প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

0
1

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রাসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনু্ষ্িঠত হয়েছে।

বুধবার দিনব্যাপী স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে কর্মসূচীর আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী সচিব ইব্রাহিম মিয়াজী, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাইন্টিফিক অফিসার ফরিদ আহমেদ ও মেহেদী হাসান।

আরও পড়ুন – কাঁচা আম ও শৈশব

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, উপজেলা কৃষি কার্যালয়, মহিলা বিষয়ক কার্যালয়, শিক্ষা কার্যালয়, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা এবং বিজ্ঞান ও গবেষণা পরিষদের পক্ষ্য থেকে নিজস্ব উদ্ভাবিত লাগসই পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন, পরিবেশ বান্ধব ভার্মি কমপোষ্ট সার, বিষমুক্ত সবজি, হস্তশিল্প, উন্নতমানের চুলা প্রদর্শণ করা হয়। এ গুলো ব্যাপকহারে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন – খোকসায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক