মঙ্গলবার, ৬ মে, ২০২৫
Home Blog Page 4

মিরপুরের ধর্ষীত শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার পোড়াদহ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ শিশুটি বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, তামাকের কাঠি কোড়ানোর কাজের টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে একই গ্রামের সাব্বির হোসেন (১৮) শিশুটিকে একটি ভূট্টা ক্ষেতে নিয়ে যায়। পরে মুখ চেপে ধর্ষণ করে। এ সময় স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে ধাওয়া করলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হোসেন ইমাম জানান, শিশুটির চিকিৎসা চলছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত থাকলেও শারীরিকভাবে দুর্বল রয়েছে।

আরও পড়ুন – হত্যাচেষ্টা মামলার আসামিকে ছুটির দিনে জামিনের প্রতিবাদে মানববন্ধন

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মিরপুর থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সাব্বির ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

আরও পড়ুন – দেশে নতুন ভোটার ৬৩ লাখ

মিরপুর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম বলেন, ঘটনার পরপরই মামলা রুজু করা হয়েছে। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

হত্যাচেষ্টা মামলার আসামিকে ছুটির দিনে জামিনের প্রতিবাদে মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলকারীদেরকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় এজাহারভুক্ত আসামি পৌরসভার আলোচিত সেই সার্ভেয়ার আব্দুল মান্নানকে গ্রেপ্তারের একদিন পর জামিন দিয়েছেন আদালত। এ জামিনের প্রতিবাদে ক্ষুব্ধ ছাত্র-জনতা আদালত চত্বরে মানব বন্ধন করেছে।

রবিবার (২৭ এপ্রিল) কুষ্টিয়া আদালত চত্বরে জড়ো হয়ে তার জামিন বাতিল ও জামিনের সঙ্গে সম্পৃক্তদের শাস্তির দাবি করেন তারা।

জানা যায়, শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে তিনটার দিকে তাকে গ্রেপ্তার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। পরদিন শনিবার কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোপাল চন্দ্র সরকার আসামি আব্দুল মান্নানকে জামিন দেন। একদিনের মাথায় জামিনের বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনকারী ছাত্র-জনতা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

এ ঘটনার প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ছাত্র-জনতা। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে বিক্ষোভে ছাত্র-জনতা, বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের গুলি করে হত্যা চেষ্টা মামলায় এজাহারভুক্ত ৫৭ নম্বর আসামি কুষ্টিয়া পৌরসভার সদ্য সাবেক সার্ভেয়ার আব্দুল মান্নান (৪৫)। কুষ্টিয়া পৌর ১৬ নম্বর ওয়ার্ডের বাড়াদি ফকিরপাড়া এলাকার মৃত আনোয়ার প্রামাণিকের ছেলে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে বাড়াদি ফকিরপাড়া এলাকায় অবস্থিত তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার পদে বহু বছর কর্মরত ছিলেন। কয়েকদিন আগে তাকে ভেড়ামারা পৌরসভায় বদলি করা হয়েছে৷ কুষ্টিয়া পৌরসভায় কর্মরত অবস্থায় নানা অনিয়ম দুর্নীতি করে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন৷ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয় নিয়ে দুদকে তার বিরুদ্ধে মামলাও চলছে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে মাঠে সক্রিয় ছিলেন আলোচিত সার্ভেয়ার মান্নান। ৫ আগস্টের পর তার বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি আত্মগোপনে চলে যান। কিছুদিন পলাতক থাকার পর পুনরায় কুষ্টিয়া পৌরসভার দাপ্তরিক কাজে যোগ দেন তিনি। সম্প্রতি লাঠি হাতে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই তাকে গ্রেপ্তারের দাবি জোরালো হয়। গ্রেপ্তার এড়াতে মান্নান গত ১৬ এপ্রিল পৌরসভা থেকে বের হন। এরপরে আর অফিসে যাননি। তার বিরুদ্ধে জাল সার্টিফিকেট দিয়ে কুষ্টিয়া পৌরসভায় সার্ভেয়ার পদে নিয়োগ নেওয়াসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলা ও গুলি করে হত্যা চেষ্টার ঘটনা ঘটে৷ এতে আহত ইয়ামিন আলী বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় ৬৭ জনের নামোল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় এক হাজার থেকে এক হাজার ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আরও পড়ুন – দেশে নতুন ভোটার ৬৩ লাখ

কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার সিরাজুল ইসলাম মান্নানের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন ।

এ বিষয়ে কুষ্টিয়া আদালতের ইন্সপেক্টর জহুরুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে আন্দোলকারীদের হত্যা চেষ্টা মামলার আসামি আব্দুল মান্নানকে জামিন দেয়ার প্রতিবাদে আদালত চত্বরে মানববন্ধন করেছেন ছাত্র-জনতা।

আরও পড়ুন – খোকসায় বিএনপির সহযোগী সংগঠনের সাবেক নেতাদের সাথে মতবিনিময়

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলকারী ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে ইয়ামিন আলী নামে এক যুবক বাদী হয়ে মামলা দায়ের করে। দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি মান্নানকে শুক্রবার বিকালে গ্রেপ্তার করে থানা পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হয়। শনিবার আদালত তাকে জামিন দেন।

দেশে নতুন ভোটার ৬৩ লাখ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের সর্বশেষ কার্যক্রমে নতুন করে যুক্ত হয়েছে ৬৩ লাখের বেশি নাগরিকের তথ্য। অন্যদিকে মারা যাওয়ায় তালিকা থেকে বাদ পড়েছেন ২৩ লক্ষাধিক ভোটার।

শনিবার নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের পরিচালক আব্দুল মমিন সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এ পর্যন্ত ৬৩ লাখ ১৭ হাজার ৬০০ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ২৯ লাখ ৬১ হাজার ৫৭; নারী ৩৩ লাখ ৫৬ হাজার ২৫০। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৯৪ জন। তাদের মধ্যে ছবি তুলে ও আঙ্গুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন ৬১ লাখ ৭৬ হাজার ৮৩৮ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারা যাওয়ায় ২৩ লাখ ২৭ হাজার ১১৭ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৪ লাখ ৪ হাজার ৭২, নারী ৯ লাখ ২২ হাজার ৭৮১ ও তৃতীয় লিঙ্গের রয়েছেন ৩২৬ জন।

আরও পড়ুন – খোকসায় বিএনপির সহযোগী সংগঠনের সাবেক নেতাদের সাথে মতবিনিময়

জানা যায়, নির্বাচন কমিশন গত ২০ এপ্রিল পর্যন্ত দেশের ৫২২টি থানা/উপজেলার নিবন্ধন কার্যক্রম শেষ করেছে। এ সময়ের মধ্যে যারা বাদ পড়েছেন, তারা অনলাইনে তথ্য পূরণ করে নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হয়েছেন।

আরও পড়ুন – হত্যা চেষ্টা মামলায় পৌরসভার সার্ভেয়ার গ্রেপ্তার

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। আগামী জুনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।

খোকসায় বিএনপির সহযোগী সংগঠনের সাবেক নেতাদের সাথে মতবিনিময়

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল যুবদল ও সেচ্ছাসেবক দলের সাবেক নেতাদের সাথে আনুষ্ঠানিক মতবিনিময় সভায় ঐক্যের ডাক দিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহদেম্মদ রুমী।

শনিবার সকালে জেলা বিএনপি ও জাতীয় সংসদের সংসদ সদস্যের কমলাপুরের রুমী পাড়ার নিজের বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত হয় সাবেক নেতাদের এ মতবিনিময় সভাটি।

অনুষ্ঠানের প্রধান অতিথি কুষ্টিয়া – ৪ খোকসা কুমারখালী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমি বলেন, মতবিনিময় সভায় উপস্থিত অধিকাংশ নেতাকর্মী আওয়ামী র্দুশাসনের স্বীকার। প্রত্যেক নেতাকর্মী একাধীকবার জেল গেছেন। জুলুমের শিকার হয়েছেন। আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করেছি।

প্রধান অতিথি সকল বিভেদ ভুলে সবাইকে এক হয়ে খোকসা উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে আহ্বান জানান।

আগামী নির্বাচনে খোকসা-কুমারখালী আসনে দল তাকে ( সৈয়দ মেহেদী রুমী) মনোনয়ন দেবে বলে প্রধান অতিথি আশা প্রকাশ করে বলেন, দলের অনেকেই মনোনয়ন চাইবে এটা গনতন্ত্র। চ্যালেঞ্জের এ নির্বাচনে দল কাকে মনোনয়ন দেবে এটা দলীয় সিদ্ধান্তের বিষয়। তবে দলের উচ্চ পর্যায় থেকে তাকে ( সৈয়দ মেহেদী রুমী) সবুজ সংকেত দিয়ে বলেও তিনি নিশ্চিত করেন।

সভায় সভাপতিত্ব করেন, সাবেক ছাত্রনেতা জামাল হোসেন।

আরও পড়ুন – হত্যা চেষ্টা মামলায় পৌরসভার সার্ভেয়ার গ্রেপ্তার

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী, খোকসা উপজেলা বিএনপির সদস্য সচিব আনিস উজ জামান মান স্বপন।

আরও পড়ুন – খোকসায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আটক

সাবেক ছাত্রনেতা হাফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা রোকনুজ্জামান, কুমারখালী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাবু প্রমুখ।

হত্যা চেষ্টা মামলায় পৌরসভার সার্ভেয়ার গ্রেপ্তার

0

কুষ্টিয়া প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইয়ামিন আলী হত্যা চেষ্টা মামলায় কুষ্টিয়া পৌরসভার বহুল আলোচিত সেই সার্ভেয়ার আব্দুল মান্নানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ এলি) দুপুরে কুষ্টিয়া পৌর ১৬ নং ওয়ার্ডের বাড়াদি ফকিরপাড়া এলাকায় অবস্থিত নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত আনোয়ার প্রামাণিকের ছেলে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলায় আহত ইয়ামিন আলী নামে এক যুবকের দায়েরকৃত হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামী মান্নান।

আরও পড়ুন – খোকসায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আটক

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে মাঠে সক্রিয় ছিল মান্নান। ৫ আগস্টের পর তার বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি আত্মগোপনে চলে যান। কিছুদিন পলাতক থাকার পর পুনরায় কুষ্টিয়া পৌরসভার দাপ্তরিক কাজে যোগ দেন মান্নান। সম্প্রতি লাঠি হাতে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই তাকে গ্রেপ্তারের দাবি জোরালো হয়। গ্রেপ্তার এড়াতে মান্নান গত ১৬ এপ্রিল পৌরসভা থেকে বের হন। এরপরে আর অফিসে যাননি। তার বিরুদ্ধে জাল সার্টিফিকেট দিয়ে কুষ্টিয়া পৌরসভায় সার্ভেয়ার পদে নিয়োগ নেওয়াসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

আরও পড়ুন – অবৈধ ব্যাটারি রিসাইকেলিং কারখানা অভিযান

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, আব্দুল মান্নান হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামী।

খোকসায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতিকে আটক করেছে।

বৃহস্পতিবার দিনগত রাত ৪ টার দিকে উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বগ্রামে অভিযান চালিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক লাল্টু (৬০) কে আটক করে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং বনগ্রামের মৃত গফুর বিশ্বাসের ছেলে।

আরও পড়ুন – অবৈধ ব্যাটারি রিসাইকেলিং কারখানা অভিযান

থানা পুলিশের হোয়াটর্স অ্যাপে বলা হয়েছে, আটক আব্দুল খালেক লাল্টু কে চলতি বছরের ৯ ফেব্রæয়ারি খোকসা থানায় দায়েরকৃত ৪ নম্বর মামলায় আদালতে সপর্দ করা হয়েছে।

আরও পড়ুন – কলেজের খেলার মাঠ ব্লক তৈরীর কারখানা

অবৈধ ব্যাটারি রিসাইকেলিং কারখানা অভিযান

0

কুষ্টিয়া প্রতিনিধি

নির্জন পদ্মা নদীর পাড়ে লাল কাপড় দিয়ে ঘেরা। তার ভিতরে উন্মুক্তভাবে ভাঙা হচ্ছে শত শত পুরাতন ব্যাটারি। বের করা হচ্ছে সিসা। যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। সেখানেই অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে ব্যাটারি রিসাইকেলিং কারখানা পরিচালনার অপরাধে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম পদ্মাপাড়ে বৃহস্পতিবার বিকালে এ অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। আদালত পরিচালনায় সহযোগীতা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (সিনিয়র কেমিস্ট) হাবিবুল বাসার।

আদালত অভিযুক্ত ব্যবসায়ীরা হলেন, গাইবান্ধার কিংকরপুর এলাকার আব্দুর রশিদের ছেলে আবু সাঈদ (২৩) ও মানিকগঞ্জের বাঠইমুড়ি এলাকার জিন্নাত আলীর ছেলে রবিন মিয়া (২৫)।

রাত সাড়ে ৮ টার দিতে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। তিনি বলেন, অবৈধভাবে ব্যাটারি রিসাইকেলিং কারখানা পরিচালনা করার অপরাধে দুইজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন – কলেজের খেলার মাঠ ব্লক তৈরীর কারখানা

কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (সিনিয়র কেমিস্ট) হাবিবুল বাসার ফোনে বলেন, ব্যাটারির ভিতরে সালফিউরিক এসিড থাকে। উন্মুক্তভাবে ব্যাটারি ভেঙে সিসা বের করায় বাতাসে সিসা ও লেটের পরিমাণ বেড়ে যায়। যা পরিবেশ ও মাটির জন্য মারাত্মক ক্ষতিকর।

আরও পড়ুন – খোকসায় দলিল লেখক কে ৩০ হাজার টাকা জরিমানা

তিনি আরও জানান, স্থানীয় প্রভাবশালীদের সহযোগীতায় প্রায় সাতদিন ধরে পদ্মানদীর পাড়ে অবৈধভাবে এ কারখানা চালাচ্ছিলেন।

কলেজের খেলার মাঠ ব্লক তৈরীর কারখানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার মির্জানগরের মীর আব্দুল করীম কলেজের খেলার মাঠ দখল করে নিয়ে নদী ভাঙন রোধ প্রকল্পের ব্লক নির্মাণ করা হচ্ছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি, খেলাধুলার পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও এলাকার যুবসমাজ।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, এই মাঠে একসময় প্রতিদিন বিকালে খেলায় মেতে উঠতেন কিশোর-যুবকরা। দূর গ্রাম থেকেও এখানে বিভিন্ন দল খেলা করার জন্য আসত। কিন্তু বিগত মাসছয়েক হলো সংশ্লিষ্ট ঠিকাদার শিশু-কিশোরদের এই খেলার মাঠ দখল করে হাজার হাজার ব্লক তৈরি করছেন।

সরেজমিনে কলেজ প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, ইট-পাথর ও সিমেন্ট বালু দিয়ে বানানো ব্লকে উচুঁ উচুঁ ঢিপি তৈরি হয়েছে কলেজ মাঠে। মাঠের মাঝখানেই পড়ে আছে খোয়া ভাঙা মেশিন।

মাঠের এক কোনে একটি সাইনবোর্ড। দেখে জানা যায়, পদ্মা নদীর ভাঙন হতে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়ীয়া এবং কুমারখালী উপজেলাধীন শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি রক্ষা শীর্ষক প্রকল্পের জন্য ব্লক গুলো তৈরি করা হচ্ছে।

কলেজ প্রাঙ্গণে কীভাবে এই বøক বানানো হচ্ছে? কলেজ কর্তৃপক্ষের বা এতে কী লাভ, এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আহসান উল হক খান চৌধুরী বলেন, কাজ শেষে হয়তবা উনারা কলেজকে কিছু দেবেন। কিন্তু আপাতত আমরা মানবিক বিষয় মাথায় রেখে ব্লক তৈরির অনুমতি দিয়েছি।

তিনি বলেন, পদ্মা ভাঙতে ভাঙতে কলেজের আঙিনায় চলে এসেছে। এসব ব্লক দিয়ে তো কলেজই রক্ষা করা হবে। সেসব বিষয় মাথায় রেখে বাচ্চাদের খেলার মাঠ জেনেও আমরা বøক বানানোর বিষয়ে কোনো আপত্তি করিনি। ঠিকাদার স্থানীয় এবং প্রভাবশালী হওয়ায় ভয়ে এ বিষয়ে স্থানীয়দের কেউই কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে ঠিকাদার সোহাগ মন্ডল বলেন, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে আমরা সেখানে বøক বানাচ্ছি। নদী থেকে ২০০ মিটার দূর পর্যন্ত তারই জমি। সেই বিবেচনায় এটি কলেজের জমি হলেও নদীরও জমি।

আরও পড়ুন – রাশিয়ার দিলো তৃতীয় বিশ্বযুদ্ধের বার্তা

ঠিকাদারি প্রতিষ্ঠান এভাবে কলেজের মাঠে ব্লক তৈরির কাজ করতে পারে কিনা, জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান কোথায় ব্লক তৈরি করছে সেটা আমাদের জানার কথা না। আমরা শুধু তাদের কাছ থেকে বøক বুঝে নেবো। কলেজের বিষয়ে তিনি বলেন, ওই কলেজে ব্লক বানানো হচ্ছে কিনা আমার জানা নেই। আর যদি হয়ও সেটা আমাকে কেউ জানায়নি।

আরও পড়ুন – খোকসায় দলিল লেখক কে ৩০ হাজার টাকা জরিমানা

এ বিষয়ে মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম বলেন, কলেজ মাঠে এভাবে ব্লক বানানোর এখতিয়ার কারো থাকার কথা না। তারপরও সরেজমিনে পরিদর্শন করে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাশিয়ার দিলো তৃতীয় বিশ্বযুদ্ধের বার্তা

0
ছবিটি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

ঐতিহাসিক রুশ ভূখন্ডে শান্তিরক্ষী মোতায়েন করা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু।

বুধবার রুশ সংবাদ সংস্থা তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন।

সের্গেই শোইগু এ সময় দাবি করে বলেন, তথাকথিত ‘ইউরোপীয় জোট’ ইউক্রেনে শান্তিরক্ষীর ছদ্মবেশে সামরিক উপস্থিতির পরিকল্পনা করছে।

রুশ কর্মকর্তা বলেন, ‘ইউরোপের যুক্তিবান রাজনীতিকরাও বোঝেন যে, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ন্যাটো ও রাশিয়ার সরাসরি সংঘর্ষ হতে পারে। এমনকি ভবিষ্যতে তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে’।

শোইগুর মতে, ‘শান্তিরক্ষী’ কথাটির আড়ালে ইউক্রেন ও দেশটির খনিজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্য লুকানো আছে। তিনি বলেন, ‘এই সৈন্যদের (শান্তিরক্ষী) ‘দখলদার’ বলাটা আরও উপযুক্ত হবে’।

সের্গেই শোইগুর ভাষায়, ‘এই সৈন্যরা মূলত সেই সব ন্যাটো দেশ থেকে আসবে, যাদের ইউক্রেনে উপস্থিতির বিরোধিতা রাশিয়া অনেক আগেই করেছিল’।

একই সঙ্গে শোইগু আশঙ্কা প্রকাশ করে বলেন, সম্ভাব্য এই ‘শান্তিরক্ষীরা’ ইউক্রেনের ‘নাৎসি’ সরকারকে সমর্থন করতে পারে। এমনকি রুশ অর্থ্যাৎ খ্রিস্টানদের দমন এবং রুশ ভাষাভাষীদের মাতৃভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যচর্চার অধিকার কেড়ে নেওয়ার প্রয়াসেও যুক্ত হতে পারে।

‘এটি কোনো শান্তিরক্ষা মিশন নয়’ উল্লেখ করে রুশ নিরাপত্তা পরিষদের সচিব বলেন, ‘এ কারণেই প্রকৃত বৈশ্বিক সংখ্যাগরিষ্ঠ দেশ এ ধরনের তথাকথিত শান্তিরক্ষা উদ্যোগে যোগ দিতে আগ্রহ দেখাচ্ছে না’।

আরও পড়ুন – খোকসায় দলিল লেখক কে ৩০ হাজার টাকা জরিমানা

এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েনের জন্য ‘ইউরোপীয় জোট’ গঠনের ধারণা রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য এবং একটি গুরুতর হুমকি বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন – প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

পেসকভ বলেন, ‘ইউক্রেনের ভূখন্ডে সামরিক বাহিনী মোতায়েন সংক্রান্ত আলোচনা আমাদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটি ইউরোপ ও সমগ্র বিশ্বের নিরাপত্তার জন্য গুরুতর বিপদ বয়ে আনতে পারে’। সূত্র: মেহের নিউজ

খোকসায় দলিল লেখক কে ৩০ হাজার টাকা জরিমানা

0
oplus_0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জমির পর্চা তোলার জন্য অতিরিক্ত টাকা নেওয়ার প্রমান মেলায় সাব-রেজিস্ট্রার অফিসের এক দলিল লেখককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কম্পাউন্ডে সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন এ আদালত পরিচালনা করেন। অভিযুক্ত দলিল লেখকের নাম শ্রী বাহুবল্লভ সরকার। তার লাইসেন্স নম্বর ২৫। সে উপজেলার মানিকাট গ্রামের বলরাম সরকারের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কৃষক নিত্য রঞ্জন পাল তার নামীয় একটি জমি রেজিস্ট্রির জন্য আর এস পর্চার প্রয়োজন হয়। এ জন্য দলির লেখক শ্রী বাহুবল্লভব সরকার ওই কৃষকের কাছ থেকে ৪৫০০ টাকা হাতিয়ে নেন। বৃহস্পতিবার ভুক্তভোগী নিজে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)র কাছে অভিযোগ করেন। এক পর্যায়ে দলির লেখককে ওই কর্মকর্তা তার দপ্তরের ডেকে আনেন। দলিল লেখক পর্চা তুলতে ৪৫০০ টাকা নেওয়ার কথা স্বীকার করেন। ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষন আইনে দলিল লেখক বাহুবল্লভ সরকারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

আরও পড়ুন – প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

কৃষক নিত্য রঞ্জন পালের জামাতা বিকাশ বাছাড় জানান, তার শ্বশুর একটি মন্দির ও তার ছেলেকে ৯৯ শতাংশ জমি দান করেন। এই জমি রেজিস্ট্রেরির সময় আর এস পর্চা নিয়ে জটিলতা সৃষ্টি হয়। সাব রেজিস্ট্রার ওই পর্চার একটি সাটিফাই কপি আনতে বলেন। আর এখানেই ঘটে বিপত্তি। কয়েক মাস পর বৃহস্পতিবার সকালে পর্চার সাটিফাই কপি দিয়ে মন্দির ও ছেলের নামে দানের জমি রেজিস্ট্রির পর দলিল লেখন ওই জমি দাতার কাছে পর্চা বাবাদ ৪৫০০ টাকা বাদি করেন। দাবিকৃত টাকা পরিশোধের পর বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)র কাছে মৌখিক অভিযোগ করেন ভুক্তভোগী জমি দাতা। পরে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত ওই দলিল লেখকে জরিমানা করেছে।

আরও পড়ুন – কাঁচা আম ও শৈশব

এক সপ্তাহে খোকসা সাব রেজিস্ট্রার অফিসে দুদক অভিযান পরিচালনা করে। ওই অফিসে হানা দিয়ে নৌশ প্রহরীর পকেট থেকে ৪০ হাজার টাকা উদ্ধার করে। এ ছাড়া অফিসের নানা অসঙ্গিতি দেখতে পেয়েছেন বলে অভিযানিক দলের কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

প্রতারণার অভিযোগে নারী চিকিৎসককে পুলিশে দিয়েছে জনতা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় চিকিৎসক শারমিন সুলতানার বিরুদ্ধে সরকারি চাকরি দেয়া, ঘর, জমি, ভাতা দেয়াসহ বিভিন্ন প্রলোভন দিয়ে প্রায় অর্ধ শতাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০...

কুমারখালীর পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ...

খোকসায় অবৈধ ড্রেজার ও বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমান

স্টাফ রিপোর্টার জনতার বাধায় গড়াই নদী থেকে অবৈধ বালি উত্তোলকারী ব্যবসায়ীর ড্রেজার ও নৌকা পিছু হটলো। তবে ব্যবসায়ী ও নৌকার মালিকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে...

বিএনপির অফিসে অগ্নি সংযোগের মামলায় দুই জন আটক

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসার রাতের আঁধারে ওসমানপুর ইউনিয়ন বিএনপির অফিসে টাঙানো দলীয় প্রধানদের ছবিতে অগ্নি সংযোগের ঘটনায় দায়েকৃত মামলার দুই আসামিকে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলেন...

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা

দ্রোহ অনলাইন ডেস্ক গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ব্যস্ততম চান্দনা...