বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Home Blog Page 42

শীত বস্ত্র নিয়ে হরিজন পল্লীতে ছুটে গেলেন জেলা প্রশাসক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় শীতার্ত হরিজন সম্প্রদায়ের কাছে শীতবত্র নিয়ে ছুটে গেলে জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান। তাদের হাতে হাতে তুলেদিলেন শীতের কম্বল।

জেলার উপর দিয়ে গত শুক্রবার বয়ে যাওয়া মৃদু শৈতপ্রবাহের শীতের প্রকপ কাটছেনা। তীব্র শীত অনুভূত হচ্ছে। শীতের কারণে খেটে খাওয়া বিশেষ করে শ্রমজীবী মানুষের কষ্ট বেড়ে গেছে। এই অবস্থায় শীতের কষ্ট কিছুটা লাঘবে রবিবার রাত ৮ টায় শহরের কবি আজিজুর রহমান সড়কের (বড় স্টেশন রোডের) হরিজন পল্লীতে ছুটে যান জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান। এসময় হরিজন পল্লীর প্রায় দুই শতাধিক পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দেন তিনি।

আরও পড়ুন – ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দিল বিএনপির নেতা-কর্মীরা

জেলা প্রশাসকের কাছ থেকে কম্বল পেয়ে আবেগে আপ্লত হয়ে পড়েন হরিজন পল্লীর বাসিন্দারা।

আরও পড়ুন – কুমারখালীতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আব্দুল ওয়াদুদ, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দিল বিএনপির নেতা-কর্মীরা

0

কুমারখালী প্রতিনিধি

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের ঘটনায় কুষ্টিয়ার কুমারখালীর ৮ নম্বর যদুবয়রা ইউনিয়ন পরিষদের প্রধান ফটক ও চেয়ারম্যানের কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

রবিবার দুপুর ১২ টার দিকে তালা লাগান তারা। এছাড়াও যদুবয়রা সাপ্তাহিক পশুহাটের টোল আদায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ক্রেতা-বিক্রেতাদের জন্য ফ্রি ঘোষণা করে দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল (৪ জানুয়ারি) শনিবার রাত ৮ টার দিকে যদুবয়রা ইউনিয়ন পরিষদ চত্বরে ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন ¯েøাগান দিয়ে কেক কেটে দিবসটি উদযাপন করেন দলটির নেতা-কর্মীরা। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানার নেতৃত্বে এই কেক কাটা হয়। পরে কেক কাটার ভিডিও সোস্যাল মিডিয়ায় প্রচার হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

এ ঘটনার প্রতিবাদে রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে যদুবয়রা জয়বাংলা বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি যদুবয়রা পশুহাটের টোলঘরে ভাংচুর করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যায়। সেখানে পরিষদ থেকে সচিব, গ্রাম পুলিশ ও সেবা প্রত্যাশীদের বের করে দেন এবং পরিষদ ভবনের প্রধান ফটকের গেটে তালা লাগিয়ে দেন নেতাকর্মীরা। এসময় যদুবয়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আসাদ, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যদুবয়রা ইউনিয়ন পরিষদের ১ নম্বর মেম্বর আনিছুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর আব্দুল মালেক, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রান্ত ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সরেজমিন গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদ ভবনের ভিতরে ও বাইরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। তারা পরিষদের সচিব ও গ্রাম পুলিশদের বের করে দিয়ে গেটে তালা লাগাচ্ছেন। তবে তালা লাগানো ছবি গণমাধ্যম কর্মীদের তারা তুলতে বাধা প্রদান করে।

এসময় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রান্ত ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনে ছাত্রলীগের নেতা-কর্মীরা গত শনিবার রাতে পরিষদ এলাকায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। তাদের এই অপরাধের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।

পরিষদে তালা লাগানো ও হাটের টোল ফ্রি করার ঘটনা স্বীকার করেছেন যদুবয়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আসাদ। তিনি বলেন, আওয়ামী লীগের দোসর ও দেশদ্রোহীদের বিচার না হওয়া পর্যন্ত পরিষদের তালা খোলা হবেনা। হাটে কেউ টোল তুলতে পারবে না। এতে কিছুদিন জনগণের হয়রানি হবে। তবুও দুর্নীতিবাজদের ঠাঁই দেওয়া হবেনা।

এদিকে তালা ঝুলিয়ে দেওয়ার কারণে পরিষদে এসে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন সেবা প্রত্যাশীরা।

এসময় ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামের গৃহিণী রেখা খাতুন বলেন, মেয়েকে ভর্তি করাব স্কুলে। সেজন্য জন্মনিবন্ধন করতে এসেছি। তবে পরিষদে তালা ঝুলছে, কেউ নাই। সেজন্য ফিরে যাচ্ছি। তার ভাষ্য, সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকেই। দ্রæত পরিষদ চালুর দাবি তার।
যদুবয়রা পশুহাট পরিচালনা কমিটির এক সদস্য বলেন, প্রায় ৭৩ লাখ টাকায় এক বছরের জন্য হাট ইজারা নেওয়া। আগামী এপ্রিল মাস পর্যন্ত মেয়াদ আছে। তবুও বিএনপির নেতা-কর্মীরা বৈধ হাটটি দখল করে নিয়েছে। তিনি বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন।

যদুবয়রা ইউনিয়ন পরিষদের সচিব রেজাউল ইসলাম বলেন, ছাত্রলীগের কেক কাটাকে কেন্দ্র রবিবার দুপুরে শতাধিক লোকজন এসে পরিষদে তালা লাগিয়েছেন। এতে মানুষের ভোগান্তি হচ্ছে। তিনি বিষয়টি ইউএনওকে জানিয়েছেন।

যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক ও যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মুঠো ফোনে বলেন, গতকাল ( শনিবার) ছুটির দিন হওয়ায় পরিষদ বন্ধ ছিল। যাওয়া হয়নি। কে বা কারা কেক কেটেছে তিনি কিছু জানেন না। সেজন্য পরিষদে তালা লাগানোটা অন্যায় ও বেআইনি।

আরও পড়ুন – কুমারখালীতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

ঘটনাস্থলে থাকা কুমারখালী থানার উপ-পরিদর্শক বিপ্লব বিশ্বাস বলেন, রাতে ছাত্রলীগের কেক কাটাকে কেন্দ্র করে রবিবার দুপুরে পরিষদ ভবনে তালা লাগানো ও পশুহাটের ইজারা ফ্রি ঘোষণা করেছেন বিক্ষুব্ধ জনতা। পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিত নিয়ন্ত্রণে কাজ করছে।

আরু পড়ুন – কৃষকের গলার কাঁটা সবজী

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, ঘটনার স্ষ্ঠুু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং দ্রæত পরিষদ চালুর ব্যবস্থা করা হবে।

কৃষকের গলার কাঁটা সবজী

0
গলার কাঁটা ফুলকপি ট্রাকে ফেরি করে বিক্রি করছেন কৃষক।

শীতের সবজী এখন কৃষকের গলার কাঁটা হয়ে দাড়িয়েছে। প্রতিদিন দাম কমছে। আড়তে এককেজ সবজী ৫ টাকা বিক্রি হলে কৃষব পেয়ে থাকেন ৩ টাকা। জমি পরিস্কার করতে এভাবেই ফুলকপি ট্রাকে ফেরি করে বিক্রি করছেন কৃষক। প্রতিজোড়া ফুলকপি ১৫ টাকা দরে বিক্রি করছেন। এই কপি আড়তে তুললে কৃষক পান জোড়া ৬ টাকা। কুষ্টিয়ার খোকসা বাজার থেকে রবিবার সকাল ১১ টার দিকে ফুলকপি ফেরি ওয়ালা কৃষককের ছবিটি তোলা।

আরও পড়ুন – কুমারখালীতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

গলার কাঁটা ফুলকপি ট্রাকে ফেরি করে বিক্রি করছেন কৃষক।
গলার কাঁটা ফুলকপি ট্রাকে ফেরি করে বিক্রি করছেন কৃষক।
আড়তের পাশে অবিক্রিত ফুলকপি ফেলে গেছেন কৃষক। সকালে এই কপি ৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। রবিবার সন্ধ্যা ৬ টায় ছবিটি তোলা।

 

কুমারখালীতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এই নেতা গ্রেফতারের আগে ফেসবুকে ছাত্রলীগের ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পুরাতন ছবিসহ ‘শুভ জন্মদিন’ লিখে পোষ্ট দিয়েছিল।

শনিবার রাতে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে পুলিশ বলছে গত ২৪ আগষ্ট থানায় রুজুকরা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ওই ছাত্রলীগ নেতার নাম জাহাঙ্গীর হাসান (৩১)। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি উপজেলার সদকী ইউনিয়নের মৃত সাদেক আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ৫ আগষ্ট বিকালে বৈষম্যবিরোধী ছাত্র জনতার বিজয় মিছিলে হামলার অভিযোগে ২৪ আগষ্ট বাদী হয়ে থানায় একটি মামলা করেন সমন্বয়ক আসাদুজ্জামান আলী। মামলায় উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদসহ ২৪ জন আওয়ামী লীগ নেতা-কর্মীদের আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয় ১০ থেকে ১৫ জনকে। উক্ত মামলায় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরকে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন – কুমারখালীতে শৈত্যপ্রবাহে প্রভাবে বেড়েছে শীতের প্রকোপ

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের নেতারা জানান, ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিলো। এউপলক্ষ্যে ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে তিন বছর আগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর পুরাতন ছবি পোষ্ট দেন। এই পোষ্টটি শনিবার সকালে দেওয়া হয়। সেই অপরাধে পুলিশ তাকে রাতে গ্রেফতার করেছে।

আরও পড়ুন – সারের সংকট নেই, পরিবহনের কারণে পৌঁছাতে ধীরগতি’ – যুগ্ম সচিব

অভিযোগ অস্বীকার করে রাত ১১ টার দিকে কুমারখালী থানার উপ-পরিদর্শক বিপ্লব বিশ্বাস বলেন, ২৪ আগষ্ট থানায় দায়েরকৃত মামলায় জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মামলায় অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

কুমারখালীতে শৈত্যপ্রবাহে প্রভাবে বেড়েছে শীতের প্রকোপ

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর উপর দিয়েও ঘটে যাওয়া শৈত্যপ্রবাহের প্রভাব বিদ্যমান রয়েছে। দিনের অধিকাংশ সময়ু কুয়াশাচ্ছন্ন থাকছে, সেই সাথে বয়ে চলেছে হিমেল হাওয়া। তাই কনকনে শীতে প্রাণীকুলে জুবুথুবু অবস্থা তৈরি হয়েছে। কাজে বেড় হতে পারছেন না নিম্ন আয়ের মানুষ।

কুমারখালী কৃষি আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ মামুনুর রশিদ জানান, গত শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। সেদিন মৃদু শৈতপ্রবাহের সৃষ্টি হয়েছিলো। শনিবার একই সময়ে তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।

এর প্রভাবেই কুমারখালীতে বেড়েছে শীতের প্রকোপ। আর শীত নিবারণে নিম্ন আয়ের মানুষ কম দামের গরম কাপড়ের দোকানে ভীড় করছে। শীতে জুবুথুবু অবস্থায় দিনাতিপাত করছে শিশু ও বয়োবৃদ্ধরা। সকাল-সন্ধায় নিম্ন আয়ের মানুষদের খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখাগেছে। শীতের প্রকোপে গবাদিপশুর গায়ে চট ও ছেঁড়া কাপড় বেঁধে দেওয়া হয়েছে। ইতোমধ্যে দুই/একটি সেবা প্রতিষ্ঠান শীতার্তদের পাশে দাঁড়ালেও মিলছেনা সরকারী সাহায্য।

খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামাঞ্চলের খেটে খাওয়া মানুষ শীতে মানবেতর জীবন কাটাচ্ছেন। বিশেষ করে পদ্মা ও গড়াই নদীর চরাঞ্চলের মানুষ বেশিভোগান্তির শিকার হচ্ছেন। হিমেল বাতাসে মানুষের স্বাভাবিক জীবন যাপনে বিপর্যস্ততা নেমে এসেছে।

আরও পড়ুন – ‘সারের সংকট নেই, পরিবহনের কারণে পৌঁছাতে ধীরগতি’ – যুগ্ম সচিব

শনিবার দুপুরে কুমারখালীতে সামান্য সময় হালকা রোদের দেখা মেলে। বিকালের আগেই আবার কুয়াশার আড়ালে চলে যায় সূর্য। সূর্যাস্তের আগেই আবার কনকনে শীত নেমে আসে।

আরও পড়ুন – কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সীমিত সংখ্যক শীতবস্ত্র পাওয়া গেছে। আবার আসলে বেশি সংখ্যক মানুষকে দেওয়া যাবে।

‘সারের সংকট নেই, পরিবহনের কারণে পৌঁছাতে ধীরগতি’ – যুগ্ম সচিব

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে সার অব্যবস্থাপনার বিষয় নিয়ে কৃষকদের সাথে মতবিনিময় করলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ইয়ামিন খান।

শনিবার দুপুর পৌনে ২টায় উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজারের বিসিআইসি সার ডিলার মেসার্স মুকব্লু হোসেনের গুদাম পরিদর্শন করেন তিনি। গুদাম পরিদর্শন শেষে উপস্থিত কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন যুগ্ম সচিব।

এসময় জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সুফি মো. রফিকুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, যদুবয়রা ইউনিয়নের বিসিআইসি সারের ডিলার মকবুল হোসেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক শিহাব উদ্দিনসহ কৃষকরা উপস্থিত ছিলেন।

যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের কৃষক নায়েব আলী ও অন্য কৃষকরা যুগ্ম সচিবের কাছে অভিযোগ করে বলেন, ডিলার পরিমানমত (চাহিদা অনুযায়ী ) সার দেয়না। অসৌজন্যমূলক আচরণ করেন। কৃষকরা বাধ্য হয়ে কালোবাজারীদের কাছ থেকে দুই তিন গুন বেশী দামে সার কিনতে বাধ্য হচ্ছে।

পরিদর্শন শেষে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ইয়ামিন খান বলেন,’সারের সংকট নেই। পরিবহনের কারণে সার পৌঁছাতে কিছুটা ধীরগতি হয়েছে। তবে আপাতত আর কোনো সমস্যা নেই।

তিনি আরও বলেন, ‘তদন্ত চলছে। কোনো ডিলার বা কোনো কর্মকর্তা সার নিয়ে কারসাজি করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অনিয়মের তথ্য থাকলে সঙ্গে সঙ্গে কৃষি কর্মকর্তাদের জানানোর জন্য পরামর্শ দেন তিনি।’

আরও পড়ুন – কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পরিদর্শনে যদুবয়রা ইউনিয়নের বিসিআইসি সারের ডিলারের বিরুদ্ধে কোন অনিয়ম পেয়েছেন কি না? এমন প্রশ্নের উত্তরে যুগ্ম সচিব বলেন, বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে পরে বিস্তারিত বলা যাবে।

আরও পড়ুন – বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-গুলি ও বোমা উদ্ধার

উল্লেখ্য, সম্প্রতি কুষ্টিয়ার কুমারখালীতে লাইসেন্স বিহীন এক ব্যবসায়ীর গুদামে প্রায় ২০০ বস্তা সার মজুদের অপরাধে ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরামানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

0

যেখানেই মেগা প্রকল্প,সেখানেই মেগা ডাকাতি – ডাঃ শফিকুর রহমান

কুষ্টিয়া প্রতিনিধি

যেখানেই মেগা প্রকল্পের কথা হয়েছে, সেখানেই মেগা দুর্নীতি হয়েছে। স্বাধীনতার পর এখন পর্যন্ত এদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে আওয়ামী লীগ তাদের নিজেদের বাপ-দাদার তালুক মনে করতেন। তারা চেতনার কথা বলতেন। চেতনার কথা বলে বলে এই জাতিকে তারা লুন্ঠন করেছেন, গণহত্যা চালিয়েছেন, তাদের সন্তানেরা আকাম-কুকাম করে ধর্ষণের সেঞ্চুরী পালন করেছে। দেশের সম্পদ লুন্ঠন করে তারা বিদেশে পাচার করেছে।

শুধু তাদের এই গত সাড়ে ১৫ বছরে আমলে যার হিসাব বেড়িয়ে এসেছে ২৬ লক্ষ কোটি টাকা। যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় ৫ গুণ। দেশের সম্পদ শুধু বিদেশে যা পাচার করেছে। আর দেশে যেখানেই তাদের হাঁড়িতে হাত ঢুকছে সেখানেই টাকার খনি। এই টাকা এরা পেল কোথায়? তৎকালীন প্রধানমন্ত্রীর পিওনের একাউন্টে ছিল সাড়ে চারশো কোটি টাকা? পিওনের যদি এত টাকা হয় মালিকের কত টাকা? হ্যাঁ, মালিকের টাকাও বের হয়ে আসছে। আপনাদের একেবারেই নিকটে রুপপুর পারমানবিক কেন্দ্র। এখান থেকে মালিকের পরিবার শুধু একটা প্রকল্প থেকে ৫৭ হাজার কোটি টাকা চুরি করেছে। এইভাবে যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে, সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে। একটা পদ্মা ব্রীজ তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে তাই দিয়ে কমপক্ষে চারটা পদ্মা ব্রীজ তৈরি করা যেত।

হিসাব একেবারেই পরিস্কার। দেশের টাকা দিয়ে যারা বিদেশে বেগম পাড়া গঠন করেছেন তারাই এই টাকা চুরি করেছে। কিন্তু চোরের মা’র বড় গলা। এ রক্তের আমানত রক্ষা করতে হবে। সম্মান দেখাতে হবে। তাই আমাদের সন্তানদের ¯েøাগান ছিল মাত্র একটা ”উই ওয়ান্ট জাস্টিস”। আমরা সর্বক্ষেত্রে ন্যায় বিচার চাই। আমরা বৈষম্য চাইনা। আমরা আমাদের গর্বের সন্তানদের কথা দিচ্ছি তোমরা যেমন জীবন দিয়ে জাতিকে আরেকবার স্বাধীনতা এনে দিয়েছো। আমরা প্রয়োজনে জীবন দিয়ে তোমাদের দাবি পূরণ করব ইনশাল্লাহ।

শনিবার কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে এবং সেক্রেটারী জেনারেল সুজা উদ্দিন জোয়াদ্দরের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসেন ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান।

সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়া অঞ্চেলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন, ড. আলমগীর বিশ^াস, মাওলানা আবদুল মতিন, ঝিনাইদহ জেলা আমীর আলী আজম মোহাম্মদ আবু বক্কর, পাবনা জেলা আমীর আবু তালেব মন্ডল, মেহেরপুর জেলা আমীর, তাজউদ্দিন খান, মাগুরা জেলা আমীর এবিএম বাকের, চুয়াডাঙ্গা জেলা আমীর এডভোকেট রুহুল আমীন, রাজবাড়ী জেলা আমীর এডভোকেট নুরুল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সভাপতি ইমরান হোসাইন ও কুষ্টিয়া সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী রবীন্দ্র নাথ।

আরও পড়ুন – বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-গুলি ও বোমা উদ্ধার

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা নায়েবে আমীর আব্দুল গফুর, জেলা সহকারী সেক্রেটারি মো. সোহরাব উদ্দিন, মো. খায়রুল ইসলাম রবিন, অধ্যাপক মাজহারুল হক মোমিন, কর্ম পরিষদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, ছাত্র শিবিরের ইসলামী বিশ^ািবদ্যালয়ের সভাপতি মো. আবু মুসা, জেলা শহর সভাপতি হাফেজ সেলিম রেজা, মিরপুর উপজেলা আমীর মাওলানা খন্দকার রেজাউল করিম, দৌলতপুর উপজেলা আমীর মাওলানা বেলাল উদ্দিন, কুমারখালী উপজেলা আমীর আফতাব উদ্দিন, ভেড়ামারা উপজেলা আমীর মো. জালাল উদ্দিন, সদর উপজেলা আমীর মাওলানা শরিফুল ইসলাম, খোকসা উপজেলা আমীর মো. নজরুল ইসলাম, ইবি থানা আমীর মো. রফিকুল ইসলাম, পেশাজীবী থানা সভাপতি মাহবুবুর রহমার হামীম, শ্রমিক কল্যান সভাপতি এস এম মুহসিন প্রমুখ।

আরও পড়ুন –খোকসায় ইট বোঝায় গাড়ি চাপায় স্কুল ছাত্র নিহত

এর আগে মুফতি আমীর হামজার অর্থসহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মী সম্মেলন শূরু হয়। সম্মেলনে কিছুক্ষণ পর পর ইসলামী সঙ্গীত পরিবেশন করেন জেলা সাংস্কৃতিক শিল্পীরা। বেলা ১১টার দিকে আমীরে জামায়াত মঞ্চে উঠেন।

বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-গুলি ও বোমা উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে সেনাবাহিনীর অভিযানে স্থানীয় এক বিএনপি নেতার বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার, দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার হয়েছে।

কুষ্টিয়া সেনা ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর এ বুলবুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ওই বাড়ির মালিক মালিহাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর এ বুলবুল বাড়িতে উপস্থিত ছিলেন না।

আরও পড়ুন – খোকসায় ইট বোঝায় গাড়ি চাপায় স্কুল ছাত্র নিহত

উদ্ধারকৃত অস্ত্র গুলি ও বোমা রাতেই মিরপুর থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় মিরপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন – খোকসায় নারী ও শিশু অধিকার ফোরামের কমিটি গঠন

খোকসায় ইট বোঝায় গাড়ি চাপায় স্কুল ছাত্র নিহত

0

স্টাফ রিপোর্টার

ঘন কুয়াসা মধ্যে ধুলার রাস্তায় ইট বোঝাই বাটাহাম্বার গাড়ির চাপা পড়ে মোটর সাইকেল আরহী দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে কুষ্টিয়ার খোকসার আমবাড়িয়া ইউনিয়নের ধোকড়াকোল কুঠিপাড়ায় পদ্মানদীর কোলে নামার মাটির রাস্তায় এ দুর্ঘনা ঘটে। নিহত স্কুল ছাত্রের নাম অনিক (১৬)। সে কুমারখালী উপজেলার চর ভবানীপুর গ্রামের জাফর আলীর একমাত্র ছেলে। সে স্থানীয় চর ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তখন গভীর কুয়াসা ছিল। কাছের মানুষটিকেও দেখা যাচ্ছিল না।পদ্মা নদীর কোল পাড়ি দিয়ে ডাঙ্গায় উঠছিল ইট বোঝাই বাটাহাম্বার গাড়ি। ইটের গাড়ি ওভারটেক করে আগে উপরে ওঠার চেষ্টা করছিল মোটর সাইকেল চালক। আর তখনই ঘটে দুর্ঘটনা। ঘটনা স্থলেই মারা যায় মোটর সাইকেল চালক স্কুল ছাত্র অনিক।

নিহত স্কুল ছাত্রের চাচা লিটন আলী জানান, অনিক তার বন্ধুকে নিয়ে খোকসা উপজেলার আমবাড়িয়া গ্রামে নানা বাড়ি টাকা আনতে যাচ্ছিল। ধোকড়াকোল কুঠিপাড়ায় পদ্মানদী কোল পাড়ি দিয়ে নিচে থেকে উপরে রাস্তায় ওঠার সময় স্যালো মেশিনের ইঞ্জিন চালিত ইট বোঝাই বাটাহাম্বার গাড়ি তাকে পেছন থেকে ধাকা দেয়। মাথায় আঘাত লেগে অনিক ঘটনা স্থলেই মারা যায়। পরে তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়। নিহতের অপর সঙ্গী মাসুম কে বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন –  খোকসায় নারী ও শিশু অধিকার ফোরামের কমিটি গঠন

তিনি আরও জানান, মামলা করে ছেলে পাওয়া যাবে না। তাই তারা মামলার দিকে চাচ্ছেন না। পুলিশের অনুমতি পাওয়া গেলে মৃতদেহ দাফন করা হবে।

আরও পড়ুন – পদ্মার চরে নির্বিচারে অতিথি পাখি শিকার চলছে

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, নিহতের পরিবার এ ঘটনায় মামলা দেবেনা বলে পুলিশ কে জানিয়েছে। অভিভাবরা থানায় এসেছেন।

খোকসায় নারী ও শিশু অধিকার ফোরামের কমিটি গঠন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া খোকসায় নারী ও শিশু অধিকার নিশ্চিত করেন আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকালে খোকসা সরকারি কলেজ অডিটরিয়ামে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়ার আহবায়ক এ্যাডভোকেট মোঃ ইকবাল খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান।

আরও পড়ুন – পদ্মার চরে নির্বিচারে অতিথি পাখি শিকার চলছে

বিশেষ অতিথি ছিলেন, নারী ও শিশু ফোরাম কুষ্টিয়ার যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক মাহমুদ খান, শারমিন আক্তার সিমা, রাজিবুল ইসলাম, মোঃ কাউসার আজম প্রমুখ।

আরও পড়ুন – খোকসায় হাবিবুর রহমান হবি’র স্মরণে স্মরণসভা

আলোচনা শেষে ৩১ সদস্য বিশিষ্ট খোকসা উপজেলা নারী ও শিশু ফোরামের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। এই কমিটির আহবায়ক করা হয় সাবেক কাউন্সিল হাশেম আলী ও সদস্য সচিব হয়েছে রবিউল ইসলাম স্বপন।

সর্বশেষ সংবাদ

ধান আনতে গিয়ে বজ্রপাতে ট্রলিচালকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে মাঠ থেকে ধান নিয়ে আসার সময় বজ্রপাতে ট্রলিচালকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চারমাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রলিচালকের...

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়নে অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে চকলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নুজদার শেখ (৭২) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত...

কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে কাটা ধান পলিথিন দিয়ে ঢাকতে গিয়ে বজ্রপাতে জহুরুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ব্ধুবার (৩০ এপ্রিল) দুপুর সোয়া ১২...

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর চার কর্মকর্তার বিরুদ্ধে শ্রম আইনে মামলা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) কোম্পানির চার কর্মকর্তার বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) খুলনা শ্রম...

পদ্মা নদীতে টর্নেডোর ভিডিও ফেসবুকে ভাইরাল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি উপচে উপরে আকাশ পানে ওঠার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে (ভাইরাল) ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল)...