মধুমাস জ্যৈাষ্ঠ নানা ফল নিয়ে হাজির হয়েছে। প্রচন্ড তাপদাহে তৃষ্ণা মেটাতে তালশাঁস ও তার ভেতরের পানিওর জুৃড়ি মেলা ভার। এই ফলের রয়ে প্রচুর পুষ্টিগুন। এবার মৌসুমের শুরুতে তালের শাঁসের বাজার চড়া। প্রতিটি তালশাঁস বিক্রি হচ্ছে ১০ টাকা দরে। একটি তালের তিনটি শাঁস থাকলে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তৃষ্ণার পানিয় পেতে তালের শাঁসের কাছে ক্রেতাদের ভিড় লেগেই আছে। বুধবার বিকালে কুষ্টিয়ার খোকসা বাজার থেকে ছবিটি তোলা।
আরও পড়ুন – আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি