খোকসায় ব্যবসায়ীর টাকা ও মোবাইল ছিনতাই

0
145
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার শোমসপুর বাজারের এক প্রসাধনী ব্যবসায়ীর আড়াই লাখ নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারী চক্র।

শনিবার দিনগত রাত ১১ টার দিকে শোমসপুর-সাতপাখিয়া সড়কের শোমসপুর আবুতালেব ডিগ্রী কলেজের পাশে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

ব্যবসায়ী সোহেল জানান, প্রতিদিনের মত শনিবার রাতেও শোমসপুর বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের কাছে পৌছালে দেশীয় অস্ত্র নিয়ে তিনজন ছিনতাইকারী তার পথ রোধ করে। ধারালো অস্ত্র ধরে তাকে জিম্মি করে। এক পর্যায়ে তার কাছে থাকা ব্যবসার আড়াই লাখ টাকা ও একটি টার্স মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নেয়। ছিনতাইকারী তিন জনের মুখ কালো কাপড়ে বাঁধা ছিল। রাতেই অপর একটি মুঠোফোনে থানা পুলিশকে ঘটনাটি জানালে টহল পুলিশের দল ঘটনা স্থলে আসে। ভুক্তভোগী ব্যবসায়ী সোহেল শোমসপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

আরও পড়ুন – খোকসায় শহীদ মারুফ ও মাহিমের কবর জিয়ারত

খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, ভিকটিম সোহেল একটা লিখিত অভিযোগ দিতে চেয়েছেন। রবিবার রাত পর্যন্ত সে থানাতে আসেনি, আর নগদ টাকা নিয়েছে সে বিষয়ে অভিযোগ করেনি। পুলিশকে ওই ব্যবসায়ী জানিয়েছেন বলেছেন তার কিছু প্রয়োজনীয় কাগজপত্র এবং একটি এন্ডয়েড ফোন নিয়েছে।

আরও পড়ুন – দুধের সাদ …