দুই হাত পেছনে দিকে বাঁধা। সামনের সুতোয় ঝোলানো বিস্কুট। মুখ দিয়ে ছিড়ে নিয়ে ফিরে যেতে হবে স্টাটাটিং পয়েন্টে। তবেই হওয়া যাবে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী। বিস্কুট দৌড় প্রতিযোগীতায় অংশ নেওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা সুতোয় বাঁধা বিস্কুট নিয়ন্ত্রে নিতে মরিয়া। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পুরস্কার প্রতিযোগীতায় অংশ নেওয়া খোকসা ১ নং সদর ক্লাষ্টারে প্রতিযোতা খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে রবিবার ছবিটি তোলা।
আরও পড়ুন – কুমারখালীর চরাঞ্চলের ইট ভাটায় ফের অভিযান