণ কার্যক্রমে। শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের মাধ্যমে সাহায্য চাইছেন বিত্তবানদের কাছে।

সাজ সাদিক টুইটারে আফ্রিদির ত্রাণ কার্যক্রমের ভিডিও-র ক্যাপশনে লিখেছেন, “কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী বলেছিলেন “অন্যের সেবা করে এই পৃথিবীতে নিজের থাকার ভাড়া মেটাতে হয়।”

করোনা চিকিৎসায় আশার আলো

0

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের তুলনামূলকভাবে দ্রুত সারিয়ে তুলতে পারে সংক্রমণরোধী তিনটি ওষুধ ও মাল্টিপল স্কলেরোসিস চিকিৎসায় ব্যবহৃত ওষুধের সমন্বিত প্রয়োগের মাধ্যমে। শুক্রবার এ তথ্য হংকংয়ের একদল চিকিৎসক জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে সিএনএন।

ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণাটিতে চিকিৎসকরা লিখেছেন, তারা যে ওষুধগুলোর সমন্বয়ে করোনা রোগীর চিকিৎসার কথা বলছেন তা নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন। তবে এটি চিকিৎসার একটি পদ্ধতি হতে পারে।

বর্তমানে রেমডিসিভির নামের ওষুধকে করোনাভাইরাস চিকিৎসায় অনুমোদন দেওয়া হয়েছে। যদিও এ ওষুধটি পরীক্ষামূলক প্রয়োগের পর্যায়ে রয়েছে এখনও। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন, এ ওষুধটি করোনা চিকিৎসায় ‘কার্যকর’। তবে রেমডিসিভির ওষুধটির সরবরাহ এখনও অত্যন্ত সীমিত।

হংকং বিশ্ববিদ্যালয়ের ডাঃ কোকো-ইয়ুং ইউয়েন ও তার সহকর্মীরা কয়েকটি ওষুধের সমন্বয়ে করোনাভাইরাসের চিকিৎসার বিষয়টি নিয়ে ভাবছিলেন। তারা এইচআইভির ওষুধ রিটোনাভির ও লোপানিভির-এর সঙ্গে সাধারণ সংক্রমণরোধী ওষুধ রিবাভিরিন এবং মাল্টিপল স্কলেরোসিস চিকিৎসায় ব্যবহৃত ওষুধ বেটা ইন্টারফেরন-এর সমন্বয় ঘটান।

গবেষকরা এমন রোগীদের বেছে নেন যাদের সবারই সাত দিন আগে (গবেষণার সময় থেকে) করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তাদের হালকা থেকে মাঝারি মাত্রায় উপসর্গ ছিল।

ডাঃ ইউয়েনের সহকর্মীরা কিছু রোগীর ওপর শুধু এইচআইভির চিকিৎসায় ব্যবহৃত দু’টি ওষুধের প্রয়োগ করেন। বাকিদের ওপর এইচআইভির দু’টি ওষুধসহ সাধারণ সংক্রমণরোধী ও মাল্টিপল স্কলেরোসিস চিকিৎসায় ব্যবহৃত ওষুধের ককটেল প্রয়োগ করা হয়।

যাদের ওপর ককটেল প্রয়োগ করা হয় তারা সাত দিনের মধ্যেই করোনাভাইরাস থেকে সেরে ওঠেন। আর যাদের ওপর শুধু এইচআইভির ওষুধ প্রয়োগ করা হয় তারা ১২ দিন পরও করোনায় আক্রান্ত ছিলেন। তবে এই চিকিৎসায় সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে বলে জানিয়েছেন গবেষকরা।

তারপরও এসব ওষুধের সমন্বয়ে উদ্ভাবিত চিকিৎসা পদ্ধতিতে আশা দেখছেন ডাঃ পিটার চিন-হং। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকোতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা করছেন। ডাঃ পিটার বলেন, এই গবেষণার ফল সত্যিই স্বস্তিদায়ক। কারণ গবেষকরা দেখিয়েছেন, রেমডিসিভির ছাড়া অন্য ওষুধও করোনার চিকিৎসায় কাজ করতে পারে।

কুষ্টিয়ায় স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা যাবে

0

 

কুষ্টিয়া প্রতিনিধি

রোববার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে ঈদের কেনাকাটা করতে পারবে সাধারণ মানুষ। তবে প্রত্যেকের মাস্ক বাধ্যতামূলক পরতে হবে। একই সাথে দোকানিদেরও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক আসলাম হোসেন।

জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি রবিউল ইসলামসহ জেলার বড় শপিং মল ও বিপণিবিতান সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকান বা বিপণী বিতান খোলা রেখে ব্যবসা পরিচালনা করা যাবে। ক্রেতা ও দোকানীদেরও মাস্ক পরা বাধ্যতামূলক। পণ্যের গায়ে একদর লেখা থাকলে ভালো হয়। একদর লেখা থাকলেও পণ্যের দাম ক্রেতাদের নাগালে থাকতে হবে। একদর থাকলে পণ্য পছন্দ হলে ক্রেতারা দ্রুত সেটা কিনে দোকান থেকে চলে যেতে পারবে। শপিং মলসহ বিপণী বিতানের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের কড়া টহল থাকবে।

মৃত্য্যুর কাছে হার মানলেন অগ্নিদগ্ধ অন্তঃসত্ত্বা

0

 

কুষ্টিয়া প্রতিনিধি

দ্রোহ অনলাইন ডেক্স

এক সপ্তাহ লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন অগ্নিদগ্ধ অন্তঃসত্ত্বা জুলেখা খাতুন (৩৫)। শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ শেষ ণিশ^াস ত্যাগ করেন কলে পরিবার নিশ্চিত করেছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে গর্ভবতী জুলেখা খাতুনের মৃত্যু হয়েছে। সন্ধ্যায় তার লাশ কুষ্টিয়ায় আনা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

গত ২৯ এপ্রিল সকালে পূর্ব শত্রুতার জের ধরে শহরের কমলাপুর এলাকার বজলুল হকের বাড়ির ভাড়াটিয়া মেহেদী হাসানের স্ত্রী জুলেখা খাতুনের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় বাড়ির মালিকের ছেলে রোকনুজ্জামান রনি। প্রতিবেশীরা ছুটে এসে অগ্নিদগ্ধ ওই গৃহবধূকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়। বার্ন ইউনিটে গত চারদিন আগে জুলেখা একটি মৃত সন্তান প্রসব করেন। এ ঘটনার দিনই সন্ধ্যায় শহরের কমলাপুর এলাকা থেকে রনিকে আটক করা হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ তাপস কুমার সরকার জানান, ওই গৃহবধূর শরীরের প্রায় ৮০ শতাংশ আগুনে ঝলসে গিয়েছিল।

দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখা বেড়েছে

0

দ্রোহ অনলাইন ডেক্স

করোনাভাইরাসে দেশে শেষ ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২১৪ জনে। একই সময়ে ৬৩৬ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিন অনুষ্ঠিত হয়। হেল্থ বুলেটিনে আসা স্বাস্থ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা জানান, এ পর্যন্ত দেশে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩ হাজার ৭৭০ জনে দাঁড়িয়েছে। শেষ ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা একটু বেড়েছে স্বীকার করেন এই কর্মকর্তা। তার দেওয়া তথ্যে জানাগেছে, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।

প্রাণঘাতি এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা সোয়া ৪০ লাখ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে পৌন তিন লাখ। তবে প্রায় ১৪ লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

মহারাষ্ট্রে ট্রেনের চাকায় প্রাণ গেল ১৫ শ্রমিকের

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

রেল লাইনের ওপর ঘুমিয়ে পড়ায় মালবাহী ট্রেনের চাকায় পিষ্ট হয়ে ভারতের মহারাষ্ট্রে ১৫ জন অভিবাসী শ্রমিকের প্রাণ গেলো। ওই শ্রমিকদের দলে ২০ জন ছিল।

শুক্রবার সকালে মহারাষ্ট্রের আওরঙ্গবাদে এই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে রেল কর্তৃপক্ষ।

দুর্ঘটনায় ওই অভিবাসী শ্রমিকদের মধ্যে একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চারজন আকস্মিক এই দুর্ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তাদের কাউন্সেলিং করা হচ্ছে।

শ্রমিকরা লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে আটকা পড়েছিলেন। অবশেষে রেল লাইন ধার দিয়ে হেঁটে বাসা বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। শ্রমিকরা রেললাইন ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাওয়ায় রেললাইনের ওপরেই ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময়ই ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

মালবাহী ওই ট্রেনের চালক বেশ কয়েকজনকে রেললাইনের ওপর ঘুমিয়ে থাকা অবস্থায় দেখতে পান। তিনি ট্রেন থামানোর চেষ্টা করেও পারেননি। ফলে ওই শ্রমিকদের ওপর দিয়েই চলে গেছে ট্রেন।

পুলিশ বলছে, মধ্যপ্রদেশের ওই অভিবাসী শ্রমিকরা হয়তো ভেবেছিলেন যে, লকডাউনের জন্য ট্রেন আসবে না। সে কারণে তারা রেললাইনের ওপরই ঘুমিয়ে পড়েছিলেন।

দুর্ঘটনার পর রেললাইনের ওপরে ওই শ্রমিকদের জুতা, জিনিসপত্র এমনকি তারা রাস্তায় খাওয়ার জন্য সঙ্গে যে রুটি নিয়েছিলেন তাও রেলাইনের ওপর পড়ে থাকতে দেখা গেছে। রেলওয়ে মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানিয়েছেন যে, চালক দুর্ঘটনার সময় ট্রেন থামানোর চেষ্টা করেছিলেন।

র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

0

 

যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগরে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ডুমুরতলা বিলে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম মারুফ মোল্লা (২৬)। সে অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের মোসলেম মোল্লার ছেলে।

র‌্যাব জানায়, মারুফ মোল্লা একজন মাদক ব্যবসায়ী। এই বন্দুকযুদ্ধে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৬ খুলনার অধিনায়ক লে. কর্নেল রওশন ফিরোজ জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে একদল মাদক ব্যবসায়ী অভয়নগর উপজেলার ডুমুরতলা গ্রামের বিলের মধ্যে মাদকদ্রব্য বেচাকেনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সন্ধ্যা ছয়টার দিকে মাদক ব্যবসায়ীদের ধরতে সেখানে অভিযান চালায়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাঁচ-ছয় জন মাদক ব্যবসায়ী তাঁদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করেন। আত্মরক্ষার্থে এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এতে র‌্যাবের দুই সদস্য ও এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। তাঁদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মাদক ব্যবসায়ী মারুফ মোল্লাকে মৃত ঘোষণা করেন। আহত দুই র‌্যাব সদস্যের মধ্যে একজন হাসপাতালে ভর্তি রয়েছেন ও অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা করা হয়েছে।

আজ কবিগুরু’র জন্মতিঁথি

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

“সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা
কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।”

পঁচিশে বৈশাখ আজ, বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজ ১৬০তম জন্মদিন। বাংলা সাহিত্যের অনন্যপ্রতিভা সম্পন্ন এই গুণিজন বাংলা ১২৬৮ সালের ২৫শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহন করেন। তিনি নক্ষত্রের আলোর মতন প্রথম আলোকিত করেন কলকাতা ঠাকুরবাড়ি। তারপরে দিনে দিনে সেই কিরণ ছড়িয়ে পড়ে বাংলা সাহিত্যের প্রতিটি অধ্যায়ে।

মূলত বাংলা ছোটগল্পের স্বার্থক সূত্রপাত হয় কবিগুরুর হাতেই। গান-কবিতায় কবিগুরু নিজেকে এবং বাংলা সাহিত্যকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন । বাংলা সাহিত্যের সবকটি ধারা তার লেখনীতে হয়েছে সমৃদ্ধ।

১৯১৩ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলী রচনা করে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। নোবেল পুরুস্কারের অর্থ দিয়ে শাহজাদপুরের দরিদ্র কৃষকদের ঋণ দেয়ার উদ্দেশে কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং শান্তিনিকেতন গড়ে তোলেন ।

বিশ্বকবি শুধু বাংলা সাহিত্যে নয় বাংলার দুঃসময়ে রাজপথে নেমে করেছেন বঙ্গভঙ্গের প্রতিবাদ এবং ব্রিটিশ সরকারের দেওয়া ‘নাইটহুড’ উপাধিও ছুড়ে ফেলেন পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে।

এদিকে চলমান মহামারি করোনার কারণে জনসমাগম এড়াতে এবছর দিনটি ডিজিটাল পদ্ধতিতে উদযাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই কবিগুরুকে স্মরণ করতে সরকারিভাবে সীমিত পরিসরে অনুষ্ঠান আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।

শচিনের মতই ওপেনার রোহিত শর্মা

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

বিশ্বের অন্যতম সেরা ওয়ানডে ওপেনার বনে গেছেন রোহিত শর্মা। দলের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি আস্থা রেখেছিলেন এই রোহিতের ওপর। শচীন টেন্ডুলকার ছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান। তাকে ওপেনিংয়ে তুলে আনেন মোহাম্মদ আহজারউদ্দিন। এরপর শচীনকে আর যেমন থামানো যায়নি।

ওয়ানডে ফরম্যাটে বিশ্বের সেরা ব্যাটসম্যান হয়েছেন শচিন। ওয়ানডে ক্রিকেটে ৪৯ সেঞ্চুরি করে সর্বকালের সেরা ওপেনারের তালিকায়ও আছেন তিনি। রান করেছেন ১৮ হাজারের ওপরে। তারপরও ওয়ানডেতে শচীনের অর্ধেক রান ও অর্ধেকের মতো (২৯টি) সেঞ্চুরি করা রোহিত শর্মাকে ভালো ওপেনার বলছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার সাইমন ডুল।

রোহিতকে সেরা প্রমাণ করতে তিনি আবার ব্যবহার করেছেন পরিসংখ্যান। যে পরিসংখ্যানের খাতায় শচীনের জুড়ি মেলা কি-না ভার। আইসিসির ‘ক্রিকেট ইনসাইড আউট’ অনুষ্ঠানে ডুল বলেছেন, ‘৬০, ৭০ কিংবা ৮০ রানের পরও স্ট্রাইক রেট বাড়াতে থাকে রোহিত। এমনকি ৯০ রানের ঘরে পৌঁছেও আটকে যায় না সে। এমনই বিস্ময়কর এক ক্রিকেটার রোহিত।’

তিনি পরিসংখ্যান দিয়ে বলেন, ‘পরিসংখ্যান দেখুন, ওয়ানডে ক্রিকেটে রোহিতের গড় রান ৪৯, স্ট্রাইক রেট ৮৮। শচীনের গড় ৪৪, রান করেছেন ৮৬ স্ট্রাইক রেটে। সুতরাং নম্বরের দিক থেকে রোহিতের নম্বর অসাধারণ। শচীনের থেকেও যা ভাল। সেই কারণেই আমার কাছে তালিকায় এক নম্বর নাম রোহিতের। এছাড়া ব্যাটিং অর্ডার অনুযায়ী তালিকায় বিরাট কোহলি ও এমএস ধোনি আছে।’

ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা দুরহ ব্যাপার। এ পর্যন্ত ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে আটটি ডাবল সেঞ্চুরি দেখা গেছে। এর মধ্যে একাই তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা। শচীনের নামের পাশেও অবশ্য একটি ডাবল সেঞ্চুরি আছে। তবে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত ২৬৪ রান রোহিত শর্মার নামের পাশে লেখা।

সর্বশেষ সংবাদ

মাধ্যমিকের শিক্ষকরা শহীদ মিনারেই রাত কাটাবেন, কাল থেকে কর্মবিরতি

দ্রোহ অনলাইন ডেস্ক মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দেওয়ার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের...

আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি সংরক্ষণের অভাবে প্রতিবছর উৎপাদিত পেঁয়াজের প্রায় ২৫ থেকে ৩০ ভাগ পঁচে যায় বা নষ্ট হচ্ছে। এতে কৃষকের পাশাপাশি ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের অর্থনীতি। তবে...

ট্রাইব্যুনালে অভিযুক্ত ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে

দ্রোহ অনলাইন ডেস্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম থাকা ১৫ সেনা কর্মকর্তাকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৪ জন বর্তমানে কর্মরত ও একজন...

দৌলতপুর দুই সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নে বর্তমান "গিট্টু সোহাগ ও টুকু" এবং প্রয়াত লালচাঁদ বাহিনীর আতংকে অতিষ্ঠ জনগন ও জমি এবং বাথানের গরু মালিকরা। ফিলিপনগর ইউনিয়নের...

বর্ণ খেলা

বর্ণ ভুল করলেই হতে হবে “গাঁধা”। তাকেই খাটতে হবে। বিপক্ষের লেলোয়ারদের তার বলা বর্ণ দিয়ে তৈরী শব্দ বলতে বলতে যেতে হবে অন্য কোটে। সেখান...