মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীর হিন্দা তেতুলবাড়িয়া মাঠ থেকে লিটন মিয়া (৩৮) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে গাংনী থানা পুলিশ। লিটন গাংনী উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের শিলাল পাড়ার গোলাম মোস্তফার ছেলে।
গাংনী থানার ওসি সাজেদুল ইসলাম জানান, শনিবার বিকালে বাড়ি থেকে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়েছিলেন লিটন। রাত গভীর হলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেন। পরে মাঠে লিটনের মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে গাংনী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
ওই সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। লিটন বজ্রপাতে কোনো এক সময় মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।