মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
Home Blog Page 13

খোকসার ওসির নাম ভাঙ্গিয়ে মোবাইলে টাকা দাবি

0

স্টাফ রিপোর্টার

এবার থানার ওসির নাম করে একাধিক মোবাইল নম্বর থেকে বিভিন্ন জনের কাছে টাকা চাওয়া হচ্ছে বলে হোয়াটস অ্যাপ গ্রæপে সতর্ক করেছেন ওসি নিজে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে কুষ্টিয়ার খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইমলাম তার থানা পুলিশের হোয়াটর্স গ্রæপে দেওয়া স্ট্যাটাসে লিখেছেন-

“ আসসালামু আলাইকুম।
সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, বিভিন্ন মোবাইল নাম্বার দিয়ে বিভিন্ন লোকজনের নিকট আমার নাম (ওসি) পরিচয় দিয়ে টাকা চাচ্ছে। দয়া করে কেউ টাকা দিবেন না। এরা প্রতারক। প্রতারক থেকে সাবধান থাকুন।”

রাত ৯ টায় এ রিপোর্ট লেখার সময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলামের সাথে কথা বলা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত দুই-তিন ধরে বিভিন্ন ইউনিয়নের মেম্বর ও বিশেষ করে গ্রাম পুলিশদের (চৌকিদার) কাছে ঈদ উপলক্ষে উর্দ্ধতনদের দেওয়ার কথা বলে টাকা দাবি করা হচ্ছে। ইতোমধ্যেই শিমুলিয়া ও জানিপুর ইউনিয়নের দুইজন মেম্বর ফোন দিয়ে তাকে (ওসি) অবগত করেছেন। তিনি তাদের টাকা না দেওয়ার জন্য সতর্ক করেছেন।

আরও পড়ুন – খোকসায় খেয়া ঘাট নিয়ে বিরোধ, গুলি বোমা ফাটিয়ে তান্ডব

তিনি আরও জানান, বিষয়টি জিডি করে তদন্ত করে দেখা হবে।

খোকসায় খেয়া ঘাট নিয়ে বিরোধ, গুলি বোমা ফাটিয়ে তান্ডব

0

স্টাফ রিপের্টার

কুষ্টিয়ার খোকসা খেয়া ঘাটের মালিকানা নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসীরা রাত ভোর গুলি ও বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে প্রতিপক্ষের বসত বাড়িতে হামলা ও ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। পাল্টা অভিযোগে খেয়া ঘাট বন্ধ করে জনভোগান্তি সৃষ্টি।

বুধবার দিনগত রাতে উপজেলা ওসমানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওসমানপুর কলপাড়ায় এ তান্ডব চালায় অস্ত্রধারীরা। হামলা চালায় ঘাটের ১১ ভাগের একাংশের মালিক পাপ্পুর বাবা ওয়াজেদ আলীর (সাবেক মেম্বর) বসত বাড়িতে। এই বাড়ির মধ্যেই কমপক্ষে ৫ রাউন্ড বন্দুকের গুলি ছোড়ে অস্ত্রধারীরা। ভাংচুর করে বৃদ্ধ ওয়াজেদ আলীর বসত বাড়ির টিনের বেড়া। সেমিপাকা বসত ঘরের একাধিক জানালা। প্রায় ১ ঘন্টার বেশী সময় ধরে ২০/২৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রাম জুড়ে মহড়া দেয়। তার কমপক্ষে তিনটি বড় বোমা ও ১৫ রাউন্ড গুলি ছুড়ে গোটা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর রাতেই পুলিশ ঘটনা স্থালে উপস্থিত হয়। ভুক্তভোগীর সাথে কথা বলে।

এ ঘটনার সূত্র ধরে বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে প্রতিপক্ষের লোকজন ঘাটের ম্যানজার শিহাব হোসেনের উপর হামলা করে বেধরক মারপিট করে। তাকে নদী পার হয়ে ঘাটে আসতে বাধা দেয়। এ ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে ৯টার দিকে ঘাটের কর্মচারীরা নদীতে খেয়া পাড়াপার বন্ধ করে দেয়। এ ভাবে চলে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত। এ সময় প্রাইভেট পড়তে আসা কয়েকশ শিক্ষার্থী, চিকিৎসা নিতে আনা রোগী, অফিস ও বাজার মুখি কয়েকশ শ্রমিকদের নদীর ঘাটে অপেক্ষা করতে দেখা যায়।

স্থানীয় সূত্রগুলো জানায়, উপজেলার ওসমানপুর ইউনিয়নের ১১ টি গ্রামের মানুষসহ আশে পাশের কয়েকটি জেলার সাথে যোগাযোগের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে গড়াই নদীর খোকসা খেয়া ঘাট। ৫ আগস্টের পর ঘাটটি নতুন করে ইজারা দেওয়া হয়। এ সময় নদী পাড়ের গ্রাম গুলোর প্রভাবশালীরা যৌথ ভাবে খেয়া ঘাট ইজারা নিয়ে নেয়। মাস পেরুতেই ঘাটের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে মালিকদের সাথে বিরোধের শুরু হয়। এ ঘটনার জের ধরে ইজারাদার ফরহাদ হোসেনের সাথে প্রতিপক্ষের বিরোধ চরমে পৌছায়। এ নিয়ে দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হচ্ছে। হামলা পর্যন্ত পৌচ্ছে।

খোকসা খেয়া ঘাটের ইজারাদারের ভাই সান্টু ও লিটন জানায়, প্রতিপক্ষের লোকেরা খেয়া ঘাটের একক কর্তৃত্ব নেয়ার জন্য চেষ্টা করছে। পাপ্পু ও তার বাহিনী কয়েকদিন ধরে হুমকী ধামকী দিয়ে আসছে। ইতোমধ্যে ঘাটের ক্যাশ থেকে জোর করে ১০ হাজার টাকা দিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে তাদের ম্যানেজারকে মেরে হাত ভেঙ্গে দিয়েছে। তারা আরো জানায়, পাপ্পু তাদের ম্যানেজারের কাছে একটি বন্দুক কেনার টাকা চাঁদা দাবি করেছে। না দিলে তার হাত পা ভেঙ্গে দেবে বলেও হুমকী দেওয়ার অভিযোগ করেন।

খেয়া ঘাটের ইজারাদারের অংশিদার পাপ্পু বাবা ওয়াজেদ আলী ও মা আনোয়ারা বলেন, ছেলের সাথে ঘাটের আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধ চলছে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ তার ছেলের পাপ্পুর নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে। মিথ্যা অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হলে বুধবার দিনগত রাতে প্রতিপক্ষ অস্ত্রধারীদের দিয়ে তার বাড়িতে হামলা করেছে। ভাংচুর করেছে। বাড়ি মধ্যে দাড়িয়ে কমপক্ষে ৫ রাউন্ড বন্দুকের গুলি ছুড়েছে। এ হামলার ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে।

ওসমানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর জহুরুল ইসলাম বলেন, দুই গ্রæপের ভাগ বাটোয়ারার বিরোধ। মাঝে মাঝেই রাত ভোর দুই গ্রæপ তান্ডব চালায়। বৃষ্টির মত গুলি ছোড়ে। আর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষদের। দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হলে তিনি নিজেও স্ত্রী সন্তান নিয়ে দূরে আশ্রয় নেন।

আরও পড়ুন – ঈদুল ফিতরে টানা ৯ দিন ছুটি হতে পারে

থানা ভার প্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, ঘাটে কোন ঘটনা ঘটেনি। ডাঙ্গায় ঘটেছে। এ নিয়ে কেউ অভিযোগ করেনি।

ঈদুল ফিতরে টানা ৯ দিন ছুটি হতে পারে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরে টানা ৯ দিন ছুটি পেতে পারেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ঈদের আগে ও পরের যে কোনো এক দিন ছুটি দিলে টানা ছুটি মিলতে পারে আট অথবা নয় দিন।

আগামী ৩ এপ্রিলও নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করার প্রস্তাব আগামীকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠতে পারে। এই প্রস্তাব যদি অনুমোদন হয়, তাহলে এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করা শর্তে বলেন, ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠতে পারে। কারণ, নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে উপদেষ্টা পরিষদে সারসংক্ষেপ উপস্থাপন করতে হয়। বৈঠকে নিয়মিত ছুটির বাইরে বাড়তি ছুটি অনুমোদন হলে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই হিসাবে কাগজপত্রে ২৯ মার্চ শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি। কিন্তু নির্ধারিত ছুটি শুরুর আগের দিন ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। একইসঙ্গে একই দিন পবিত্র শবে কদরের ছুটিও। ফলে বাস্তবে ছুটি শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে।

পূর্বঘোষণা অনুযায়ী, ছুটি শেষে অফিস খোলার কথা ছিল ৩ এপ্রিল বৃহস্পতিবার। এর পরের দুই দিন আবার সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। এখন ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি হলে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি কর্মকরর্তা– কর্মচারীরা। অবশ্য এই ছুটি শুরুর দুই দিন আগে আছে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি। পরদিন বৃহস্পতিবার ২৭ মার্চ এক দিন অফিস খোলা থাকবে। ফলে ছুটির সুযোগ আরও বেশি আছে। যারা ব্যক্তিগত ভাবে ২৭ মার্চের ছুটি ম্যানেজ করতে পারবেন তাদের টানা ছুটি হবে ১১ দিনের।

আরও পড়ুন – খেয়া পার

জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দিয়ে চলে (যেমন বাংলাদেশ ব্যাংক) অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের (জরুরি সেবাসংক্রান্ত) চাকরি সরকার অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করেছে, সেগুলো নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এই ছুটি ঘোষণা করবে। সুযোগ থাকলে ঈদের দু-তিন দিন আগে শ্রমিকদের ছুটি দিতে কারখানার মালিকদের অনুরোধ করেছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।

খেয়া পার

0

প্রবাদ আছে “এক নদী সাতক্রোশ”। আর সে নদী যদি হয় প্রমত্তা। খেয়া পার মানেই অপেক্ষার প্রহর গুনা। প্রতিদিন রোদ বৃষ্টি উপেক্ষা করে নদী পাড় দিয়ে পৌচ্ছায় গন্তব্যে। গড়াই নদীর কুষ্টিয়ার খোকসা ও ওসমানপুর ঘাটের খেয়া পারের সময় ছবিটি ধারণ করা।

আরও পড়ুন – ৪৮ ঘণ্টায় গাজায় ৯৭০ জনকে হত্যা করেছে ইসরায়েল

আরও পড়ুন – খোকসায় বিএনপির চার কর্মীর বাড়িতে হামলা ভাংচুর

৪৮ ঘণ্টায় গাজায় ৯৭০ জনকে হত্যা করেছে ইসরায়েল

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত গাজায় নতুন করে হামলা চালিয়ে ৯৭০ ফিলিসিস্তনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। বুধবার (১৯ মার্চ) হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গত ৪৮ ঘণ্টায় এ হত্যাযোগ্য চালানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গাজায় অবস্থিত জাতিসংঘের ভবনে হামলায় বিদেশি এক জাতিসংঘ কর্মী নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত সোমবার দুপুরে গাজা যুদ্ধে নিহতের সংখ্যা রেকর্ড করা হয় ৪৮ হাজার ৫৭৭ জন। বুধবার দুপুর পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৯ হাজার ৫৪৭ জনে।

বুধবার প্রকাশিত এএফপিটিভির ফুটেজে দেখা যায়, জাতিসংঘের যানবাহন এবং একটি অ্যাম্বুলেন্সে করে তিন জনকে আল-আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন – খোকসায় বিএনপির চার কর্মীর বাড়িতে হামলা ভাংচুর

আল-আকসা হাসপাতালের ফুটেজে দেখা গেছে, দু’জন পুরুষের পায়ে আঘাত লেগেছে এবং তৃতীয় একজনের উভয় বাহুতে এবং পেটে ব্যান্ডেজ ও বুকে রক্তের চিহ্ন রয়েছে। আহতদের মধ্যে দু’জনের পরনে জ্যাকেট ছিল। একজনের পরনে ছিল জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস ‘টঘগঅঝ’-এর টি-শার্ট।

খোকসায় বিএনপির চার কর্মীর বাড়িতে হামলা ভাংচুর

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে রাতের আঁধারে বিএনপির সার্চ কমিটির সদস্য ও তার সমর্থকদের চারটি বাড়িতে হামলা ভাংচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তবে প্রতিপক্ষের দাবি আগে তার তিন কর্মীর বাড়িতে হামলা ভাংচুর করা হয়।

মঙ্গলবার দিনগত গভীর রাতে উপজেলার খোকসা ইউনিয়নের হিলালপুর গ্রামে উপজেলা বিএনপির সার্চ কমিটির সদস্য শিহাব উদ্দিন মৃধা তার সমর্থক একই গ্রামের ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক, বাহাদুর খা ও ইদ্রিস শেখের বাড়িতে এ হামলা ভাংচুর করা হয়। রাত শোয়া ১২টা থেকে ১টা পর্যন্ত প্রায় ৪০/৪৫ মিনিট ধরে প্রতিপক্ষের ১৫/১৬ জন স্বশস্ত্র ক্যাডার বাহিনী হামলা চালায়। হামলাকারীদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। নিদ্রিষ্ট বাড়ি গুলোতে তারা হামলা চালিয়ে ভাংচুর করেছে। তবে রাত ৯ টার দিকে প্রতিপক্ষ রাশেদ, সাইদুল ও আসাদের বাড়িতে হামলা ভাংচুর করে বরে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, রাজনৈতিক বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারের সূত্র ধরে সম্পতি প্রতিপক্ষের লোক শিহাব মৃধার জমি থেকে কয়েকটি মেহগণি গাছ কাটে নেওয়ার চেষ্টা করে। এর পর থেকে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাউসারুল আলম সয়ুদ ও বিএনপি নেতা শিহাব মৃধ’র বিরোধ প্রকাশ্য রুপ লাভ করে। এরই সূত্র ধরে মঙ্গলবার রাতে হামলা ঘটনা ঘটতে পারে।

বুধবার দুপুরের সরেজমিন গিয়ে দেখা যায়, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের সাথেই হিলালপুর গ্রামের শিহাব মৃধার নির্মানাধিন দোতালা বাড়ির সিড়ির কিছু গøাস ভেঙ্গে ফেলেছে দুবৃত্ত¡রা। একটু এগিয়ে গিয়ে ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের বসত বাড়ি। পায়ে হাটা পথের পাশ দিয়ে তার শোবার ঘর। ঘরের পেছরে দিকের প্রায় ৫টি জানালা ভেঙ্গে ঘরে ঢোকবার চেষ্টা করো হয়েছে। একই ভাবে ভাংচুর করা হয়েছে বাহাদুর খা ও ইদ্রিসের বাড়ি।

মেম্বর আব্দুর রাজ্জাক কে বাড়িতে পাওয়া গেলো না। শিশু কোলো বাড়ির ভেতর বেড়িয়ে এলেন তার মেয়ে ‘মায়া’। খুলে বললেন হামলার সময়ের তাদের দূর্বিসহতার কথা। তাদের বাড়ির ভেতর ও বাইরে থেকে হামলা করা হয়। এ সময় তারা ৯৯৯ নম্বরে কল করেছিল। কিন্তু ঢুকতে পারেন নি। পরে থানার নম্বরের কলা করা হলে পুলিশ এসেছিল। হামলাকারীরা চলে গেলে। হামলা কারীরা তাদের বাড়িতে ১০ মিনিট ছিল।

বাহাদুর-আঞ্জুয়ারা দম্পতি জানান, রাত সাড়ে ১২ টার দিকে হামলাকারীরা তার বাড়ির প্রবেশের গেট ভেঙ্গে ফেলে। এরপর বাড়ির ভেতর ও বাইরে থেকে দরজা জানলা ভাঙ্গার চেষ্টা করে। হামলাকারীরা তাদের হত্যার হুমকীও দিয়েছে।

উপজেলা বিএনপির সার্চ কমিটির সদস্য শিহাব উদ্দিন মৃধা দাবি করেন, তার নাম সার্চ কমিটিতে আসার পর থেকে খোকসা ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি কাউসারুল আলম সয়ুদ তার (শিহাবের) সাথে শক্রতা শুরু করেছেন। তার জমি থেকে গাছ কেটে নেওয়া চেষ্টা করা হয়। তাকে হত্যার হুমকী দিয়ে আসছিল। এবার রাতের আধারে সন্ত্রাসী বাহিনী দিয়ে চার বিএনপি কর্র্মীর বাড়িতে হামলা ভাংচুর করেছে। গ্রামবাসী এগিয়ে না এলে হামলাবারীরা লুটপাট করতো বলেও তিনি দাবি করেন। এ হামলার ঘটনায় তিনিসহ ক্ষতিগ্রস্তরা মামলা করবেন বলে জানান।

খোকসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাউসারুল আলম সয়ুদ বলেন, ঘটনার রাতে প্রতিপক্ষ তার তিন কর্মীর বাড়িতে হামলা ও ভাংচুর করে। এ ঘটনার পর তার ক্ষুদ্ধ কর্মীরা ভাংচুর করতে পারে।

আরও পড়ুন – খোকসায় ডাম্ব ট্রাক চাপায় তিন স্কুল ছাত্রসহ ৪ জন আহত

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, ক্সতিগ্রস্তরা অভিযোগ নিয়ে থানায় গিয়েছিল। তিনি সকাল থেকে জেলা সদরে মিটিংএ আছেন ফিরে ব্যবস্থা নেবেন।

খোকসায় ডাম্ব ট্রাক চাপায় তিন স্কুল ছাত্রসহ ৪ জন আহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসায় ডাম্ব ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে তিন স্কুল ছাত্র ও পৃথক দুর্ঘটনায় এক ভ্যান চালক গুরুত্বর আহত হয়েছেন।

বুধবার সকালে খোকসা বাস স্ট্যান্ডে মাটি ভর্তি ডাম্ব ট্রাকের সাথে মোটরসাইকেল আরহী ছাত্রদের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক সপ্তম শ্রেণির তিন ছাত্র গুরুত্ব আহ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়ন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থান্তর করা হয়। ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও জনতা ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে।

ড্রাম ট্রাকের চাপায় আহত ছাত্ররা হলেন, পাইকপারা মির্জাপুর গ্রামের আইনুল মোল্লার ছেলে রাব্বি হোসেন (১৫), জাগলবা গ্রামের কাশেমের ছেলে আশিক হোসেন (১৩) ও একই গ্রামের আব্দুল মমিনের ছেলে শিমুল। তারা সবাই ভিন্ন ভিন্ন স্কুলে সপ্তম শ্রেণির ছাত্র।

আহত স্কুল ছাত্রদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ছাত্ররা সকালে একজন শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে এসেছিল। কিন্তু শিক্ষক আসতে বিলম্ব হওয়ায় তারা অন্যের মোটরসাইকেল নিয়ে ঘুড়তে বেড়িয়ে দুর্ঘটনার শিকার হয়।

এ দিন সকাল ৯ টার দিকে একই সড়কের ফুলতলা মোড়ের কাছে একটি পাখি ভ্যানকে পেছন থেকে একটি পিকাপ ( ছোট ট্রাক) চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভ্যানচালক আয়ান (৫০) গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাকেও উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। সে কুমারখালী উপজেলার পুরাতন চোড়াইকোল গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

ঘটনা স্থলে উপস্থিত কুষ্টিয়া হাইওয়ে একজন এসআই জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল এবং ঘাতক ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার মূল কারণ সম্পর্কে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। অপর ঘাতক পিকাপ পালিয়ে গেছে।

আরও পড়ুন – দৌলতপুর সীমান্তে মাদকসহ নারী আটক 

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, ছাত্রদের উপর চাপিয়ে দেওয়া ডাম্ব ট্রকটি থানা পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

দৌলতপুর সীমান্তে মাদকসহ নারী আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ এক নারী চোরাকারবারীকে আটক করেছে।

মঙ্গলবার বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে দৌলতপুর সীমান্তের আশ্রায়ণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোছাঃ জালেমা বেগম (৪৫) নামের এক নারী চোরাকারবারীকে আটক করা হয়। তিনি জেলার দৌলতপুর উপজেলার রেফায়েতপুর গ্রামের হারিস মন্ডলের মেয়ে। তার কাছ থেকে ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় মোহাম্মদপুর গ্রামের খেজমত আলীর ছেলে মোঃ সুবেল (৩০) পালিয়ে যায়। আটক নারীকে মামলার পর দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার প্রাগপুর সীমান্তের জামালপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২১০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ০.৬৭৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পাশাপাশি মথুরাপুর সীমান্ত থেকে ২ কেজি ভারতীয় গাঁজা ও একটি মোটরসাইকেল এবং কাথুলী বিওপি সীমান্ত এলাকা থেকে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন – রয়্যাল গুলি

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লক্ষ ১৬ হাজার টাকা। বিজিবি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখবে বলেও জানিয়েছে সংস্থাটি।

রয়্যাল গুলি

0

“রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো / লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে / লস্করবাড়ির ছেলেরা / ভিখারীর মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি।” সুনীল তার বিখ্যাত কবিতায় শৈশবের স্মৃতিচারণে এই রয়্যাল গুলির কথা উল্লেখ করেছেন। শৈশবের নানা পদের স্মৃতি কাতর খেলার মধ্যে “রয়্যাল গুলি” একটি। মঙ্গলবার বিকালে কুষ্টিয়ার খোকসা কালীবাড়ির মেলার মাঠে রয়্যাল গুলি খেলায় মগ্ন শিশুরা

আরও পড়ুন – খোকসায় আওয়ামী লীগের দুই নেতা আটক

আরও পড়ুন – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চার নেতা বহিস্কার, মামলা দায়ের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চার নেতা বহিস্কার, মামলা দায়ের

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতা-কর্মীদের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে হামলায় আহত নাগরিক কমিটির প্রতিনিধি সুলতান মারুফ তালহা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় হামলার সাথে জড়িত থাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি ও ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীসহ ১৪ জনকে এজাহারনামীয় আসামী করা হয়েছে। এছাড়াও আরো ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। রাতেই পুলিশ মামলার ৪ নম্বর আসামী প্রকৌশলী তৌহিদকে গ্রেপ্তার করেছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ঘটনার পর কুষ্টিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার পদ বাতিলসহ দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সংগঠনটি।

অব্যাহতি প্রাপ্তরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মুখলেছুর রহমান, জেলা শাখার সদস্য সুমন আহমেদ, সদর উপজেলা কমিটির যুগ্ম সদস্য সচিব এসএম মুবাশ্বির মাহমুদ ও যুগ্ম সদস্য সচিব তালহা জুবায়ের নাবিল।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বলেন, সংগঠনটির কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভায় নেতৃবৃন্দদের মতামত ও আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই সংগঠন বিরোধী ও ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিল।

এর আগে রবিবার রাত ৮টার দিকে কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। এতে আহত হয় জেলা কমিটির সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, নাগরিক কমিটির সদস্য সুলতান মারুফ তালহা, আলভী, ইব্রাহিম, জুবায়ের, নয়ন, আলী আহসান, সোহান ও রেজোয়ান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে,সন্ধ্যায় আসামীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে শহরের কাটাইখানা মোড়ে অবস্থিত শহীদ আবরার ফাহাদ স্মৃতি গ্রন্থাগার ভাঙচুরের জন্য আসে। এ সময় বাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধাদের নিয়ে তাদের প্রতিহত করার চেষ্টা করলে আসামীরা তাদের ধাওয়া দেই। তারা সেখান থেকে কুষ্টিয়া সরকারী কলেজে মাঠে অবস্থান নিলে সেখানে গিয়েও আসামীরা হামলা চালায়।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনাকে পূর্ব পরিকল্পিত সন্ত্রাসী হামলা আখ্যায়িত করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা জামায়াত।

আরও পড়ুন – খোকসায় আওয়ামী লীগের দুই নেতা আটক

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ সংবাদ

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

দ্রোহ অনলাইন ডেস্ক ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার ভ্যাটিকানের...

শেখ হাসিনাসহ পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’

দ্রোহ অনলাইন ডেস্ক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার রোন শেখ রেহানা সিদ্দিকসহ তার পরিবারে ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত (লক) করেছে নির্বাচন কমিশনের...

কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকূপার দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে খুলনা-কুষ্টিয়া...

খোকসার বিএনপি নেতারা আধিপত্য বিস্তারে বাকযুদ্ধে সক্রিয়

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির নেতাদের পাল্টা-পাল্টি শো ডাউন ও সংবাদ সম্মেলনে দেওয়া উষ্কানী মূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। এসব বক্তব্যে ৫...

অন্ধত্ব রুখতে পারেনি আরশাদ আলীকে

ঝিনাইদহ প্রতিনিধি আরশাদ আলীর দুই চোখই অন্ধ। ৬ বছে বয়সে গুটি বসন্ত রোগে চোখের আলো হারান তিনি। অন্ধত্ব রুখতে পারেনি আরশাদ আলীকে। জীবনযাপনে সাময়িক প্রতিবন্ধকতা...