মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
Home Blog Page 686

কুমারখালীতে গৃহবধূ ধর্ষণ থানায় মামলা একজন আটক

0
RAPEST-KUMARKILY-DRO-17-P13-compressed
ধর্ষক কাবিল।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার কুমারখালীতে স্বামীর সহয়তার অন্তঃস্বত্তা এক গৃহবধূ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। কাবিল (২২) নামে এক ধর্ষককে আটক করেছে থানা পুলিশ।

ধর্ষিত গৃহবধূর বাবা দাবি করেন, শুক্রবার গভীর রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের উত্তর সাদিপুর গ্রামের শাহিন উদ্দিনের ছেলে কাবিল কৌশলে ওই গৃহবধূকে ধর্ষন করে। এ ঘটনার সাথে গৃহবধূর স্বামী সোহেল মল্লিকের জড়িত বলে তিনি দাবি করেন। তিনি এ বিষয়ে বাদি হয়ে কুমারখালী থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ১১, তাং-১৫ মে ২০২০ ইং।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, একমাসের অন্তঃস্বত্তা গৃহবধূ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। পরে ধর্ষককে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কুমারখালীর দুস্থদের পাশে ব্যাচ ৯৬’র সতীর্থরা

0
Kumarkhali-Tran-DRO-17P-12-compressed
উদ্যোক্তা সুজয় চাকী। ছবি- দ্রোহ।

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে ব্যাচ ৯৬’র সতীর্থদের উদ্যোগে ২২০ জন করোনার প্রার্দুভাবে কর্মহীন অস্বচ্ছল ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

রবিবার পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকার গরীব ও দুস্থদের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন সুজয় চাকী, ডাঃ শোয়েবুর রশীদ পলাশ, শিমুল মালিথা, আলমগীর হোসেন ও মেহেদী হাসান। সংগঠনটির উদ্যোগে শনিবারেও দুস্থদের মধ্যে ৫ কেজি চাল, মসুর ডাল ১ কেজি, আলু ২ কেজি, তৈল ১ লিটার, পিয়াজ ১ কেজি, সেমাই ১ প্যাকেট ও চিনি ১ কেজি ত্রাণ হিসাবে প্রদান করা হয়।

ব্যাচ ৯৬’র সতীর্থদের অন্যতম উদ্যোক্তা সুজয় চাকী জানান, সংগঠনটি এ পর্যন্ত ২২০ জন গরীব অসহায় ও দুস্থ ব্যক্তিকে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দিয়েছে। এ ছাড়াও কুমারখালীর জিজা বাগান এতিম খানায় ৯ হাজার টাকা, ৫ জন দুস্থকে ২৫ হাজার টাকা, ৮ জনকে ২০ হাজার টাকা ও ১৪ জনকে ১৪ হাজার টাকা প্রদান করা হয়েছে।

কুষ্টিয়ায় আরো দু’জনের করোনা সনাক্ত

0
coronavirus-DRO-17-P11-compressed
করোনার প্রতিকী ছবি।

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় এবার ঢাকা ও মুন্সীগঞ্জ ফেরৎ দু’জনের করোনা সনাক্ত হয়েছে। আক্রান্ত দুজনের একজন ২৫ বছরের যুবক ঢাকার গার্মেন্টস কর্মী। তার বাড়ি জেলার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়ার গ্রামে। অপরজন ৪০ বছর বয়সী মুন্সীগঞ্জের শাহ সিমেন্ট ফ্যাক্টারীতে কর্মরত বলে জানা গেছে। গ্রামের বাড়ি কুষ্টিয়া পৌরসভার মঙ্গলবাড়িয়া ঈদগাহপাড়া এলাকায়।

রবিবার রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এ এইচ এম আনোয়ারুল ইসলাম এই দুজনের করোনা সনাক্তের তথ্য নিশ্চিত করে জানান, ঢাকার গার্মেন্টেস কর্মী ওই যুবক গত ১৪ মে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। অপরজন মুন্সীগঞ্জ সিমেন্ট ফ্যাক্টারীতে কর্মরত ওই ব্যক্তি গত ১৩ মে গ্রামের বাড়ি কুষ্টিয়া পৌরসভার মঙ্গলবাড়িয়া ঈদগাহপাড়ার বাড়িতে আসেন। সিভিল সার্জন জানান, ১৬ মে এদের দুজনেরসহ গত ২৪ ঘন্টায় ৫ জনের নমুনা পরীক্ষা করা হলে এই দুজনের রিপোর্ট পজিটিভ আসে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, করোনা সনাক্ত হওয়ার পর রাতেই ওই গার্মেন্টেস কর্মীর বাড়ি এবং আশে পাশের এলাকা লকডাউন করা হয়েছে।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী জানান, রাতেই আক্রান্ত ওই বাড়িসহ আশে পাশের এলাকা লকডাউন করা হয়েছে। আক্রান্ত দুজনই বর্তমানে বাড়িতে থেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

এ নিয়ে কুষ্টিয়া জেলায় অদ্যাবধি ২৬ জন কোভিড রোগী সনাক্ত হল। এর মধ্যে সর্বাধিক দৌলতপুর উপজেলায় ১১ জন। এ উপজেলায় ঢাকা ফেরৎ দম্পতির সংখ্যা ৩ জোড়া। এছাড়া, ভেড়ামারায় ২, মিরপুর ৪, কুষ্টিয়া সদর ৩, কুমারখালী ৫ এবং খোকসা উপজেলায় ১ জন আক্রান্ত রোগী রয়েছেন। আক্রান্তের মধ্যে ১৮ জন ইতোমধ্যেই সুস্থ হয়েছেন বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

লালন মাজারের দান বাক্সের তালা ভেঙ্গে চুরির প্রচেষ্টা

0
LALON-DRO-17-P9-compressed
লালন শাহ’র মাজার। ফাইল ছবি

কুমারখালী প্রতিনিধি

বাউল সম্রাট ফকির লালন শাহ্ এর মাজারের অস্থায়ী (কাঠের) দান বাক্সের তালা ভেঙ্গে চুরির প্রচেষ্টা চালানোর ঘটনায় থানায় জিডি করা হতে পারে।

রবিবার সকালে মাজারের দায়িত্বপ্রাপ্ত খাদেম (প্রধান খাদেমের ছেলে) রিপন ৩টি দান বাক্সের তালা ভাঙ্গা দেখতে পেয়ে তাৎক্ষণিক সবাইকে জানান।

খবর পেয়ে লালন মাজার পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন এবং মাজার কমিটির সদস্য সচিব ও এনডিসি মোছাব্বেরুল ইসলাম মাজার পরিদর্শন করেছেন। এ ঘটনায় মাজার পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা প্রশাসকের পক্ষ থেকে থানায় জিডি করা হবে বলে জানা গেছে।

LALON-DRO-17-P10-compressed
দুবৃত্ত্বদের ভাঙ্গা দান বাক্স।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, অনুষ্ঠান চলাকালীন সময়ে মাজারের বিভিন্ন স্থানে অস্থায়ী দান বাক্স (কাঠের তৈরী) স্থাপন করা হয়। আর অনুষ্ঠান শেষে সেগুলো সরিয়ে মাজারের নির্দিষ্ট স্থানে রাখা হয়। এই দানবাক্সগুলোর মধ্যে ৩টি দানবাক্সের তালা ভাঙ্গা হয়েছে। কিন্তু সেগুলো দেখে পরিত্যাক্ত মনে হচ্ছে এবং এতে কোন টাকা পয়সা ছিলনা বলে ধারণা করা হচ্ছে।

লালন মাজারের সাবেক সাধারন সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য সেলিম হক জানান, রবিবার সকালে মাজারের প্রধান খাদেমের ছেলে রিপন কাঠের তৈরী দান বাক্সগুলোর মধ্যে তিনটি দান বাক্সের তালা ভাঙ্গা দেখতে পায়। দানবাক্সের তালা ভেঙ্গে চুরির খবর পেয়ে মাজার কমিটির আহবায়ক ও জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, মাজার কমিটির সদস্য সচিব ও এনডিসি মোছাব্বেরুল ইসলাম মাজার পরিদর্শন করেছেন। এ সময় জেলা প্রশাসকের উপস্থিতিতে মাজারের মুল সিন্ধুকের (আয়রণ) তালা খুলে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা পাওয়া গেছে।

পাংশায় সামাজিত দুরত্ব নিশ্চিত করতে প্রশাসনের উদ্যোগ

0
UNO-PANGSHA-DRO-17-P-9-compressed
ইউএনও পাংশা

মাসুদ রেজা শিশির

রাজবাড়ীর পাংশায় করোনা পরিস্থিতির নিয়ন্ত্রনে রাখতে স্বাস্থ্য বিধি, সমাজিক দূরত্ব ও ত্রাণ বিতনেরনের সচ্ছতা বজায় রাখতে উপজেলা প্রশাসনসহ মাঠ প্রশাসন সজাগ দৃষ্টি রেখেছে।

রবিবার পাংশা বাজারে সামাজিদ দুরত্ব নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবানীর একটি দল নিয়ে মাইকিং করে ক্রেতা ও বিক্রেতাদের সর্তক করে। এ সময় সামাজিক দুরত্ব না মানায় ভ্র্যমমান আদালত পরিচালনা করে ৫ জনকে ১১ হাজার ২৫০ টাকা জরিমানা করেন। ১৯ তারিখ পর্যন্ত পাংশা বাজার খোলা থাকবে।

প্রাণঘাতী করোনার প্রর্দুভাব শুরুর পর থেকে থানা পুলিশ ও স্বাস্থ্য বিভাগের সমন্বয় রক্ষায় নিরলশ কাজ করে চলেছেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে সরকারের দেওয়া ত্রাণ সুষ্ঠ ভাবে বিতরণের জন্য তদারকিও করে চলেছেন তিনি।

চির নিদ্রায় সুরকার আজাদ রহমান

0
Azad-Rahman-Droho-17-p-6-compressed
আজাদ রহমান। ফাইল ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের বরেণ্য সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী আজাদ রহমান শেষ নিঃশ^াস ত্যাগ করেছেন। (ইন্নাঃ…..উন)

তিনি একবার চলচ্চিত্র সংগীত শিল্পী এবং দুইবার সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

প্রযোজক গাজী কিবরিয়া লিপু বলেন, শনিবার বিকাল পৌনে ৫টার দিকে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

তার মরদেহ আপাতত শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে রাখা হয়েছে। তিনি আরো জানান, মৃত্যুর সময় তার মধ্যে করোনা ভাইরাসের কোনো উপসর্গ ছিল না ।

আজাদ রহমান সুরের ছোঁয়ায় অমরত্ব পেয়েছে ‘জন্ম আমার ধন্য হলো মা গো’, ‘ও চোখে চোখ পড়েছে যখনই’, ‘ভালোবাসার মূল্য কত’, ‘ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়’সহ কালজয়ী অনেক গান। বাংলাদেশে খেয়াল ও শাস্ত্রীয় সংগীত জনপ্রিয় করার পেছনে তার অবদান রয়েছে।

করোনা আক্রান্তের নতুন রেকর্ড ১২৭৩ জন

0
Corona-compressed
করোনার প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন ১২৭৩ জন ও মৃত্যু হয়েছে ১৪ জনের। এ অব্দি দেশে সর্বমোট আক্রান্ত ২২ হাজার ২৬৮ জনে দাঁড়াল এবং মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২৮ জনে।

রবিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা জানান, সর্বমোট ৪২ টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ১টি ল্যাব নতুন যুক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় আট হাজার ৫৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে আট হাজার ১১৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৭৫ হাজার ৪০৮টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ২৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৬৮ জন। শেষ ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৪ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩২৮ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৫৬ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৩৭৩ জন।

ধেয়ে আসছে আম্পান, সমুদ্রবন্দরে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

0
AMPAN-JHOR--DRO-17-P-3-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশের দিকে ধেয়ে আসায় সমুদ্রবন্দর গুলোকে ৪ নম্বর হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

রবিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় আম্পান সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি রোববার সকাল ৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শনিবার মধ্যরাতে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। গত নভেম্বরে বাংলাদেশ ও ভারতের উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র গতি অনুসরণ করেই এগোচ্ছে আম্পান। আগামী মঙ্গলবার অথবা বুধবার এটি স্থলভাগে আঘাত হানতে পারে। থাইল্যান্ড ঝড়টির নাম দিয়েছে আম্পান।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরে তা আরও শক্তি বাড়িয়ে অতি প্রবল রূপ ধারণ করতে পারে। পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার নাগাদ ঘূর্ণিঝড়ের গতি ঘণ্টায় ১৭০ থেকে ২০০ কিলোমিটারে পৌঁছতে পারে। স্থলভাগের দিকে এগোনোর সঙ্গে সঙ্গে গতি কিছুটা কমে আসতে পারে।

কুষ্টিয়ায় ঢাকা ফেরৎ পুলিশ ও ব্যাংকারের করোনা সনাক্ত

0
droho 10 p 4
প্রতিকী ছবি।

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় এবার ঢাকা ফেরৎ এক পুলিশ কনস্টেবল ও এক ব্যাংকারের করোনা সনাক্ত হয়েছে।

আক্রান্তদের একজন পুলিশ কনস্টেবল। তিনি দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের ইউনুস মল্লিকের ছেলে একরামুল হক (৩৬)। অপরজন কুষ্টিয়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডের জুগিয়া কদমতলা পুকুরপাড় এলাকার ব্যাংকার নওশাদ হোসেন।

শনিবার রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এ এইচ এম আনোয়ারুল ইসলাম এই দুজনের করোনা সনাক্তের তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, কুষ্টিয়া পিসিআর ল্যাবে শনিবার ৬০ জনের করোনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ঢাকা ফেরৎ পুলিশ কনস্টেবল ও ব্যাংকারের করোনা পজিটিভ এসেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, একরামুল হক ঢাকায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। সম্প্রতি তার ঢাকা থেকে অন্যত্র বদলীর আদেশ হয়। তিনি শুক্রবার ঢাকা থেকে গ্রামের বাড়ি দৌলতপুর আসেন। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের কর্মীরা শনিবার সকালে তার নমুনা সংগ্রহ করে। রাতে রিপোর্ট পাওয়া যায় পজিটিভ।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, করোনা সনাক্ত হওয়ার পর রাতেই ওই পুলিশ সদস্যের বাড়ি ছাড়াও আশে পাশের এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।

অপরদিকে ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত কুষ্টিয়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডের জুগিয়া কদমতলা পুকুরপাড় এলাকার নওশাদ হোসেন গত ৮ মে ঢাকা থেকে কুষ্টিয়ায় আসেন। শরীরে উপসর্গ দেখা দেয়ায় শনিবার সকালে তার নমুনা সংগ্রহ করা হয়। রাতে পরীক্ষার রিপোর্ট আসে পজিটিভ।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী জানান, রাতেই আক্রান্ত ওই বাড়িসহ আশে পাশের এলাকা লকডাউন করা হয়েছে। আক্রান্ত দুজনই বর্তমানে বাড়িতে থেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

দৌলতপুর উপজেলায় একের পর এক ঢাকা থেকে আসা ব্যক্তিদের মধ্যে করোনা আক্রান্তের ঘটনায় মানুষের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রশাসনের কঠোর নজরদারি থাকা সত্বেও আক্রান্ত ঢাকা ফেরৎ ব্যক্তিদের দৌলতপুর উপজেলায় আগমন কিছুতেই ঠেকানো যাচ্ছে না।

এ নিয়ে কুষ্টিয়া জেলায় ২৪ জন কোভিড সংক্রমিত ব্যক্তি সনাক্ত হল। সর্বাধিক ১০ করোনা আক্রান্ত রয়েছেন দৌলতপুর উপজেলায়। এ উপজেলায় ঢাকা ফেরৎ দম্পতির সংখ্যা ৩ জোড়া। এছাড়া, ভেড়ামারায় ২, মিরপুর ৪, কুষ্টিয়া সদর ২, কুমারখালী ৫ এবং খোকসা উপজেলায় ১ জন (ঢাকা ফেরত) আক্রান্ত রোগী রয়েছেন।

আজ শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস

0
PM-SHEKH-HASINA-DRO-17-P-2-compressed
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

আজ ১৭ মে। টানা ছয় বছর নির্বাসনের পর এই দিনে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশে প্রত্যাবর্তন করেন।

জাতির জনক বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা স্বদেশ প্রত্যাবর্তনের ৪০তম দিবস আজ। ১৯৮১ সালের এই দিনে ছয় বছরের নির্বাসন শেষে তারা দেশের মাটিতে ফিরে আসেন। চকচকে সোনালী বিকালে তাঁকে বহনকারী উড়োজাহাজটি ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে কলকাতা হয়ে ঢাকায় অবতরণ করে। স্বাধীন দেশের স্বপ্নদ্রাষ্টার দুই কন্যাকে স্বাগত জানাতে বিমানবন্দরে লাখো মানুষের ঢল নামে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়। বিদেশে থাকায় ঘাতকদের হাত থেকে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।

সর্বশেষ সংবাদ

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

দ্রোহ অনলাইন ডেস্ক ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার ভ্যাটিকানের...

শেখ হাসিনাসহ পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’

দ্রোহ অনলাইন ডেস্ক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার রোন শেখ রেহানা সিদ্দিকসহ তার পরিবারে ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত (লক) করেছে নির্বাচন কমিশনের...

কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকূপার দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে খুলনা-কুষ্টিয়া...

খোকসার বিএনপি নেতারা আধিপত্য বিস্তারে বাকযুদ্ধে সক্রিয়

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির নেতাদের পাল্টা-পাল্টি শো ডাউন ও সংবাদ সম্মেলনে দেওয়া উষ্কানী মূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। এসব বক্তব্যে ৫...

অন্ধত্ব রুখতে পারেনি আরশাদ আলীকে

ঝিনাইদহ প্রতিনিধি আরশাদ আলীর দুই চোখই অন্ধ। ৬ বছে বয়সে গুটি বসন্ত রোগে চোখের আলো হারান তিনি। অন্ধত্ব রুখতে পারেনি আরশাদ আলীকে। জীবনযাপনে সাময়িক প্রতিবন্ধকতা...