রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Home Blog Page 2

যাত্রীবাহী ট্রেনে পাওয়া গেলো ৪ কোটি টাকার এলএসডি ও জুয়েলারি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া কোর্ট স্টেশনে যাত্রীবাহী ট্রেনে তল্লাশি চালিয়ে ৪ কোটি ১৮ লাখ টাকার ভয়ঙ্কর মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি) ও ভারতীয় সিটি গোল্ডের জুয়েলারি উদ্ধার করেছে বিজিবি-৪৭।

এ সময় ৮ বোতল ভারতীয় এলএসডি ও বিভিন্ন প্রকারের ৯৪৮ পিস সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রী উদ্ধার করা হয়। তবে বরাবরের মতই এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) মঙ্গলবার বিকাল ৪টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের কুষ্টিয়া কোর্ট রেলস্টেশনে বেনাপোল হতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করে।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে করে এলএসডি ও সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রীর একটি বড় চালান ঢাকা যাচ্ছে- এমন খবর পেয়ে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়া কোর্ট রেলস্টেশনে অবস্থান নেয়।

আরও পড়ুন – কাপড়ের হাটে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

মঙ্গলবার বিকাল ৪টা ২০মিনিটের দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেন কুষ্টিয়া কোর্ট রেলস্টেশনে এসে পৌঁছালে বিজিবির টহল দল তল্লাশি শুরু করে। এ সময় ৫০ এমএলের ৮ বোতল ভারতীয় এলএসডি ও ভারতীয় বিভিন্ন প্রকারের ৯৪৮ পিস সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রী উদ্ধার করা হয়। এলএসডি ও সিটি গোল্ডের জুয়েলারির আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ১৮ লাখ ১০ হাজার ১০০ টাকা।

আরও পড়ুন – খোকসায় পৃথক সন্ত্রাসী হামলায় দুইজন গুলিবিদ্ধ

উদ্ধারকৃত এলএসডি ও জুয়েলারি উদ্ধারের ব্যাপারে বিধি অনুযায়ী কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

কাপড়ের হাটে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ কাপড়ের হাটে চাঁদাবাজির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ব্যাবসায়ীরা। দোকানপাঠ বন্ধ রেখে বুধবার সকালে এ মানববন্ধনে অংশ নেন কয়েকশ ব্যবসায়ী।

ব্যবসায়ীরা বলছেন, জামায়াতে ইসলামীর নেতা জুমারত হোসেন বাজারের ইজারা পেয়েই বেপরোয়াভাবে খাজনা আদায়ের চেষ্টা করছেন। তিনি হাটের নির্দিষ্ট সীমানার বাইরে গিয়ে ব্যক্তি মালিকানাধীন দোকান থেকেও খাজনা আদায় করছেন, যা রীতিমতো চাঁদাবাজি।

পোড়াদহ পুরাতন বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক নাসিম মুন্না বলেন, কাপড়ের হাটের একটি নির্দিষ্ট চৌহদ্দি আছে। ওইটা সরকারি জমি। ওখান থেকে তারা যা পারে খাজনা আদায় করুক। কিন্তু বর্তমান ইজারাদার হাট থেকে ৭-৮শ গজ দূরে সিএনজি স্টেশন কিংবা রেলস্টেশনে গিয়েও খাজনা আদায় করছেন। এসব ব্যবসায়ীরা তাকে খাজনা দিতে বাধ্য নন।

ব্যবসায়ীরা বলছেন, হাটের ইজারাদাররা আগে কখনোই তাদের কাছে এভাবে খাজনা দাবি করেননি। এবার পহেলা বৈশাখ থেকে হাটের নতুন ইজারাদার জামায়াত নেতা জুমারত হোসেন। তিনি এসেই নতুন নিয়ম দেখিয়ে খাজনার পরিধি ব্যাপকভাবে বাড়িয়েছেন।

হাটের বাইরেও পোড়াদহ বাজারে অন্তত ৩-৪শ দোকান রয়েছে, যা ব্যক্তি মালিকানা জমিতে স্থাপিত। সেসব জমিতে কোনোভাবেই চাঁদাবাজি করতে দেওয়া হবে না বলেও জানান ব্যবসায়ীরা। সেই সঙ্গে জেলা প্রশাসককে লিখিতভাবে অভিযোগ জানানো হবে বলে জানান সাধারণ সম্পাদক নাসিম।

আরও পড়ুন – খোকসায় পৃথক সন্ত্রাসী হামলায় দুইজন গুলিবিদ্ধ

হাটের নতুন ইজারাদার ও জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শাখার সদস্য জুমারত হোসেন বলেন, বনিক সমিতির নেতাদের সঙ্গে এ বিষয়ে মিটিংয়ে করে সমস্যা সমাধান করা হবে।

আরও পড়ুন – ভারত থেকে যেসব পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা

মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, ইজারাদার ৬৬ লাখ টাকা দিয়ে হাট ডেকেছেন। তার স্বার্থও আমাকে দেখতে হবে। তিনি হাট থেকে ৫০০ মিটার দূর পর্যন্ত খাজনা আদায় করতে পারবেন। তবে ব্যক্তি জমিতেও খাজনা আদায় করা যায় কিনা এমন প্রশ্নের কোন জবাব তিনি দেননি।

খোকসায় পৃথক সন্ত্রাসী হামলায় দুইজন গুলিবিদ্ধ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এক ইউপি চেয়াম্যানের বাড়ি ও খেয়া ঘাটে পৃথক হামলায় দুইজন গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। ঘাটের মাঝিদের উপর হামলার প্রতিবাদে কয়েক ঘন্টা খেয়া পারাপার বন্ধ রাখা হয়।

মঙ্গলবার গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে একদল স্বশস্ত্র সন্ত্রাসী জানিপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান মজিদের বিহারিয়া গ্রামের বাড়িতে হানা দেয়। হামলাকারীরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে চেয়াম্যানের ভাই শরিফুল ইসলাম (৪০)কে ঘুম থেকে ডেকে তোলে। দরজা খোলার সাথে সাথে সন্ত্রাসীরা শরিফুলের হাত পা বেঁধে বেধরক মারপিট করে। এক পর্যায়ে তার বাম পায়ে আগ্নেয় অস্ত্র ঠেকিয়ে গুলি চালায়। এ সময় এলাকাবাসীরা সমজিদের মাইকে হামলার ঘটনা প্রচার করলে সন্ত্রাসীরা মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে নিজের বিছায় গুলিবিদ্ধ হন কৃষক আব্দুল মান্নান (৫৫) নামের এক বৃদ্ধ। অল্পের জন্য প্রাণে বেঁচে যান বৃদ্ধের স্ত্রী। বৃদ্ধে কাঁধ ও মুখে ৪টি গুলি লেগেছে।

গুলিবিদ্ধ শরিফুল ইলামের বাবা বিহারিয়া গ্রামের ওহেদ আলী মোল্লা। অপর গুলিবিদ্ধ বৃদ্ধ আব্দুল মান্নান এই গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে।

রাত ৩টার দিকে একটি মাইক্রোবাস ও প্রাইভেট কারে আসা সন্ত্রাসীরা গড়াই নদীর খোকসা খেয়া ঘাটের টোল ঘরে হামলা চালায়। সন্ত্রাসীরা টোল ঘরে থাকা ঘাট মাঝি বিশাল (১৮) ও হাচেন আলী (৬০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। রাতেই এসব ঘটনায় আহতদের উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। আহদের মধ্যে চেয়ারম্যানের ভাই গুলিবিদ্ধ শরিফুল ও আব্দুল মান্ননকে ঢাকায় স্থানান্তর করা হয়।

ধারালো অস্ত্রের কোপে আহত মাঝির সহকারী বিশাল ওসমানপুর গ্রামের জাহাঙ্গীর আলীর ছেলে। আহত বৃদ্ধ মাঝি হাচেন আলীর বাবার নাম জানা যায়নি।

ঘাটের মাঝিদের উপর হামলার প্রতিবাদে বুধবার সকাল থেকে খোকসা খেয়া ঘাটে পারাপার বন্ধ করেদেয় ইজাদারের লোকেরা। ৫ ঘন্টা পর সকাল ১০টার দিকে পুলিশের উপস্থিতিতে খেয়া পারাপার স্বাভাবিক হয়েছে।

গুলিবিদ্ধ আহত শরিফুলের স্ত্রী নাজমা জানান, তার স্বামী ঘরে ঘুমিয়ে ছিল। গভীর রাতে বাড়ির দেয়াল টপকে কয়েকজন লোক বাড়ি মধ্যে ঢুকে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তার স্বামীকে ডাকা ডাকি করতে থাকে। এক পর্যায়ে তার স্বামী নিজেই ঘরের দরজা খুলে দেয়। এ সময় তিনজন লোক ঘরে প্রবেশ করে। অস্ত্রধারী লোকগুলো তার স্বামীকে বিছায় বসিয়ে হাত-পা বাঁধতে থাকে। এক পর্যায়ে বেধরক মারপিট করে। সন্ত্রাসী যাবার সময় তার স্বামী শরিফুলের পায়ে একই স্থানে দুটি গুলি চালায়।

তিনি আরও জানান, হামলাকারীদের মুখ খোলা থাকলেও তাদের চেনেননি। তবে তার স্বামী চিনতে পারেন। বাড়ির বাইরের গাড়ি ছিলো। তারা গাড়িতে করে চলে যায়।

গুলিবিদ্ধ মান্নানের ছেলে রুবেল শেখ জানান, তিনি নসিমোন গাড়ির চালান। একটি মোবাইল ফোন থেকে রবিবার দুপুরের তার কাছে ১২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি টাকা দিতে অপরাগতার কথা জানান। এ ঘটনার সূত্র ধরে সন্ত্রাসীরা তার বাড়িতেও হামলা করতে পারে। তার বাবার শোবার ঘর লক্ষ করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। তাদের ছোড়া ৪টি গুলি তার বাবার গায়ে লেগেছে। অল্পের জন্য তার মা বেচেঁ গেছেন।

জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান মজিদ বলেন, সাত মাস আগে সন্ত্রাসীরা তার উপর হামলা করে একটি পা গুড়িয়ে দিয়েছে। তিনি এই নসময় ধরে খোকসার বাইরে চিকিৎসা নিচ্ছেন। এবার তার ভাই শরিফুলেও একই ভাবে একটি পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়া হয়েছে। আগের হামলা কারীরাই এবারে তার ভাইয়ের উপর হামলা করেছে।

আরও পড়ুন – ভারত থেকে যেসব পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা

খোকসা খেয়া ঘাটের ইজারা দার সান্টু দাবি করেন, পূর্ব বিরোধের জের ধরে রাতের আঁধারে ঘাটের মাঝিদের ধারালো অস্ত্রদিয়ে কুপিয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থান্তর করা হয়েছে। পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা সরেজমিন ঘুরে গেছেন। তিনি মামলার প্রস্তুতিও নিচ্ছেন।

আরও পড়ুন – পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মুয়াজ্জিন নিহত

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাঈমুল আসলাম বলেন, তিনি সবগুলো ঘটনা স্থলে গিয়েছেন। তদন্তের সার্থে তাদের সাথে কথা বলেছেন। আহতদের চিকিৎসার পর ভুক্তভোগীরা মামলা করবেন বলেও জানিয়েছেন। মামলা রেকর্ডের পর চরম ব্যবস্থা নেওয়া হবে।

ভারত থেকে যেসব পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারত, নেপাল ও ভুটান থেকে প্রায় ২৫ ধরণের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে ভারত থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এ তথ্য জানায় এনবিআর। তবে গত রবিবার প্রকাশিত গেজেটের মাধ্যমে এই নির্দেশনা জারি করে এনবিআরের কাস্টমস উইং।

কাস্টমস আইন, ২০২৩-এর ধারা ৮ এর উপ-ধারা (১) এর ক্ষমতাবলে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, নেপাল ও ভুটানে উৎপাদিত এবং প্রক্রিয়াজাত সুতা ও আলু ছাড়া অন্য সব পণ্য আমদানি করা যাবে।

ভারত থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেগুলো হলো- ডুপ্লেক্স বোর্ড, নিউজপ্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, সুতা, আলু, গুঁড়া দুধ, টোব্যাকো, রেডিও-টিভি পার্টস, সাইকেল ও মোটর পার্টস, ফরমিকা শিট, সিরামিকওয়্যার, স্যানিটারিওয়্যার, স্টেইনলেস স্টিলওয়্যার, মার্বেল স্প্যাব ও টাইলস এবং মিক্সড ফেব্রিক্স।

তবে মূসক নিবন্ধিত বিড়ি উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠানগুলো কাঁচামাল হিসেবে তামাক ডাঁটা আমদানি করতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

আরও পড়ুন – পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মুয়াজ্জিন নিহত

একই সঙ্গে আগে জারি করা এসআরও নং ২৯৭-আইন/২০২৪/৮৯/কাস্টমস প্রজ্ঞাপনটির কয়েকটি ক্রমিক নম্বর সংশোধন করা হয়েছে। এতে পণ্য তালিকার হালনাগাদ করা হয় এবং ‘সব রপ্তানিযোগ্য পণ্য’ আগের মতোই অব্যাহত রাখা হয়েছে।

আরও পড়ুন – পাওনা টাকা চাইতে গিয়ে মুদি দোকানী নিহত

কাস্টমস সূত্রে জানা গেছে, স্থানীয় শিল্পকে সুরক্ষা এবং অবৈধ রি-এক্সপোর্ট বা রিরাউটিং রোধ করতেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশেষ করে টেক্সটাইল, কাগজ ও সিরামিক পণ্য খাতে দেশীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা রক্ষা করাই মূল উদ্দেশ্য।

পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মুয়াজ্জিন নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পাটিকাবাড়িতে ট্রাকের ধাক্কায় মসজিদের এক মুয়াজ্জিন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নওদাপাড়া এলাকায় কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৭৩)। তিনি একই এলাকার মৃত মফেজ মন্ডলের ছেলে এবং স্থানীয় খেজুরতলা খানপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক(এসআই) নুরুনবী এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী চালক ও সহযোগিকে মারধর করেছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে চালক ও সহযোগিকে হেফাজতে নিয়েছেন।

আরও পড়ুন – পাওনা টাকা চাইতে গিয়ে মুদি দোকানী নিহত

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার ফজরের নামাজ শেষে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়ক ধরে বাড়ির দিকে যাচ্ছিলেন মোহাম্মদ আলী। এসময় কুষ্টিয়া থেকে একটি পাথরবোঝাই ট্রাক চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। নওদাপাড়া বিশার মোড় এলাকায় পেছন থেকে ট্রাকটি মোহাম্মদ আলীকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় উত্তেজিত এলাকাবাসী ট্রাকটি আটকিয়ে চালক ও সহযোগিকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকসহ তাদের উদ্ধার করে পুলিশ ক্যাম্পে নিয়ে যায়।

আরও পড়ুন – কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ ইউপি চেয়ারম্যান আটক

ক্যাম্প ইনচার্জ এসআই নুরুনবী বলেন, উত্তেজিত এলাকাবাসী ট্রাকের চালক ও সহযোগিকে মারধর করেছে। তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা পুলিশের হেফাজতে আছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে। এখন নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাওনা টাকা চাইতে গিয়ে মুদি দোকানী নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদারের হামলায় মোহাম্মদ আলী (৫৭) নামে এক মুদি দোকানী নিহত হয়েছেন।

সোমবার সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাথপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মাদ আলী বাথপুকুরিয়া গ্রামের তেনু মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে পরিচিত মুদি ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী আব্দুল হালিম হাজী জানান, চাতাল শ্রমিক আসাদুল ও তার ছেলে আশকর আলি নিয়মিত মোহাম্মদ আলীর দোকান থেকে বাকিতে মালামাল নিতেন। আজ সকালে মোহাম্মদ আলী তাদের কাছে পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে মোহাম্মদ আলীকে মাটিতে ফেলে কিল-ঘুষি মারতে থাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

এদিকে নিহত মোহাম্মদ আলীর পরিবারের সদস্যরা দ্রæত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন – কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ ইউপি চেয়ারম্যান আটক

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, একজন দোকানী নিহত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন – বর্ষ বরণের প্রস্তুতি

কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ ইউপি চেয়ারম্যান আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদকে অস্ত্র-গুলিসহ আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল পৌনে তিনটার দিকে বৈরাগীরচর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

আরও পড়ুন – বর্ষ বরণের প্রস্তুতি

এসময় একটা ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরাদুল ইসলাম।

 

এবিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরাদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে ওয়ান শুটারগানও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও পড়ুন – মহিষ লুটের মামলায় ইউনিয়ন বিএনপির আহবায়ক কারাগারে

বর্ষ বরণের প্রস্তুতি

0

পুরাতনকে বিদায় জানিয়ে বাংলা নববর্ষকে বরণ করতে নানা প্রস্তুতি চলছে। ইতোমধ্যে প্রশাসনের পাশাপাশি গ্রাম ভিত্তিক ও ইউনিয়ন ভিত্তিক নানা আয়োজন প্রস্তুতি চলছে।

আরও পড়ুন – মহিষ লুটের মামলায় ইউনিয়ন বিএনপির আহবায়ক কারাগারে

সোমবার সকালে র‌্যালী ও পান্তা’র আয়োজন করেছে খোকসা উপজেলা প্রশাসন। উপজেলা কমপ্লেক্সে দিনব্যাপী এ অনুষ্ঠান চলবে। এ ছাড়া খোকসা চরপাড়া যুব সম্প্রদায়ের উদ্যোনে পৃথক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন – কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নিজেই রোগী

বর্ষ বরণ উৎসব কেন্দ্র করে সরকারী-বেসরকারী বিভিন্ন ভবনে আলোকসজ্জা করা হয়েছে। সড়ক জুড়ে আকা হয়েছে আল্পনা।

আরও পড়ুন – বাগেরহাট থেকে অপহৃত শিশু উদ্ধার হলো কুষ্টিয়ায়

মহিষ লুটের মামলায় ইউনিয়ন বিএনপির আহবায়ক কারাগারে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে কোটি টাকার ৪১টি মহিষ লুটের মামলায় বিএনপি নেতা সাইদুর চেয়ারম্যান সহ ১১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (১৩ এপ্রিল) কুষ্টিয়া আদালতে হাজির হয়ে জামিন চাওয়া হলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তফা পারভেজ।

কারাগারে পাঠানো ১১ নেতাকর্মীরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, পলাশ, জাকির, বকুল, অভিক, বক্কর, মোজাফফর, হানা, তককুল, তুহিন ও শাহিনুর। তারা সবাই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী। এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর এলাকার বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, গত ১১ ফেব্রæয়ারি ভোরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচার বৈরাগীরচর গ্রামের মন্ডলপাড়া এলাকায় পদ্মার চরের সাইদ মন্ডলের মহিষের বাথানে রাখালদের অস্ত্রের মুখে জিম্মি করে ৪১টি মহিষ লুটে নেওয়া হয়। অভিযোগ রয়েছে মরিচা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের নেতৃত্বে তার লোকজন মহিষগুলো লুটের ঘটনা ঘটায়। এ সময় তারা মহিষের রাখাল মাজদার আলী (৫০), কামাল হোসেন (৩৫) ও সৈকতকে (৩৫) বেধড়ক মারপিট করে ও অস্ত্রের মুখে অপহরণ করে পার্শ্ববর্তী রহিমপুর মাঠে নিয়ে আটকে রাখে।

এমন খবর পেয়ে বুধবার সকালে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাখালদের উদ্ধার করে। তবে লুট হওয়া মহিষ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। মহিষগুলো লুট করার পরপরই ট্রাক ভর্তি করে অন্যত্র পাচার ও বিক্রি করে দেন আসামিরা। লুট হওয়া ৪১টি মহিষের আনুমানিক মূল্য ১ কোটি ৯ লাখ টাকা।

আরও পড়ুন – কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নিজেই রোগী

এ ঘটনায় মহিষের বাথান মালিক সাইদের স্ত্রী তমা খাতুন ১৪ ফেব্রæয়ারি দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় মরিচা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

আরও পড়ুন – বাগেরহাট থেকে অপহৃত শিশু উদ্ধার হলো কুষ্টিয়ায়

আদালত পুলিশের কর্মকর্তা ও দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪১টি মহিষ লুট মামলায় ১২ আসামি আদালতে আত্মসমর্পণ করেন। জামিন চাইলে ১১ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। তবে এক আসামিকে জামিন দেন আদালত।

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নিজেই রোগী

0

কুষ্টিয়া প্রতিনিধি

২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীর চাপে নিজেই রোগী হয়ে পরেছে। সেবা মিললেও মিলছেনা ওষুধ ও রোগীর খাবার। প্রতিদিনই পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার রোগীদের চাপ বারছে। ধারণক্ষমতার চারগুণ বেশী রোগীকে চিকিৎসা দিতে গিয়ে নাজেহাল হচ্ছেন চিকিৎসকসহ স্টাফ রা। অন্যদিকে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। শয্যার বাইরে থাকা রোগীদের মিলছে না খাবার।

শনিবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, ওয়ার্ডের বাইরে গলিপথেও গিজ গিজ করছে রোগী। বারান্দা বাথরুমের সরজার সামনেও রোগী। অনেক জায়গায় রোগী ও সেবিকার মাথার ওপর ঘুরছে না ফ্যান। ঘামে ভিজেই চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

কুষ্টিয়া সদর উপজেলার বড়িয়া গ্রাম থেকে স্বামীর চিকিৎসার জন্য হাসপাতালে এসেছেন নাসিমা খাতুন। তিনি চারদিন ধরে হাসপাতালের নিচতলায় পাঁচ নম্বর ওয়ার্ডের বারান্দায় চিকিৎসা নিচ্ছেন।

নাসিমা খাতুন বলেন, ‘আমরা চিকিৎসা পাচ্ছি তবে অন্যান্য সুযোগ-সুবিধা নেই। হাসপাতালের বেডে জায়গা না হওয়ায় রোগীর খাবার পাচ্ছি না। বাড়ি থেকে খাবার এনে খাওয়াতে অনেক কষ্ট হচ্ছে।’

পোড়াদহ থেকে হাসপাতালে এসেছেন ইলিয়াস আলী। চারদিন থাকার পরও তিনি বেড পাননি। ইলিয়াস আলী বলেন, ‘সকাল-রাতে চিকিৎসক দেখে যান, সেবা বলতে এটুকুই। হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষার বেশিরভাগ যন্ত্র নাকি নষ্ট। বাইরে থেকে পরীক্ষা করতে হচ্ছে, খাবার পাচ্ছি না।’

হাসপাতাল ঘুরে দেখা যায়, উন্নতমানের ডিজিটাল এক্স-রে দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে তা সব রোগীর চাহিদা মেটাতে পারছে না। অনেক রোগীই দালালের খপ্পরে পড়ে বেসরকারি হাসপাতাল থেকে পরীক্ষা করাচ্ছেন। হাসপাতালে রয়েছে ওষুধের অপ্রতুলতা রয়েছে।

শিশু বিভাগে হৃদয় বিদারক অবস্থা, ২৫ শয্যার বিপরীতে ভর্তি রয়েছে ১১০ জন। সেখানকার একাধিক সেবিকা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের ক্যাপাসিটি অনুযায়ী রোগী ভর্তি হলে চিকিৎসার মান বাড়ানো যেত। কিন্তু এত রোগীর ভারে আমরাই অসুস্থ হয়ে যাচ্ছি। এখানে কর্মপরিবেশ বলে কিছু নেই।

আরও পড়ুন – বাগেরহাট থেকে অপহৃত শিশু উদ্ধার হলো কুষ্টিয়ায়

হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম বলেন, ‘আমরা দিনের পর দিন বলে আসছি, এত রোগীর ভার হাসপাতালের বহন করার ক্ষমতা নেই। তারপরও কেউ এলে চিকিৎসা না দিয়ে ফেরত পাঠানো হয় না। যতটুকু সাধ্যে কুলায় আমরা চেষ্টা করে যাচ্ছি।’

আরও পড়ুন – জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে সাতজন আহত

তিনি আরও বলেন, ‘হাসপাতালে ওষুধ আসে ২৫০ শয্যার অনুপাতে। সেই ওষুধ সব রোগীকে দিতে গেলে কিছুটা সংকট হবেই। পাশে ৫০০ শয্যার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালু হলে হয়তোবা জেনারেল হাসপাতালে চিকিৎসার সুষ্ঠু পরিবেশ ফিরবে।’

সর্বশেষ সংবাদ

জামায়াতে ইসলামীর উলামা সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জামায়াতের উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া উলামা বিভাগের আয়োজনে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত...

 খোকসার একই ব্যক্তি দুই পদে চাকরি করছেন

স্টাফ রিপোর্টার একই ব্যক্তি মাধ্যমিক শিক্ষার উন্নয়ন প্রকল্প ও একটি মাদ্রাসায় আরবি প্রভাষক পদে চাকরি করে চলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে যোগসাযোসে...

যৌথ অভিযানে ১৪টি দেশীয় পাখি উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় বন বিভাগ ও বিবিসিএফ এর যৌথ অভিযানে খাঁচাবন্দি ১৪টি দেশি পাখি উদ্ধার হয়েছে। পাখিগুলোর মধ্যে রয়েছে-একটি ঝুঁটি শালিক,...

তিন ভারতীয় চোরাকারবারি আটক, মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়াার দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তিন ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ৬৯ বোতল...

গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সদর উপজেলার দূর্বাচারায় এক বিএনপি নেতার বাড়িতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারা...