বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
Home Blog Page 29

কুমারখালীতে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ছাত্রদের করা নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার সকালে কুমারখালী পৌরসভার পদ্মপুকুর এলাকা থেকে তাদেও গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমিক কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন – কুমারখালী পৌর ছাত্রলীগের সভাপতি খন্দকার মুবিন হাসান প্রান্ত ও উপ দপ্তর সম্পাদক মেজবাউল হক হৃদয়।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার সকাল ৬ টার দিকে লিফলেট বিতরণ ও নাশকতা চেষ্টার উদ্দেশ্যে পৌরসভার পদ্মপুকুর এলাকায় জড়ো হতে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় নেতা-কর্মীরা। তবে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়কে লাঠিসোঁটাসহ ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। এ ঘটনায় সকাল ১০ টার দিকে আটককৃত হৃদয়কে আসামি করে নাশকতা আইনে মামলা করেন বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র শামীম হোসেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৩০ জনকে। পরে ছাত্রলীগের আরেক নেতা প্রান্তকে গ্রেফতার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলী বলেন, স্বৈরচারী আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী নাশকতা করতে পদ্মপুকুর এলাকায় জড়ো হচ্ছিল। পরে পুলিশের খবর পেয়ে দ্রæত পালিয়ে যায়। আমরা থানায় মামলা করেছি।

আরও পড়ুন – বিস্কুট দৌড়

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, ৩০ জনকে আসামি করে নাশকতা আইনে মামলা দায়ের হয়েছে । মামলার অন্যান্য আসামিদেও গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

বিস্কুট দৌড়

0

দুই হাত পেছনে দিকে বাঁধা। সামনের সুতোয় ঝোলানো বিস্কুট। মুখ দিয়ে ছিড়ে নিয়ে ফিরে যেতে হবে স্টাটাটিং পয়েন্টে। তবেই হওয়া যাবে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী। বিস্কুট দৌড় প্রতিযোগীতায় অংশ নেওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা সুতোয় বাঁধা বিস্কুট নিয়ন্ত্রে নিতে মরিয়া। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পুরস্কার প্রতিযোগীতায় অংশ নেওয়া খোকসা ১ নং সদর ক্লাষ্টারে প্রতিযোতা খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে রবিবার ছবিটি তোলা।

আরও পড়ুন – কুমারখালীর চরাঞ্চলের ইট ভাটায় ফের অভিযান

 

 

 

কুমারখালীর চরাঞ্চলের ইট ভাটায় ফের অভিযান

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর চরসাদিপুর ইউনিয়নে অবৈধ ইটভাটায় দ্বিতীয়বার অভিযান চালিয়েছে প্রশাসন। দুইমাস আগে এই অবৈধ ইট ভাটায় অভিযানে গিয়ে বাধার মুখে পরে ফিরে আসতে বাধি হয়েছিল প্রশাসনিক কর্মকর্তারা।

শুকনো পদ্মা নদীর প্রায় চার কিলোমিটার ইজিবাইকে পাড়ি দিয়ে মঙ্গলবার ( ৪ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ১১ টা থেকে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানে নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার, জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো এবং বৈধ লাইসেন্স না থাকার অপরাধে ৬ ভাটা মালিককে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে নিষিদ্ধ ড্রাম চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

ইটভাটা প্রস্তুত ও ভাটা ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ আইনে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। আদালত পরিচালনায় পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যসহ অন্তত ১৪ জন সহযোগীতা করেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার, জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো এবং বৈধ লাইসেন্স না থাকার অপরাধে কেআরবি, এনএসবি, এমএমসি, ভিআইপি ও পদ্মা ব্রিকসকে ৭০ হাজার করে তিন লাখ ৫০ হাজার টাকা এবং এমডিবি ব্রিকসকে ৫০ হাজার টাকাসহ মোট চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে ৪ ডিসেম্বর তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যাওয়া পুলিশ, র‌্যাব, আনসার ও ফায়ার সার্ভিসের ৬০ সদস্যের দল চরসাদিপুর ইউনিয়নে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে যায়।

ভোমরার মোড়ে তাদের প্রায় আড়াই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন ভাটার মালিক ও শ্রমিকরা। পরে ভাটার মালিকরা ‘আগামী বছর থেকে অবৈধভাবে ভাটা চালাবেন না’ মর্মে মুচলেকা দেন। সেটি নিয়েই কোনোমতে এলাকা ছাড়ে প্রশাসনের অভিযানিক দলটি।


এঘটনায় ১১ ডিসেম্বর ১০ ইটভাটা মালিকের নামে কুষ্টিয়া পরিবেশ আদালতে ১০টি মামলা করে পরিবেশ অধিদপ্তর।

স্থানীয় সূত্র জানায়, পদ্মা নদীর তীর ঘেঁষে ২২ বর্গমাইল আয়তনের চরসাদিপুর ইউনিয়নে প্রায় ৩০ হাজার মানুষের বাস। আইন অমান্য করে এ ইউনিয়নের ফসলি জমিতে গড়ে উঠেছে ৩৩টি অবৈধ ইটভাটা।

এর মধ্যে অন্তত ১৯টিতে রয়েছে টিনের তৈরি ড্রাম চিমনি। এ ইউনিয়ন ঘেঁষে কুষ্টিয়া সদর ও পাবনা সদর ইউনিয়নের অংশেও পড়েছে আরও অন্তত সাতটি অবৈধ ভাটা।

এসব ভাটায় দেদারচে পোড়ানো হচ্ছে নদী ও ফসলি জমির মাটি; আশপাশের গাছের কাঠ। ইট বহনে ব্যবহৃত ট্রাকের কারণে ভেঙে পড়ছে গ্রামীণ সড়ক। দূষিত হচ্ছে পরিবেশ।

আরও পড়ুন – আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলে গ্রেপ্তার

ইউ এন ও এস এম মিকাইল ইসলাম জানান, নিষিদ্ধ ড্রাম চিমনি গুঁড়িয়ে দিয়ে ছয় ভাটা মালিককে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ ইট ভাটায় অভিযান চালানো হবে। ৪ ডিসেম্বরের ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে বলেও জানান ইউএনও।

আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলে গ্রেপ্তার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলে তাদেও গ্রেপ্তার করা হবে।

সোমবার (৩ ফেব্রæয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ।

আরও পড়ুন – যুবদল নেতা বহিষ্কার

প্রেস সচিব বলেন, আমাদের কড়া বার্তা, যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের লিফলেটে যেসব লেখা রয়েছে সেগুলো খুবই আপত্তিকর। তাই যারা এসব লিফলেট বিতরণ করবে তাদেও গ্রেপ্তার করা হবে।

আরও পড়ুন- মরণ ফাঁদ মাটির স্তুপ

যুবদল নেতা বহিষ্কার

0
যুবদল নেতা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চিকিৎসককে মারধর ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইক্তার রহমানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুবদলের ভেরিফায়েড ফেসবুক পেজেও এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন – মরণ ফাঁদ মাটির স্তুপ

এর আগে শনিবার (১ ফেব্রæয়ারি) রাত ১১টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেকিকেল অফিসার ডা. জাহাঙ্গীর আলম বিশ্বাসের ওপর হামলার অভিযোগ ওঠে পৌর যুবদলের নেতা ইক্তার রহমানের বিরুদ্ধে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন – ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিহতদের ১০ জনই মাদারীপুরের

মরণ ফাঁদ মাটির স্তুপ

0

ইট ভাটার জন্য মাটি এনে এভাবেই রাস্তার গায়ে স্তুপ করে রাখা হচ্ছে। সামান বৃষ্টি হলেই এই মাটি ধুয়ে এসে রাস্তায় জমা হবে। পাকা রাস্তায় জমে থাকা মাটি মরণ ফাঁদে পরিণত হয়। ঘটে দুর্ঘটনা। কিন্তু দেখার কেউ নেই। খোকসার বিলজানি-বসোয়া বাজার পাকা রাস্তার পাশে এভাবেই মাটি স্তুপ করে রেখেছে স্থানীয় ইট ভাটার মালিক।

আরও পড়ুন –ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিহতদের ১০ জনই মাদারীপুরের

 

আরও পড়ুন – ঝিনাইদহে গ্রেনেড উদ্ধার করেছে যৌথবাহিনী

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিহতদের ১০ জনই মাদারীপুরের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সমুদ্রপথে অবৈধভাবে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ২৩ জনের মধ্যে মাদারীপুরের রাজৈর উপজেলার ১০ জন রয়েছেন। তাদের মৃত্যুর খবরে পরিবারসহ এলাকাজুড়ে চলছে শোকের মাতম।

নিহতরা হলেন রাজৈর উপজেলার পশ্চিম স্বরমঙ্গল গ্রামের চা বিক্রেতা হাসান হাওলাদারের ছেলে টিটু হাওলাদার, গোবিন্দপুরের বাসিন্দা আক্কাস আলী আকনের ছেলে আবুল বাশার আকন, সুন্দিকুড়ি গ্রামের নীল রতন বাড়ৈর ছেলে সাগর বাড়ৈ, একই গ্রামের মহেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস, গোবিন্দপুরের ফিরোজ শেখের ছেলে ইনসান শেখ, একই গ্রামের আশিষ কীর্তনীয়া, বৌলগ্রামের নৃপেন কীর্তনীয়ার ছেলে অমল কীর্তনীয়া, একই গ্রামের চিত্র সরদারের ছেলে অনুপ সরদার, শাখারপাড়ের সজিব মোল্লা ও সাদবাড়িয়ার রাজীব। এদের সবার বয়স ২০-৩০ বছরের মধ্যে।

পুলিশ, স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দালালদের খপ্পরে পড়ে গত ১ জানুয়ারি ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন মাদারীপুরের রাজৈর পৌরসভার পশ্চিম স্বরমঙ্গল গ্রামের চা বিক্রেতা হাসান হাওলাদারের ছেলে টিটু হাওলাদার। মামা একই উপজেলার গোবিন্দপুরের বাসিন্দা আবুল বাশার আকন তার সঙ্গে যোগ দেন। গত ২৪ জানুয়ারি লিবিয়া থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় যাত্রা করেন তারা। মাঝপথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারান মামা আবুল বাশার ও তার ভাগনে টিটু। সোমবার (৩ ফেব্রæয়ারি) সকালে তাদের মৃত্যুর খবর এলে পরিবারে নেমে আসে শোকের ছায়া।

শুধু তারাই নন, একই ঘটনায় রাজৈর উপজেলার মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২৩ জনের মরদেহ উদ্ধার করে লিবিয়ার কোস্ট গার্ড। এর মধ্যে ১০ জনের বাড়িই মাদারীপুর রাজৈর উপজেলার বিভিন্ন এলাকায়।

নিহত ১০ জনের পরিবারের প্রায় সবাই চড়া সুদে লাখ লাখ টাকা ঋণ নিয়ে দালালদের হাতে তুলে দিয়েছেন। অনেকে ভিটেমাটি বিক্রি করে দালালদের টাকা দিয়েছেন। সব মিলিয়ে পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে।

তাদের লিবিয়া নেওয়ার পেছনে মূলহোতা রাজৈর হরিদাসদি গ্রামের স্বপন মাতুব্বর, মজুমদারকান্দি গ্রামের মনির হাওলাদার ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলীপুরের রফিক। এ ঘটনায় জড়িত দালালদের কঠোর শাস্তি দাবি করেছেন নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসী। তবে ঘটনার পর থেকেই ঘরবাড়িতে তালা দিয়ে গা ঢাকা দিয়েছেন দালালরা।

নিহত আবুল বাশারের বাবা আক্কাস আলী আকন বলেন, ‘মনির হাওলাদার ও স্বপন মজুমদার এই দুই দালাল ২৮ লাখ টাকা নিয়েছে। তারা আমার ছেলেকে ইতালি পাঠাবে বলেছে। আমার ছেলের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না। দালালদের কঠোর শাস্তি চাই।’

নিহত টিটু হাওলাদারের চাচাতো ভাই রেজাউল হাওলাদার বলেন, ‘দালালরা লোভ দেখিয়ে আমার ভাইকে এভাবে মৃত্যুর মুখে ফেলে দেবে কখনো ভাবতে পারিনি। দালালের কঠিন বিচার চাই। আমার ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে অনুরোধ করছি।’

এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ খান বলেন, ইতালি যাওয়ার সময় লিবিয়ায় রাজৈর উপজেলার ১০ জন যুবক মারা গেছেন বলে বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। নিহতদের পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন – ঝিনাইদহে গ্রেনেড উদ্ধার করেছে যৌথবাহিনী

মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ সজীব বলেন, মরদেহগুলো দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দূতাবাসের মাধ্যমে ব্যবস্থা নিতে এরইমধ্যে কাজ শুরু করেছে জেলা প্রশাসন।

ঝিনাইদহে গ্রেনেড উদ্ধার করেছে যৌথবাহিনী

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে একটি মেহগনি বাগানে দিনভর শ্বাস রুদ্ধকর অভিযান চালিয়ে অভিযান শেষে একটি হ্যন্ড গ্রেনেড উদ্ধার করেছে যৌথবাহিনী।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বাগানটি ঘিরে রাখে যৌথ বাহিনী। সন্ধ্যা সোয়া ৬টায় অভিযান শেষ হয়। অভিযান শেষে গ্রেনেডটি ধ্বংস করে যৌথবাহিনী।

সকাল ৭টা থেকে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি মেহগনি বাগানে এ অভিযান চালানো হয়।

সূত্র জানায়, অভিযানে আরজেএস ৩৬ মডেলের একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে যৌথবাহিনীর টিম। পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এটি নিষ্ক্রিয় করে। সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার চৌকস সদস্যদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন – নিষিদ্ধ সেই চার ইট ভাটা আবারও গুড়িয়ে দিল প্রশাসন

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, যৌথবাহিনী গ্রেনেড উদ্ধার করে সেটি নিষ্ক্রিয় করেছে।

নিষিদ্ধ সেই চার ইট ভাটা আবারও গুড়িয়ে দিল প্রশাসন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা দেওয়ার পরের দিন থেকে ফের কার্যক্রম চালু করা ড্রাম চিমনির নিষিদ্ধ সেই চার ভাটা আবারো ভেঙে গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদলত। একই সাথে নিষেধাজ্ঞা অমান্য করে ভাটা পরিচালনার দায়ে চার ভাটা মালিককে ৩ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলার যদুবয়রা ইউনিয়নের কেশবপুরের সৈনিক ব্রিকস ও সাগর ব্রিকস এবং হাঁসদিয়ার এম এস কে -১ ও চাঁদপুর ইউনিয়নের কাঁচিকাটা ব্রিজ এলাকার এসএসবি ভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন।

ইট প্রস্তুুত ও ভাটা ব্যবস্থাপনা (নিয়ন্ত্রণ) আইনে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। আদালত পরিচালনায় সহযোগীতা করেন কুমারখালী থানার উপপরিদর্শক বিপ্লব বিশ্বাস প্রমুখ।

উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানায়, অবৈধভাবে ভাটা পরিচালনা করবেন না, এই মর্মে মুচলেকা দেওয়ার পরও নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার করার অপরাধে সৈনিক, সাগর ও এমএসকে-১ ভাটা মালিকে ৮০ হাজার করে মোট দুই লাখ ৪০ হাজার টাকা এবং এসএসবি ভাটাকে এক লাখ ৫০ হাজার টাকাসহ সর্বমোট তিন লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গত ৮ জান্য়ুারি বৈধ লাইসেন্স না থাকা, জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো এবং নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার করার অপরাধে ওই চার ভাটা মালিককে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ড্রাম চিমনি ভেঙে দেন আদালত। ভবিষ্যতে বৈধ কাগজপত্রাদি ছাড়া ভাটা পরিচালনা করবেন না, এই মর্মে মুচলেকা দেওয়ার পরদিন ৯ জান্য়ুারি ফের ভাটা পরাচালনা শুরু করেন মালিকরা।

আরও পড়ুন – খোকসায় নিখোঁজের তিনদিন পর ভ্যান চালকের মৃতদেহ উদ্ধার

এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলাম বলেন, মুচলেকা দেওয়ার পরও নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার করার অপরাধে সৈনিক, সাগর ও এমএসকে-১ ভাটা মালিকে ৮০ হাজার করে দুই লাখ ৪০ হাজার টাকা এবং এসএসবি ভাটাকে এক লাখ টাকা ৫০ হাজার টাকাসহ সর্বমোট তিন লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরবর্তীতে আইন অমাণ্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন –  সম্প্রীতির মেলবন্ধন

সম্প্রীতির মেলবন্ধন

0

প্রায় ৬শ বছর ধরে খোকসার কালীর বার্ষিক পূজা ও মেলা সম্প্রীতির স্বাক্ষ্য বয়ে চলেছে। পূজার শুরুর রাত থেকে পর দিন প্রতিমা বির্সজন সব ক্ষেত্রেই ধর্ম-বর্ণ নিবিশেষে মানুষের সমান উপস্থিতি। এ বছরও তার ব্যত্যয় ঘটেনি। সব ধর্ম-বর্ণের মানুষের ঢল শেষ হচ্ছে মেলার ৫ম দিন রবিবার পর্যন্ত। সম্প্রীতির মেলবন্ধন প্রতিছবি ফুটে উঠেছে দ্রোহের ক্যামেরায়।

আরও পড়ুন – খোকসায় নিখোঁজের তিনদিন পর ভ্যান চালকের মৃতদেহ উদ্ধার

সর্বশেষ সংবাদ

প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রাসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনু্ষ্িঠত হয়েছে। বুধবার দিনব্যাপী স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে কর্মসূচীর আয়োজন...

কাঁচা আম ও শৈশব

প্রকৃতিতে আম, জাম ,লিচুসহ বাহারি সব ফল নিয়ে এসেছে মধুমাস বৈশাখ। লোভনীয় সব ফলে লোভাতুর করে তোলে শিশু কিশোর থেকে শুরু করে বুড়ো দেরও।...

চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়াল

চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গায় ফের মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই...

দৌলতপুর সীমান্ত থেকে স্বর্ণসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে এক কেজি ৩৪০ গ্রাম স্বর্ণসহ এক চোরাকারবারীকে বিজিবি‘র আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর...

খোকসায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা রকি বিশ্বাসকে আটক করেছে। মঙ্গলবার সন্ধ্যায় আটক রকি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক...