মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
Home Blog Page 17

খোকসায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড ও নারীর প্রতি সহিংসতার রোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে সচেতন নাগরিক মহল ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে খোকসা সরবারি ডিগ্রী কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে খোকসা বাস স্ট্যান্ডে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন – ঝিনাইদহে ইটভাটার মালিক শ্রমিকদের বিক্ষোভ

সমাবেশে বক্তব্য রাখেন, অধ্যাপক ওয়াজেদ আলী, প্রভাষক আহসান উল্লাহ কিরণ, প্রভাষক জাহিদ হাসান রাহাত, সাংবাদিক সাইদুল ইসলাম প্রবীণ, সাবেক ছাত্র নেতা সাইফুর রহমান আরিফুল ইসলাম, হাঃ আঃ আলিম, সামিউল ইসলাম, সাকিব হোসেন, কামরুল ইসলাম, বিপ্লব হোসেন, আঃ কাইয়ুম, আকাশ, মোঃ আবু বক্কর, মোছাঃ মিম্মা আক্তার
প্রমুখ।

ঝিনাইদহে ইটভাটার মালিক শ্রমিকদের বিক্ষোভ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের বিভিন্ন ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইটভাটা মালিক ও শ্রমিকরা।

সোমবার দুপুরে বিক্ষোভ মিছিলে জেলায় কর্মরত ইটভাটা শ্রমিক ও ভাটা মালিকরা অংশ গ্রহন করেন।

ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ডের মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহর প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়। এ সময় ভাটা মালিক সমিতির সভাপতি এ্যাড এম এ মজিদের নেতৃত্বে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা, এবং পরিবেশ ও বন উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান।

স্মারকলিপি প্রদান শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি অ্যাডভোকেট এম,এ মজিদ, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, সিনিয়র সহ সভাপতি হাফিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন। সমাবেশে বক্তারা ঈদুল ফিতর পর্যন্তু জেলার সকল ইটভাটা চালু রাখার দাবি জানিয়ে বলেন, জিগজ্যাগ ইটভাটা বন্ধে হাইকোর্টের আদেশ বাতিল করা, জিগজ্যাগ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে হয়রানি বন্ধ করা, ইটভাটা বন্ধ করতে হলে সরকারিভাবে ক্ষতিপূরণ প্রদান ও মাটি কাটতে জেলা প্রশাসকের প্রত্যয়ণপত্র নেয়ার বিধান বাতিল করতে হবে।

আরও পড়ুন – আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির অফিস ভাংচুরের অভিযোগ

উল্লেখ্য গত ২৪ ফেব্রæয়ারি সারাদেশে সব অবৈধ ইটভাটা আগামী চার সপ্তাহের মধ্যে গুঁড়িয়ে দিতে বিভাগীয় কমিশনার ও ডিসিদের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিদ মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান ও আসাদ উদ্দিন।

আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির অফিস ভাংচুরের অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

শনিবার রাতে উপজেলা শিলাইদহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির অফিস ভাঙচুরের ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বিএনপির কর্মী আবুল কাশেম বলেন, ‘রাতে আমরা তিনজন বসেছিলাম। হঠাৎ আওয়ামী লীগ সমর্থক মামুন, মাসুদ, সুমন, আকুলসহ কয়েকজন দেশিয় অস্ত্রসহ কার্যালয়ে আসে। এসে তারা বলেন, এ এলাকা আওয়ামী লীগের ঘাঁটি। বিএনপির কোনো অফিস এখানে থাকবে না। এসব বলেই ভাঙচুর করে চলে যায় তারা।’

উপজেলা কৃষক দলের সহসভাপতি নজরুল ইসলাম অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের লোকজন বেশকিছু দিন ধরেই কার্যালয় বন্ধের জন্য হুমকি দিচ্ছিলেন। তাদের কথা মতো কার্যালয় বন্ধ না করায় ভাঙচুর করেছেন তারা। রাতেই পুলিশ এসেছিল। আমরা অপরাধীদের শাস্তি চেয়ে রাতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

আওয়ামী লীগের লোকজনের দাবি, ৫ আগস্টের পর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক রয়েছেন। মামুন, মাসুদ, সুমন, আকুলরাও পলাতক রয়েছেন। সেজন্য তাদের মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন – ধর্ষকদের মৃত্যুদন্ডের দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ দিয়েছেন একজন। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধর্ষকদের মৃত্যুদন্ডের দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

0

ইবি প্রতিনিধি

মাগুরায় শিশু ধর্ষণসহ সব ধর্ষণ ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির ও জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

রবিবার দুপুর ১২টায় ক্যাম্পাসের প্রধান ফটক সম্মুখে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এসময় প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়।

এর আগে ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভস্থলে গিয়ে অবস্থান নেয়। এসময় বিক্ষোভকারীরা ধর্ষণকারীদের শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিতের দাবি জানান।

বিক্ষোভে শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে’সহ বিভিন্ন শ্লোগান দেয়। এছাড়াও তারা ‘মাগুরায় ধর্ষণকান্ডের অভিযুক্তদের ফাঁসি চাই’, ‘ধর্ষণের বিচার মৃত্যুদন্ড দেওয়া হোক’, ‘আশ্বাস নয়, আইনের বাস্তবায়ন চাই’সহ বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করেন।

বিক্ষোভে নারী শিক্ষার্থী মিথিলা ফারজানা বলেন, ‘ধর্ষকদের একমাত্র শাস্তিস্তৃত্যুদন্ড কার্যকর করতে হবে। তাদের বাঁচিয়ে রাখার কোনো সুযোগ নেই। প্রয়োজনে আমরা মারব। এটা না হলে নারীরা কোনোভাবেই নিরাপদে চলাচল করতে পারবে না। যত নারী এবং শিশু ধর্ষণের শিকার হয়েছে তারা যেন বিচার পায়, ক্ষতিপূরণ পায়।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সহ-সমন্বয়ক সাদিয়া মাহমুদ মীম বলেন, ‘সবসময় শঙ্কার মধ্যে থাকি, এর পরে কি আমার পালা বা আমার রুমেমেটের অথবা কোনো রক্তের সম্পর্কের কেউ। একটা মেয়ে যার এখন খেলা করার বয়স, তার ওপর পাশবিক অত্যাচার করা হচ্ছে।

আরও পড়ুন – মাহমুদুর রহমানকে হত্যার চেষ্টা মামলায় ইনু কারাগারে

সমন্বয়ক মুখলেসুর সহমান সুইট বলেন, ‘আমাদের মা-বোনদের ওপর যারাই ধর্ষক বা নিপীড়কের দৃষ্টিতে তাকাবে, ছাত্রসমাজের দায়িত্ব হবে তাদের সেই চোখগুলো উপড়ে ফেলা। ধর্ষকদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।

আরও পড়ুন – নারীর শ্রম বাড়ছে কৃষিতে

মাহমুদুর রহমানকে হত্যার চেষ্টা মামলায় ইনু কারাগারে

0

কুষ্টিয়া প্রতিনিধি

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলার আসামি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু কুষ্টিয়ার আদালতে হাজিরা দিয়েছেন।

রবিবার (৯ মার্চ) ৩টা ৩৫ মিনিটের দিকে কুষ্টিয়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালতে হাজির করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে৷

কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয় এবং আদালত থেকে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার বিকাল ৪টার দিকে কাশিমপুর কারাগার থেকে কুষ্টিয়া কারাগারে আনা হয় কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক এই সংসদ সদস্যকে। ইনুকে দেখতে আদালতে জাসদের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত হন। আদালতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়।

তিনি মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি। এখন পর্যন্ত এ মামলার মোট চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিরা পলাতক রয়েছেন।

এ তথ্য নিশ্চিত করে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সাইমুম হাসান বলেন, মাহমুদুর রহমান হত্যাচেষ্টা মামলায় ইনুকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।

কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাহমুদুর রহমানকে হত্যার চেষ্টা মামলায় হাজিরা দিতে আনা হয়েছিলো ইনুকে। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে ২০২৪ সালের ১০ অক্টোবর মাহমুদুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন। আলোচিত এই মামলায় ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, কুষ্টিয়ার পুলিশ সুপার মেহেদী হাসান ও কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিনসহ ৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-৩০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ করা হয়।

আরও পড়ুন – নারীর শ্রম বাড়ছে কৃষিতে

২০১৮ সালের ২২ জুলাই বিকাল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার একটি আদালত থেকে মানহানির মামলায় জামিন নিয়ে বের হওয়ার সময় আদালত চত্বরে মাহমুদুর রহমানের ওপর হামলা বর্বরোচিত হামলা চালায় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা। আদালত প্রাঙ্গণ ছাড়ার সময় লাঠি ও ইটের আঘাতে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হন। তাকে বহনকারী গাড়ির প্লাসও ভেঙে ফেলা হয়। পরে বিকাল ৫টার দিকে আদালত প্রাঙ্গণ থেকে অ্যাম্বুলেন্সে করে মাহমুদুর রহমান ও তার সহযোগীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

আরও পড়ুন – বিষ কিনে চাইলেন নারী কৃষি উদ্যোক্তার স্বামী

নারীর শ্রম বাড়ছে কৃষিতে

0

কৃষিতে পুরুষের পাশাপাশি নারীর শ্রম বৃদ্ধি পাচ্ছে। ঘর গৃহস্থালীর কাজের অবসরে স্বামী ও পরিবারের দিকে তাকিয়ে এইসব নারীরা ঝুঁকি পূর্ণ কাজ করতে বাধ্য হয়। সামাজিক কারনেই অবহেলিত নারীদের মুক্তি মিলছে না। পরিবারের অর্থ সাশ্রয়ে তামাক পাতা ভাটায় শুকানোর জন্য পক্রিয়া জাত করছেন নারীরা। ফলে নারীর মানষিক স্বাস্থ্য ঝুঁকিতে পরছে। শনিবার বিশ্ব নারী দিবসে খোকসার শিমুলিয়া ইউনিয়নের মানিকাট গ্রাম থেকে নারীদের ছবিটি তোলা।

আরও পড়ুন – বিষ কিনে চাইলেন নারী কৃষি উদ্যোগক্তার স্বামী

আরও পড়ুন – পলিপাস অপারেশনে কলেজছাত্রের মৃত্যু

 

 

বিষ কিনে চাইলেন নারী কৃষি উদ্যোক্তার স্বামী

0

স্টাফ রিপোর্টার

ফসলের দামে হতাশ হয়ে বিষ কিনে চাইলেন নারী কৃষি উদ্যোক্তার স্বামী হালিম শেখ। এ সময় তার স্ত্রী সেলিনা খাতুন সাথে ছিলেন। এই দম্পতি শীতকালীন সবজি চাষ করেন। বাজারে ৫ টাকায় টমেটো ও ১৫ টাকা কেজি দরে পেয়াজ বিক্রি করে নিজের ক্ষেতে ফিরে এমন মন্তব্য করলেন তিনি। তিনি দাবি করেন, তার টমেটোই খুচরা বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে।

কুষ্টিয়ার খোকসার পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের পাতিলডাঙ্গী গ্রামের কৃষক দম্পতি হালিম শেখ ও সেলিনা খাতুন। এ মৌসুমে পাতা কপি কেটে ২০ শতক জমিতে নাবি করে (বিলম্বে) টমেটো আবাদ করেছেন। শনিবার সকালে ৩ মন টমেটো ও কয়েক মন মূলকাটা পেয়াজ নিয়ে বাজারে গিয়েছিলেন তিনি। বাজার দর ও মধ্যস্বত্বা ভোগিদের দৌরত্বে তিনি প্রতিকেজি টমেটো পাইকেরি বিক্রি করেছেন ৫ টাকায়। আর পেয়াজ বিক্রি করেছেন ৬ শ টাকা মন দরে। প্রতিকেজি পেয়াজ ১৫ টাকায় বিক্রি করেছেন। বিক্রি মূল্য থেকে আড়ৎদার (মধ্যস্বত্বা ভোগি) প্রতিকেজিতে আড়ৎ বাবদ ২ টাকা কেটে নিয়েছেন। আসা যাওয়ার ভ্যান ভাড়া গুনতে হয়েছে ২ শ টাকা। টমেটো বিক্রি করে খরচ বাদে কৃষক পেয়েছেন কেজিতে ১ টাকা।

উপজেলা কৃষি কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, প্রায় ১০৮ বিঘা জমিতে টমেটো আবাদ হয়েছে। শুধু পাতিলডাঙ্গী গ্রামে ৬০ বিঘা জমিতে টমেটো আবাদ হয়েছে। ফলন খুবই ভালো হয়েছে। মৌসূমের শুরুতে অনেকে চড়া দামে টমেটো বিক্রি করেছেন। এখন মৌসূম শেষ তাই দামে হেরফের হচ্ছে।

সবজি গ্রাম হিসেবে পরিচিত পাতিলডাঙ্গী গ্রামে সবজি চাষী দুলাল, বিশ্বনাথ, নারয়ন, প্রশান্ত, হালিম, কালামসহ প্রায় ৫০ জন কৃষক শীতে ১০০ বিঘা জমিতে ফুলকপি, পাতাকপি, সিম, গাজর জাতিয় সবজি আবাদ করেছিলেন। এবছর তাদের সবাইকে লোকশান গুনতে হয়েছে।

শনিবার সকাল তখন প্রায় ১১ টা। কৃষক হালিম শেখ তখন সবে বাজার থেকে জমিতে ফিরেছেন। তার স্ত্রী সেলিনা খাতুন তখন আর দুইজন নিয়ে ক্ষেত থেকে টমেটো তোলায় ব্যস্ত। তার ক্ষেতের আইলে পৌচ্ছানোর আগেই কৃষক বলে উঠলেন,“শুধু ফসল দেখে খুশি হবেন না। আগে বিষ কিনে দেন, পরে কথা বলি।” জমিতে টমেটো তোলা ব্যস্ত কৃষকের স্ত্রী স্বামী মুখের দিকে ফেল ফেলিয়ে তাকিয়ে রইলেন।

কৃষানী সেলিনা গাছ থেকে টমেটো ছিড়তে ছিড়তে বললেন, প্রায় ২ যুগ ধরে স্বামীর সাথে সবজির আবাদ করে আসছেন। প্রতিবছর শীতের তিন মাস স্বামী স্ত্রী সবজির জমিতে শ্রমদেন। এতদিন লুকশান হয়নি। কিছু না কিছু টাকা ডানে রাখতে পেরেছেন। এ বছরে যা গতি শুরু হয়েছে তাতে ফসল বিক্রি করে ভ্যান খরচও হচ্ছে না।

কৃষক হালিম জানান, তার কাছ থেকে ৫টাকা দরে কেনা টমেটো চার গুন বেশী দরে ২০ টাকায় খুচরা বিক্রি হচ্ছে। কিন্তু নিজে শ্রম দিয়ে ১ কেজি টমেটো বিক্রি করে পাচ্ছেন ১ টাকা। তিনি বলেন, প্রতিমন পেয়াজ উৎপাদন করতে কৃষকের ব্যয় হয়েছে ১১শ টাকা। কিন্তু সেই পেয়াজ বিক্রি করে এলেন মাত্র ৬শ টাকা মন দরে।

তিনি আরও বলেন, যদি খুচরা বাজারের সাথে পাইকেরী বাজারের সমন্বয় থাকতো তবে কৃষক তার উৎপাদন করা ফসলের ন্যায্য দাম পেতেন। কিন্তু কৃষকের দুঃখ দেখার কেউ নেই।

সাবেক শিক্ষক কৃষক অমল কুমার বলেন, সবজি চাষীদের জন্য বছরটি খুবই খারাপ। কপি-টমেটোসহ সব ফসলেই লোকসান হয়েছে। এর জন্য আড়ৎদার শ্রেণিরকেই দুষলেন এই শিক্ষক।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান নিজেও শনিবারের কৃষি পণ্যের বাজার সম্পর্কে অবগত। তিনি বলেন, কৃষকের প্রতিমন পেয়াজ উৎপাদনে হাজার টাকার বেশী ব্যয় হয়েছে। বাজার দরে কৃষকের লোকশান গুনতে হচ্ছে।

আরও পড়ুন – পলিপাস অপারেশনে কলেজছাত্রের মৃত্যু

তিনি আরও বলেন , বাজার নির্দ্ধারণের জন্য কৃষি বিপনণ অধিদপ্ত কাজ করে। ওই খানে তাদের কিছু করার নেই।

খোকসা বাজারের আড়ৎদার রাজা বলেন, আসলে কাচা বাজারের কোন ঠিক ঠিকানা নেই। পণ্য আমদানির সাথে বাজারদর নির্ভর করে। এ ছাড়া ব্যবসায়ি সমির সাথে আলচনে করে তারা আড়ৎদারি নিয়ে থাকেন।

পলিপাস অপারেশনে কলেজছাত্রের মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে নাকের পলিপাস অপারেশন করাতে গিয়ে উৎস ভট্টাচার্য্য নামের (১৭) এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) কালীগঞ্জ শহরের ফাতেমা ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত উৎস ভট্টাচার্য শহরের সরকারি মাহতাব উদ্দিন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও কালীগঞ্জের ছোট রায় গ্রামের উজ্বল ভট্টাচার্য্যের ছেলে। এদিকে ঘটনা পর থেকে ক্লিনিক সংশ্লিষ্টরা গা-ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উৎস বৃহস্পতিবার (৬ মার্চ) নাকের পলিপাস অপারেশন করানোর জন্য কালীগঞ্জ শহরের ফাতেমা ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে ভর্তি হন। সেখানে ডা. রাজিবুল ইসলাম শুক্রবার সকালে নাকের পলিপাস অপারেশন করেন। অপারেশনের পর প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। এতে উৎসের শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে সে মারা যায়।

উৎস ভট্টাচার্যের শিক্ষক পলাশ মুখার্জ্জি বলেন, প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। রক্তক্ষরণ শুরু হলেও ওই চিকিৎসক দ্রæত কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি। এ কারণে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট চিকিৎসক ডা. কাজী রাজিবুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে একাধিকবার কল করা হলে বন্ধ পাওয়া যায়।

এদিকে ঘটনার পর ইকো ডায়াগনস্টিক ও ফাতেমা হাসপাতালের কর্মকর্তারা ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন। তাদের সঙ্গে বিভিন্ন উপায়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। আগামীকাল (শনিবার) তদন্ত সাপেক্ষে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত প্রতিবেদনে চিকিৎসকদের অবহেলার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ভিকটিম পরিবারকে আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলেছি।

আরও পড়ুন – মাগুরায় শিশু ধর্ষণঃ দোষিদের বিচার দাবি থানা ঘেরাও

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার জানান, এ ঘটনায় কলেজছাত্রের পরিবার থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মাগুরায় শিশু ধর্ষণঃ দোষিদের বিচার দাবি থানা ঘেরাও

0

মাগুরা প্রতিনিধি

মাগুরার নিজনান্দুয়ালী এলাকায় শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার বাবা-ছেলের ফাঁসির দাবিতে মিছিল করে সদর থানা ঘেরাও করেন এলাকাবাসী। পরে সেনাবাহিনীর সহায়তায় বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করা হয়।

শুক্রবার (৭ মার্চ) দুপুর পর থানা ঘেরাও করেন বিক্ষুব্ধ জনতা।

দুপুরে মাগুরা শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল করে জনতা সদর থানার গেটে অবস্থান নেয়। এসময় থানায় উপস্থিত কর্মকর্তারা জনতাকে থামানোর চেষ্টা করেন। কিন্তু উত্তেজিত জনতা কিছুক্ষণ পর ভুয়া ভুয়া ¯েøাগান তোলেন। এক পর্যায়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, ঘটনার পরপরই অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়। কিন্তু জুমার নামাজের পর একদল দুষ্কৃতকারী থানা ঘেরাও করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করে এবং পরবর্তীতে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আরও পড়ুন – খানকা ঘর

এর আগে বৃহস্পতিবার বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই শিশুটি। ধর্ষণের ঘটনার অভিযোগে বোনের শ্বশুর হিটু শেখ (৫০) ও তার ছেলে সজীব শেখকে গ্রেফতার করে পুলিশ। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

আরও পড়ুন – মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ

খানকা ঘর

0

গ্রামে জোদ্দার সমাজপতি গোছের মানুষের বাড়ির আঙ্গিনার বৈঠক খানা। বিশেস ধরণের খড় অথবা পাট কাটির তৈরী শীত গরমে আরাম দায়ক ও দৃষ্টি নন্দন করে তোলা হত। এখানেই হতো রুপকথা গল্পবলার ‘কিচ্ছা’ আসর। সালিশ বিচার হত এখানেই। কালের বিবর্তনে এখন খানকা ঘর চোখে পরে কদাচিৎ। কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ইউনিয়নের সিংঘড়িয়া গ্রাম থেকে শুক্রবার ছবিটি তোলা।

আরও পড়ুন – মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ

আরও পড়ুন – জুতা চুরি নিয়ে সংঘর্ষে আহত ১০

সর্বশেষ সংবাদ

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

দ্রোহ অনলাইন ডেস্ক ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার ভ্যাটিকানের...

শেখ হাসিনাসহ পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’

দ্রোহ অনলাইন ডেস্ক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার রোন শেখ রেহানা সিদ্দিকসহ তার পরিবারে ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত (লক) করেছে নির্বাচন কমিশনের...

কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকূপার দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে খুলনা-কুষ্টিয়া...

খোকসার বিএনপি নেতারা আধিপত্য বিস্তারে বাকযুদ্ধে সক্রিয়

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির নেতাদের পাল্টা-পাল্টি শো ডাউন ও সংবাদ সম্মেলনে দেওয়া উষ্কানী মূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। এসব বক্তব্যে ৫...

অন্ধত্ব রুখতে পারেনি আরশাদ আলীকে

ঝিনাইদহ প্রতিনিধি আরশাদ আলীর দুই চোখই অন্ধ। ৬ বছে বয়সে গুটি বসন্ত রোগে চোখের আলো হারান তিনি। অন্ধত্ব রুখতে পারেনি আরশাদ আলীকে। জীবনযাপনে সাময়িক প্রতিবন্ধকতা...