স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া খোকসায় নারী ও শিশু অধিকার নিশ্চিত করেন আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকালে খোকসা সরকারি কলেজ অডিটরিয়ামে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়ার আহবায়ক এ্যাডভোকেট মোঃ ইকবাল খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান।
আরও পড়ুন – পদ্মার চরে নির্বিচারে অতিথি পাখি শিকার চলছে
বিশেষ অতিথি ছিলেন, নারী ও শিশু ফোরাম কুষ্টিয়ার যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক মাহমুদ খান, শারমিন আক্তার সিমা, রাজিবুল ইসলাম, মোঃ কাউসার আজম প্রমুখ।
আরও পড়ুন – খোকসায় হাবিবুর রহমান হবি’র স্মরণে স্মরণসভা
আলোচনা শেষে ৩১ সদস্য বিশিষ্ট খোকসা উপজেলা নারী ও শিশু ফোরামের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। এই কমিটির আহবায়ক করা হয় সাবেক কাউন্সিল হাশেম আলী ও সদস্য সচিব হয়েছে রবিউল ইসলাম স্বপন।