বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
Home Blog Page 26

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন-অবস্থান ধর্মঘট

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ট্রলি চাপায় স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা নিয়ে লাইভ চলাকালে স্থানীয় দৈনিক খবরওয়ালা পত্রিকার চিত্র সংবাদিক ইমরান হোসেনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকরা। কর্মসূচি থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক ইমরানের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

সোমবার বেলা ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়। কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর’র সভাপতিত্বে ও বাংলাভিশন ও দেশ রূপান্তরের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলীর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে দৈনিক সংবাদের কুষ্টিয়া প্রতিনিধি মিজানুর রহমান লাকি, দেশ টিভির কুষ্টিয়া প্রতিনিধি নাহিদ হাসান তিতাস, দৈনিক সময়ের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু, দৈনিক খবর ওয়ালার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহিন আহমেদ জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে সাগর-রুনী হত্যাকান্ড থেকে শুরু করে দেশে একের পর এক সাংবাদিক হত্যা নির্যাতন, হামলা মামলা ও হয়রানির ঘটনা ঘটছে। এভাবে চলতে পারেনা। সাংবাদিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বিচার না পেলে কুষ্টিয়া থেকে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন নেতৃবৃন্দ।

প্রসঙ্গত রবিবার (১৬ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ৯ টার সময় কুষ্টিয়া পৌরসভাস্থ ফুলতলা প্রতীতি বিদ্যালয়ের সামনে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা “দৈনিক খবরওয়ালা” পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ করার সময় পুলিশের উপস্থিতিতেই পৌরসভার কাস্টম মোড় হাশেম ডাক্তারের গলির চিহিৃত সন্ত্রাসী ও মাদকসেবী রকি (৩২) এবং আরিফুল (৩৩) সহ আরো ১০-১২ জন তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। হমলায় নাক, পিঠ ও মাথা কেটে গিয়ে তিনি রক্তাক্ত জখম হন। যার একটি ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। হামলার সময় সন্ত্রাসীরা ইমরান হোসেনের থাকা অফিসের প্যানাসনিক পিভি-১০০ মডেলের ভিডিও ক্যামেরা এবং ক্যামেরার বয়া (মাইক্রোফোন) ছিনিয়ে নেয়। এসময় অন্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

এসময় তার কাছে থাকা ভিডিও ক্যামেরা ও মাইক্রোফোন ছিনিয়ে নেয় হামলাকারীরা। এই ঘটনায় চিত্র সাংবাদিক ইমরান হোসেন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় লিখিত এজাহার জমা দেন। এ ঘটনায় এজাহার নিতে গড়িমসি এবং বিলম্ব করায় রবিবার রাতেই কুষ্টিয়া মডেল থানার ওসি শেহাবুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সুপারের নির্দেশে রবিবার রাতেই একটি মামলা দায়ের হয়েছে। তবে ২৪ ঘন্টা অতিবাহিত হলেও পুলিশ হামলাকারী কোন সন্ত্রাসীকে আটক করতে পারেনি।

আরও পড়ুন – ট্রলির ধাক্কায় পঞ্চম শ্রেণির ছাত্র নিহত

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, রাতেই এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। হামলার সাথে জড়িতদেও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

ট্রলির ধাক্কায় পঞ্চম শ্রেণির ছাত্র নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বাবাকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে ইটভর্তি ট্রলির ধাক্কায় শাকিব হোসেন (১২) নামে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

এঘটনায় ট্রলিচালক পালিয়ে গেলেও তার এক সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। তবে ঘাতক ট্রলিটিকে আটক করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর মহাসড়কের মথুরাপুর ইউনিয়নের কৈপাল হিসনাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিব উপজেলার শালিমপুর গ্রামের আকবর মন্ডলের ছেলে এবং তারাগুনিয়া মডেল প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবাকে খাবার দিয়ে শাকিব সাইকেল চালিয়ে তারাগুনিয়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইটভর্তি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রæত উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, মাথায় গুরুতর আঘাতের কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন – খোকসায় ব্যবসায়ীর টাকা ও মোবাইল ছিনতাই

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা জানান, দুর্ঘটনার পর ট্রলিচালক পালিয়ে গেলেও তার এক সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘাতক ট্রলিটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খোকসায় ব্যবসায়ীর টাকা ও মোবাইল ছিনতাই

0
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার শোমসপুর বাজারের এক প্রসাধনী ব্যবসায়ীর আড়াই লাখ নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারী চক্র।

শনিবার দিনগত রাত ১১ টার দিকে শোমসপুর-সাতপাখিয়া সড়কের শোমসপুর আবুতালেব ডিগ্রী কলেজের পাশে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

ব্যবসায়ী সোহেল জানান, প্রতিদিনের মত শনিবার রাতেও শোমসপুর বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের কাছে পৌছালে দেশীয় অস্ত্র নিয়ে তিনজন ছিনতাইকারী তার পথ রোধ করে। ধারালো অস্ত্র ধরে তাকে জিম্মি করে। এক পর্যায়ে তার কাছে থাকা ব্যবসার আড়াই লাখ টাকা ও একটি টার্স মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নেয়। ছিনতাইকারী তিন জনের মুখ কালো কাপড়ে বাঁধা ছিল। রাতেই অপর একটি মুঠোফোনে থানা পুলিশকে ঘটনাটি জানালে টহল পুলিশের দল ঘটনা স্থলে আসে। ভুক্তভোগী ব্যবসায়ী সোহেল শোমসপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

আরও পড়ুন – খোকসায় শহীদ মারুফ ও মাহিমের কবর জিয়ারত

খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, ভিকটিম সোহেল একটা লিখিত অভিযোগ দিতে চেয়েছেন। রবিবার রাত পর্যন্ত সে থানাতে আসেনি, আর নগদ টাকা নিয়েছে সে বিষয়ে অভিযোগ করেনি। পুলিশকে ওই ব্যবসায়ী জানিয়েছেন বলেছেন তার কিছু প্রয়োজনীয় কাগজপত্র এবং একটি এন্ডয়েড ফোন নিয়েছে।

আরও পড়ুন – দুধের সাদ …

দুধের সাদ …

0

“ঝাউশাখে যেথা বনলতা বাঁধি হরষে খেয়েছি দোল”- কবি সুফিয়া কামালের ‘পল্লী স্মৃতি’ কবিতার চরণটি এই আধুনিতার সময়ে মেলা খুবই দুষ্কর। তাই মায়ের ছেড়া আঁচলের কাপড়ে বাঁধা দোলায় দোল খেয়ে শিশুরা দুধের সাদ ঘোলে মেটাচ্ছে।

আরও পড়ুন – খোকসায় শহীদ মারুফ ও মাহিমের কবর জিয়ারত

খোকসায় শহীদ মারুফ ও মাহিমের কবর জিয়ারত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জুলাই আগস্টের শহীদ মারুফ ও শহীদ মাহিমের কবর জিয়ারত করলেন নব গঠিত উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

রবিবার বিকালে খোকসা কেন্দ্রীয় গোরস্থানে শহীদ মারুফের কবর ও চাঁদট কেন্দ্রীয় গোরস্থানে শহীদ মাহিমের কবর দুটি পৃথক ভাবে জিয়ারত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার আহ্বায়ক তুষার আহমেদ তুহিন, মুখ্য সংগঠক জয়নাল আবেদীন, মুখ্যপাত্র আব্দুল কায়ুম সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা।

আরও পড়ুন – বিদ্যালয়ের সামনে ট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

শনিবার দিনগত রাতে খোকসা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটির ঘোষনা করা হয়। তুষার আহমেদ তুহিনকে এ কমিটির আহবায়ক করা হয়। সদস্য সচিব করা হয়েছে আরিফুল ইসলামকে। ১৩৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি প্রকাশ করে কুষ্টিয়া জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এবং সদস্য সচিব।

বিদ্যালয়ের সামনে ট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের প্রতীতি বিদ্যালয়ের সামনে সড়ক পারাপারের সময় বালুভর্তি ট্রলির ধাক্কায় ইব্রাহিম (৬) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। দুর্ঘটনার পর কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী। ঘাতক ট্রলির চালক পালিয়ে যাওয়ায় ট্রলিটিতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত শিশুর দাদি আনোয়ারা (৫০)। রবিবার সকালে বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেহাবুর রহমান বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ইব্রাহিম। পরে এলাকাবাসী সড়ক অবরোধ রোধ করে বিক্ষোভ করেন।

আরও পড়ুন – গড়াই নদী থেকে বাক প্রতিবন্ধির মৃতদেহ উদ্ধার

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম বলেন, এলাকাবাসী ফুট ওভারব্রিজ নির্মাণসহ বেশ কিছু দাবি জানিয়েছেন বিক্ষোভ কারীরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হবে।

গড়াই নদী থেকে বাক প্রতিবন্ধির মৃতদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের প্রায় চারদিন পর স্বপন মুন্সী (৫৭) নাম এক বাক প্রতিবন্ধীর ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দিইসু রাতে উপজেলার চাপড়া ইউনিয়নের ভাঁড়রা এলাকা সংলগ্ন গড়াই নদীর তীর থেকে মরদেহটি করা হয়। নিহত ব্যক্তি চাপড়া ইউনিয়নের ধর্মপাড়া এলাকার মৃত নাসির মুন্সীর ছেলে।

স্বপন মুন্সীর মরদেহ শনাক্ত করেছেন তার ছেলে মো. খলিলুর ইসলাম। তিনি বলেন, ‘বুধবার ফজরের নামাজ পড়তে বেরিয়ে আর বাড়ি ফেরেননি তার বাবা স্বপন মুন্সী। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও বাবাকে কোথাও পাইনি। গড়াই নদীতে মরদেহের খবর পেয়ে ছুটে এসে দেখি বাবা আর নেই।’

আরও পড়ুন -কুষ্টিয়ায় লাইভ চলাকালে চিত্র সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

কুমারখালী থানার উপপরিদর্শক চিরঞ্জীৎ মন্ডল বলেন, শনিবার শেষ বিকালে গড়াই নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মরদেহটি নদীর কিনারে এনে নৌপুলিশকে খবর দেওয়া হয়। নৌপুলিশ মরদেহটির সুরতহাল শেষে কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যা না কি দুর্ঘটনা তা ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে।

কুষ্টিয়ায় লাইভ চলাকালে চিত্র সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ট্রলি চাপায় স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা নিয়ে লাইভ চলাকালে স্থানীয় দৈনিক খবরওয়ালা পত্রিকার চিত্র সংবাদিক ইমরান হোসেনের উপর সন্ত্রাসী হামলার করেছে। এসময় তার কাছে থাকা ভিডিও ক্যামেরা ও মাইক্রোফোন ছিনিয়ে নেয় হামলাকারীরা। এই ঘটনায় চিত্র সাংবাদিক ইমরান হোসেন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় লিখিত এজাহার জমা দিয়েছেন।

সাংবাদিক ইমরান হোসেন জানান, রবিবার (১৬ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ৯ টার সময় কুষ্টিয়া পৌরসভাস্থ ফুলতলা প্রতীতি বিদ্যালয়ের সামনে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা “দৈনিক খবরওয়ালা” পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ করার সময় কুষ্টিয়া পৌরসভার কাস্টম মোড় হাশেম ডাক্তারের গলির চিহিৃত সন্ত্রাসী ও মাদকসেবী রকি (৩২) এবং আরিফুল (৩৩) সহ আরো ১০-১২ জন তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। হমলায় নাক, পিঠ ও মাথা কেটে গিয়ে তিনি রক্তাক্ত জখম হন। যার একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। হামলার সময় সন্ত্রাসীরা ইমরান হোসেনের থাকা অফিসের প্যানাসনিক পিভি-১০০ মডেলের ভিডিও ক্যামেরা এবং ক্যামেরার বয়া (মাইক্রোফোন) ছিনিয়ে নেয়। এসময় অন্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হামলার বিষয়ে দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন আহমেদ বলেন, ঘটনার পর কুষ্টিয়া মডেল থানায় এজাহার জমা দেওয়া হয়েছে। তবে কোন এক অদৃশ্য কারণে এখন পর্যন্ত মামলা হয়নি। আসামীদের বাঁচাতে মামলা নিতে বিলম্ব করা হচ্ছে বলে আমার মনে হয়। এ ঘটনার প্রতিবাদে ও অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদেও গ্রেপ্তারের দাবিতে আগামীকাল সোমবার বেলা ১১ টায় কুষ্টিয়া মডেল থানা ঘেরাও কর্মসূচী ঘোষণা করেছেন সর্বস্তরের সাংবাদিকরা। সংবাদ সংক্রান্ত ঘটনার জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন বলেন, পেশাগত দায়িত্ব পালনকালীন সময়ে একজন সাংবাদিকের উপর হামলা সত্যিই নিন্দনীয়। আমরা এই হামলার প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে দ্রæত আসামীদেও গ্রেফতারের দাবি রাখছি। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, আমরা লিখিত এজাহার পেয়েছি। আসামীদের গ্রেফতারে অভিযান চলমান আছে।

আরও পড়ুন –ভ্যান ছিনতাইয়ের পর চালককে বিষ খাইয়ে হত্যা

জানতে চাইলে কুষ্টিয়া জেলা পুলিশের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আমি মামলা নেওয়ার জন্য বলে দিয়েছি।

মাছ শিকার

0

রাস্তার পাশের ডোবা থেকে শুরু অধিকাংশ জলাধার শুকিয়ে যেতে শুরু করে। স্থানীয় সেচ যন্ত্র দিয়ে রস্তার পাশের ডুবা গুলোতে সেচ দিয়ে পানি নিষ্কাশন করে মাছ শিকারে ব্যস্ত হয়ে উঠেছেন। কুষ্টিয়ার খোকসার জয়ন্তী হাজরা ইউনিয়নের তাহেরপুর থেকে শনিবার দুপুরে তোলা ছবি।

আরও পড়ুন – ভ্যান ছিনতাইয়ের পর চালককে বিষ খাইয়ে হত্যা

 

 

 

 

 

 

 

ভ্যান ছিনতাইয়ের পর চালককে বিষ খাইয়ে হত্যা

0
নিহত ভ্যান চালক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ইব্রাহীম মন্ডল (৩৮) নামে এক ভ্যান চালককে হত্যার অভিযোগ উঠেছে। ভ্যান কড়ে নেওয়ার পর তাকে (ইব্রাহীমকে) কোমল পানীয়’র সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয় বলে স্বজনদের দাবি।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ইব্রাহীম মন্ডল ঝিনাইদহ সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে ইব্রাহীম মন্ডল ‘মৃত্যুকালীন জবানবন্দিতে’ তাকে কি ভাবে বিষপান করিয়ে ভ্যান কেড়ে নিয়ে বিক্রি করা হয়েছে তার বর্ণনা দিয়েছেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী গ্রামের রুহুল আমিন মন্ডলের ছেলে।

পরিকল্পিত এই হত্যাকেন্ডর সঙ্গে জড়িতদের মধ্যে সাধুহাটী গ্রামের লালু কাজীর ছেলে রতন, চুয়াডাঙ্গার হাসানহাটি গ্রামের সামিরা, সদর উপজেলার বাদপুকুর গ্রামের ইমান ঘটক, আমেরচারা গ্রামের আবু সাইদ, রফিকুল ইসলাম রফি ও কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের শরিফুল ইসলাম জড়িত বলে ‘মৃত্যুকালীন জবানবন্দিতে’ ইব্রাহীম মন্ডল উল্লেখ করেন।

নিহত’র মামাতো ভাই ফারুক আহম্মেদ জানান, গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাস্তায় ভাড়া মারছিলেন ইব্রাহীম। এ সময় রতন নামে এক ব্যক্তি কোটচাঁদপুরের জালালপুর গ্রামের যাওয়ার কথা বলে তার ভ্যান ভাড়া করে। যাওয়ার পথে প্রতারক চক্রের সঙ্গে একাধিক সদস্যের সঙ্গে কথা বলতে থাকে রতন।

ডাকবাংলা ত্রীমোহনী এলাকায় পৌছালে ইব্রাহীমের ভ্যানটি আটক করে এবং রতন, আবু সাইদ ও রফি তাকে জোর করে মুখে বিষ ঢেলে দেয়। এরপর ভ্যানটি ১৮ হাজার টাকায় বাজারগোপালপুর এলাকায় বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেয়। এদিকে চারদিন অসুস্থ থাকার পর ভ্যান চালক ইব্রাহীম মন্ডল শুক্রবার ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিহত’র ভাই আশরাফুল ইসলাম জানান, তার নিহত ভাইয়ের এক স্ত্রী ও প্রতিবন্ধি এক কন্যা রয়েছে। সংসারে আরো দুইটি শিশু সন্তান রয়েছে ভাইয়ের। তিনি এ হত্যাকান্ডের বিচার দাবী করেন।

আরও পড়ুন –কুমারখালীতে নৌকা ছিদ্র করাকে কেন্দ্র করে সংঘর্ষ

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত। ভ্যান চালক ইব্রাহীমের পোষ্টমার্টেমের রিপোর্ট হাতে আসার পর পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।

সর্বশেষ সংবাদ

প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রাসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনু্ষ্িঠত হয়েছে। বুধবার দিনব্যাপী স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে কর্মসূচীর আয়োজন...

কাঁচা আম ও শৈশব

প্রকৃতিতে আম, জাম ,লিচুসহ বাহারি সব ফল নিয়ে এসেছে মধুমাস বৈশাখ। লোভনীয় সব ফলে লোভাতুর করে তোলে শিশু কিশোর থেকে শুরু করে বুড়ো দেরও।...

চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়াল

চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গায় ফের মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই...

দৌলতপুর সীমান্ত থেকে স্বর্ণসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে এক কেজি ৩৪০ গ্রাম স্বর্ণসহ এক চোরাকারবারীকে বিজিবি‘র আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর...

খোকসায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা রকি বিশ্বাসকে আটক করেছে। মঙ্গলবার সন্ধ্যায় আটক রকি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক...