আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির অফিস ভাংচুরের অভিযোগ

0
59

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

শনিবার রাতে উপজেলা শিলাইদহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির অফিস ভাঙচুরের ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বিএনপির কর্মী আবুল কাশেম বলেন, ‘রাতে আমরা তিনজন বসেছিলাম। হঠাৎ আওয়ামী লীগ সমর্থক মামুন, মাসুদ, সুমন, আকুলসহ কয়েকজন দেশিয় অস্ত্রসহ কার্যালয়ে আসে। এসে তারা বলেন, এ এলাকা আওয়ামী লীগের ঘাঁটি। বিএনপির কোনো অফিস এখানে থাকবে না। এসব বলেই ভাঙচুর করে চলে যায় তারা।’

উপজেলা কৃষক দলের সহসভাপতি নজরুল ইসলাম অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের লোকজন বেশকিছু দিন ধরেই কার্যালয় বন্ধের জন্য হুমকি দিচ্ছিলেন। তাদের কথা মতো কার্যালয় বন্ধ না করায় ভাঙচুর করেছেন তারা। রাতেই পুলিশ এসেছিল। আমরা অপরাধীদের শাস্তি চেয়ে রাতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

আওয়ামী লীগের লোকজনের দাবি, ৫ আগস্টের পর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক রয়েছেন। মামুন, মাসুদ, সুমন, আকুলরাও পলাতক রয়েছেন। সেজন্য তাদের মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন – ধর্ষকদের মৃত্যুদন্ডের দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ দিয়েছেন একজন। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।