Home breaking news পাওনা টাকা চাইতে গিয়ে মুদি দোকানী নিহত

পাওনা টাকা চাইতে গিয়ে মুদি দোকানী নিহত

0
7

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদারের হামলায় মোহাম্মদ আলী (৫৭) নামে এক মুদি দোকানী নিহত হয়েছেন।

সোমবার সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাথপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মাদ আলী বাথপুকুরিয়া গ্রামের তেনু মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে পরিচিত মুদি ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী আব্দুল হালিম হাজী জানান, চাতাল শ্রমিক আসাদুল ও তার ছেলে আশকর আলি নিয়মিত মোহাম্মদ আলীর দোকান থেকে বাকিতে মালামাল নিতেন। আজ সকালে মোহাম্মদ আলী তাদের কাছে পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে মোহাম্মদ আলীকে মাটিতে ফেলে কিল-ঘুষি মারতে থাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

এদিকে নিহত মোহাম্মদ আলীর পরিবারের সদস্যরা দ্রæত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন – কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ ইউপি চেয়ারম্যান আটক

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, একজন দোকানী নিহত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন – বর্ষ বরণের প্রস্তুতি