সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
Home Blog Page 693

ফেব্রুয়ারীতে বার্ষিক পরীক্ষা হতে পারে

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনার প্রকপরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় চলতি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অপুরনীয় ক্ষতির মুখে পড়েছে। অবশ্য ক্ষতি পুষিয়ে নিতে নীতিনির্ধারকরা দুটি বিকল্প পথের কথা ভাবছেন। সব ছুটি বাতিল করে নির্ধারিত সময়ে সিলেবাস শেষ করা। অথবা চলতি শিক্ষাবর্ষকে ২০২১ সালের ফেব্রুয়ারী পর্যন্ত বর্ধিত করে বার্ষিক পরীক্ষা ও ফলাফল প্রকাশ করা।

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা, প্রতিটি শ্রেণির সিলেবাস তৈরি করা হয় ওই শ্রেণির নির্ধারিত দক্ষতা ও জ্ঞান অর্জন করে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার জন্য। সিলেবাস যদি কমানো হয় তাহলে প্রয়োজনীয় জ্ঞান অর্জন সম্ভব হবে না। তাড়াহুড়ো করে সিলেবাস শেষ করা হলে অনেকের পরীক্ষার ফল খারাপ হতে পারে। এ সব বিশেষজ্ঞরা চলতি শিক্ষাবর্ষ দুই মাস বাড়ানোর পক্ষে কথা বলছেন।

সংশ্লিষ্টরা জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে করণীয় নির্ধারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) দায়িত্ব প্রদান করা হয়েছে। এনসিটিবির শিক্ষাক্রম বিশেষজ্ঞরা প্রথম বিকল্পের বিপক্ষে মত দিয়েছেন। প্রয়োজনে আগামী বছরের ফেব্রুয়ারীতে সিলেবাস শেষ করার পক্ষে মত প্রকাশ করে।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, বিষয়টি নির্ধারণ করতে কয়েকটি সভা হয়েছে। সেখানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। মূলত শিক্ষার্থীদের সিলেবাস শেষ করতে দুটি প্রস্তাব এসেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন বলেন, অনির্ধারিত ছুটি পুষিয়ে নিতে আমরা কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছি। বিষয় গুলো নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি থাকবে আগামী ৩০ মে পর্যন্ত। রোজা ও ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে।

খোকসায় জেলা পরিষদের ত্রাণ বিতরণ

0

 

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় করোনায় ঘরবন্দী শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে।

সোমবার সকালে জেলা পরিষদের সদস্য মুজাহিদুল ইসলাম বাবলুর ব্যবসা প্রতিষ্ঠান থেকে জেলা পরিষদের দেওয়া ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তা। আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে দেওয়া এই ত্রাণের মধ্যে সেমাই চিনি প্লোয়ার চাল সিদ্ধচালসহ অন্যান্য সামগ্রী। এবার প্রায় শতাধিক দরিদ্র পরিবার জেলা পরিষদের এ কর্মসূচির আওতায় এলো।

দক্ষিনের মেয়র হিসেবে দায়িত্ব নিচ্ছেন তাপস

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নব নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আগামী ১৭ মে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এইদিনই বিদায় নেবেন মেয়র সাঈদ খোকন।

করোনাভাইরাসের প্রার্দুরভাবের ফলে অনেকটা অনাড়ম্বর ভাবে দায়িত্বগ্রহণ করবেন নব নির্বাচিত এই মেয়র। সামাজিক দূরত্ব বজায় রেখে হস্তান্তর করা হবে দায়িত্ব ।

ঢাকা দক্ষিণ সিটি ডিএসসিসির দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস । ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথবাক্য পাঠ করিয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রেজাউর রহমান নব নির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন।

খোকসার গৃহবধূ মিমকে স্বামীই হত্যা করেছে, আসামির সরল স্বীকার উক্তি

0

 

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার কলেজ ছাত্রী গৃহবধূ মিম খাতুন (২২) কে স্বামী সুমন হত্যা করে। পরে বাড়ির করিডোরের গ্রীলের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করার কথা স্বেচ্ছায় আদালতে শিকার উক্তি দিয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে খোকসার জয়ন্তীহাজরা ইউনিয়নের তাহেরপুরে শ্বশুর বাড়িতে কলেজ ছাত্রী গৃহবধূ মিম খাতুন ওরফে পলি খুন হয়। গৃহবধূর স্বামীর নাম সুমন হোসেন। গৃহবধূ মিম খুনের ঘটনায় তার ভাই সুমন প্রামানিক বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। রবিবার দুপুরে স্ত্রী হত্যাকারী সুমনকে থানা পুলিশ আটক করে আদালতে পাঠায়। হত্যাকারী আটকের সময় তার ঘর থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বলে স্থানীয় সূত্র গুলো জানায়। ময়না তদন্ত শেষে নিহত গৃহবধূর বাবার বাড়িতে পাবিারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। নিহত কলেজ ছাত্রী খোকসা সরকারী ডিগ্রী কলেজের ছাত্রী ছিল।

থানা পুলিশের একটি সূত্র জানায়, ঘাতক স্বামী সুমন শনিবার রাতে স্থানীয় এক ইউপি সদস্যের সাথে অনেক রাত পর্যন্ত বাইরে ছিলেন। বাড়ি ফেরার পর মিম এ ঘটনার প্রতিবাদ করে। দু’জনের মধ্যে বাক-বিতান্ডা হয়। এ সময় সুমন স্ত্রী মিমকে মারপিট করে। মিম সজ্ঞা হারিয়ে বিছার উপর পরে যায়। এ সময় ঘাতক স্বামী নিজে তাকে শ্বাষ রোধ করে হত্যা করে। পরে তার মৃতদেহ শোবার ঘরের করিডোরের গ্রীলের সাথে ঝুলিয়ে দিয়ে প্রতিবেশীদের জানানো হয় মিম আত্মহত্যা করেছে। মূলত পারিবারিক বিরোধের সূত্র ধরে মিমকে খুন করা হয়েছে।

তবে ঘাতক স্বামীর পরিবার বলছে অন্য কথা, কলেজ ছাত্রী মিম প্রচন্ড জিদী ছিল। সামান্য কথাকাটি হলেও সে নিজের শরীর নিজেই ব্লেড দিয়ে কাটত। অনেকবার আত্মহত্যা করা হুমকীও দিয়েছিল। শনিবার গৃহবধূর বাবা মেয়েকে শ্বশুর বাড়িতে দেখতে আসেন। রাতে মিম তার বাবাকে বিদায় দিয়ে নিজের ঘরে স্ব^ামী সুমন হোসেনের সাথে ঘুমাতে যায়। গভীর রাতে গৃহবধূর স্বামী পরিবারের লোকদের ডেকে স্ত্রীর গলায় ফাঁস নিয়েছে বলে জানায়। এক পর্যায়ে নিজেরাই গৃহবধূর মৃতদেহ টি শোবার ঘরের পাশের কোরিডোরের গ্রীল থেকে নামায়। তারা নিশ্চিত হয় গৃহবধূ মিম মারা গেছে। পরে রাতেই তারা নিহতের বাবার বাড়ি মেয়ের মৃত্যুর খবর জানান। নিহত গৃহবধূ উপজেলার আমবাড়িয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

গৃহবধূ মিম হত্যা মামলার বাদী পলাশ জানান, তিন বছর আগে স্কুলে পড়াকালীন সময়ে মিম এর সাথে সুমনের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। তারা গোপনে বিয়ে করে। দুই পরিবারের কেউই বিয়ে মেনে নিতে পারেনি। এক পর্যায়ে গত বছর পরিবার দুটির মধ্যে সমঝোথা হলে আনুষ্ঠানিক ভাবে বিয়ে চলন হয়। তবে শ্বাশুরীর কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ লেগেই থাকত। পলাশের দাবি, সুমন তার বোনকে হত্যা করে গ্রীলের সাথে ঝুলিয়ে রাখার কথা স্বীকার করে। তিনি হত্যাকারী ও তার মায়ের বিচারের দাবি করেন।

ঘাতক স্বামী সুমনের বাবা স্কুল শিক্ষক আলতাফ প্রামানিক জানান, তার ছেলের সাথে পুত্র বধূর কোন বিরোধ ছিল না। তবে সামান্য পান থেকে চুন খসলেই মিম নিজে তার হাত ও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্লেড দিয়ে কাটত।

খোকসা থানার ওসি তদন্ত ইদ্রিস আলী জানান, পাবিবারিক কলহের জের ধরে স্বামী সুমন বিছানায় মিমকে শ্বাস রোধ করে হত্যা করে। পরে গ্রীলের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে।

কুষ্টিয়ায় ভুয়া ডাক্তারকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

0

 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা সুরক্ষা পোশাক পরিধান করে রোগীদের চিকিৎসা দেয়ার সময় এক ভুয়া চিকিৎসককে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযুক্ত ওই চিকিৎসকের নাম সাগর ইসলাম (১৮)।

জানা গেছে, এই ভুয়া ডাক্তার দীর্ঘদিন ধরে কুষ্টিয়া ২৫০ শয্যার হাসপাতালে জরুরী বিভাগের মত গুরুত্ব পূর্ন চেয়ার বসে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। রবিবার দুপুরে বিষয়টি পুলিশের নজরে আসে। তাকে আটক করে। আটক সাগর ইসলাম দৌলতপুর উপজেলার নারায়নপুর গ্রামের জামিল ইসলামের ছেলে। কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসাহাক আলী ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৪ ধারা মোতাবেক ভুয়া ওই চিকিৎসককে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসাহাক আলী জানান, সাগর ইসলাম নামের ভুয়া ওই চিকিৎসক প্রতারণার মাধ্যমে দীর্ঘদিন ধরে এক হাসপাতালের রোগী অন্য হাসপাতালে ভাগিয়ে নিয়ে যেতেন। রবিবার তিনি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রোগী দেখছিলেন। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা প্রেসক্রিপশন লিখে তার পছন্দমত ডায়াগনস্টিক সেন্টারে পাঠাছিলেন। এসময় হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি চিকিৎসকের কোনো সনদপত্র দেখাতে পারেন নি। পরে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

পাবনায় ছিনতায়ের সময় ছাত্রলীগ নেতাসহ আটক ৩

0

 

পাবনা প্রতিনিধি

পাবনার আতাইকুলায় প্রকাশ্য এক ব্যবসায়ীর নগদ টাকা ও চেক ছিনিয়ে নিয়ে পালানোর সময় জেলা ছাত্রলীগের সহসভাপতি রুহুল আমিনসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার দুপুরে জেলার সাঁথিয়া উপজেলার আতাইকুলা বাজারে এ টিাকা ছিনতায়ের ঘটনা ঘটে। এ ঘটনায় আটক হয়েছে উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের বৃহস্পতিপুর গ্রামের মন্টু মৃধার ছেলে পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন (২৮), তার আপন বড় ভাই রানা মৃধা (৩২) এবং একই গ্রামের মফিজ প্রমানিকের ছেলে শিকন হোসেন (৩০)।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার বৃহস্পতিপুর গ্রামের ব্যবসায়ী সিরাজুল ইসলাম নগদ পাঁচ লাখ পঁচাশি হাজার আটশত টাকা ও সাত লাখ দশ হাজার টাকার চেক নিয়ে অগ্রণী ব্যাংকের আতাইকুলা শাখায় জমা দিতে যাচ্ছিলেন। আতাইকুলা বাজারের মধ্যে পৌঁছামাত্র রুহুল আমিন ও তার অনুসারীরা ছুরি দিয়ে আঘাত ব্যবসায়অির টাকা ও চেক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় ব্যবসায়ী সিরাজুলের চিৎকারে স্থানীয়রা রুহুল ও তার তিন সঙ্গীকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের তিন জনকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি আরো জানান, আটককৃতদের নিকট থেকে নগদ চার লাখ বিশ হাজার তিনশত টাকা ও চেক উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। এ ব্যপারে ভুক্তভোগী ব্যবসায়ী সিরাজুল বাদী হয়ে আতাইকুলা থানায় মামলা দায়ের করেছেন।

ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ সহসভাপতির আটক হওয়ার ঘটনাকে দুঃখজনক অভিহিত করে পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, কারো ব্যক্তিগত অপরাধের দায় সংগঠন নেবে না। এক্ষেত্রে, অপরাধে যুক্ত থাকার প্রমাণ পেলে তাকে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দিল

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনায় ঘরবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক আবেদনে সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ লাখ টাকা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

রবিবার বেলা ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তেজগাঁও কার্যালয় ও গণভবনে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে মুখ্য সচিব ডঃ আহমদ কায়কাউসের কাছে চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন ইবি উপাচার্য অধ্যাপক ডঃ হারুন উর রশিদ আসকারী। চেক হস্তান্তর কালে উপাচার্যের সঙ্গে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহীনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডঃ সেলিম তোহা উপস্থিত ছিলেন।

ফোন করে ডেকে নিয়ে হত্যা করলো কলেজ ছাত্রকে

0

 

পাবনা প্রতিনিধি

দ্রোহ অনলাইন ডেস্ক

কলেজ ছাত্রকে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পাবনা জেলার সাধুপাড়াতে ওই কলেজছাত্র খুনের ঘটনা ঘটেছে। শনিবার সকালে মোবাইল ফোনে পেয়ে কলেজ ছাত্র জুয়েল রানা বাড়ি থেকে বেড় হয়। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশের একটি দল দুপুরের সাধুপাড়া থেকে রক্তাক্ত সজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

নিহত ছাত্রের নাম জুয়েল রানা আকাশ (২০)। পাবনা পৌর এলাকার মন্ডলপাড়া মহল্লাার সুজন মিয়ার ছেলে জুয়েল রানা । সে পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র ।

নিহত জুয়েল রানার পরিবারের সাথে কথা বলে জানা গেছে , সকাল দশটার সময় মুঠোফোনে কল পেয়ে জুয়েল রানা বাড়ি থেকে বেড় হয়ে যায়। দুপুর একটার দিকে স্থানীয় লোকজন সাধুপাড়া এলাকায় রক্তাক্ত সজ্ঞাহীন অবস্থায় জুয়েল রানাকে দেখতে পান। তাঁর পরিচয় শনাক্ত করতে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার রাতে পরিবারের লোকে জুয়েল রানার মৃতদেহ শনাক্ত করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, আহত অবস্থায় উদ্ধারের পর থেকেই পুলিশ কলেজ ছাত্রের পরিচয় শনাক্তের চেষ্টা করছিল। সে সময়ের মধ্যেই কলেজছাত্র মারা যায়। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক সহ বিভিন্নভাবে তাঁর পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হয়। রাতে জুয়েল রানার স্বজনেরা এসে লাশটি শনাক্ত করেন।

করোনায় সংক্রমিত ও মৃত্যের সংখ্যা বেড়েছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় বেড়েছে করোনা ভাইরাসে মৃত্যু ও সংক্রমিত হওয়ার সংখ্যা। ১৪ জন মারা গেছেন ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে । এদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে মারা গেলেন ২২৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে সর্বোচ্চ ৮৮৭ জন। এ নিয়ে দেশে বর্তমানে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৬৫৭ জন ।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৩৬ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ২ হাজার ৬৫০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে নিজ বাড়ি গেছেন।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭৩৮ জনের করোনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৬৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । সারাদেশে এখন ৩৬টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে।

খোকসায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

0

স্টাফ রিপোর্টার

শ্বশুর বাড়ির করিডোরের গ্রীলের সাথে ঝুলন্ত অবস্থায় মিলল কলেজ ছাত্রী গৃহবধূর মৃতদেহ। নিহতের বাবার পরিবারের দাবি গৃহবধূকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে।

শনিবার দিনগত গভীর রাতে খোকসার জয়ন্তীহাজরা ইউনিয়নের তাহেরপুরে শ্বশুর বাড়িতে কলেজ ছাত্রী গৃহবধূ মিম খাতুন ওরফে পলি নিহত হয়। গৃহবধূর স্বামীর নাম সুমন হোসেন।

নিহতের স্বামীর পরিবার জানায়, শনিবার গৃহবধূর বাবা মেয়েকে শ্বশুর বাড়িতে দেখতে আসেন। রাতে মিম তার বাবাকে বিদায় দিয়ে নিজের ঘরে ম্বামী সুমন হোসেনের সাথে ঘুমাতে যায়। গভীর রাতে গৃবধূর স্বামী পরিবারের লোকদের ডেকে স্ত্রীর গলায় ফাঁস নিয়েছে বলে জানায়। এক পর্যায়ে নিজেরাই গৃহবধূর মৃতদেহ টি শোবার ঘরের পাশের কোরিডোরের গ্রীল থেকে নামায়। তারা নিশ্চিত হয় গৃহবধূ মিম মারা গেছে। পরে রাতেই তারা নিহতের বাবার বাড়ি মেয়ের মৃত্যুর খবর জানান। নিহত গৃহবধূ উপজেলার আমবাড়িয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

নিহতের ভাই পলাশ জানান, তিন বছর আগে স্কুলে পড়াকালীন সময়ে মিম এর সাথে সুমনের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। তারা গোপনে বিয়ে করে। দুই পরিবারের কেউই বিয়ে মেনে নিতে পারেনি। এক পর্যায়ে গত বছর পরিবার দুটির মধ্যে সমঝোথা হলে আনুষ্ঠানিক ভাবে বিয়ে চলন হয়। তবে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ লেগেই থাকত। শনিবার রাতে তার (মিমের) বাবা মেয়ের বাড়ি এসেছিলেন। তার পরে রাতে তারা বোনে মৃত্যুর খবর জানতে পারে। পলাশের দাবি, নিহত গৃহবধূর শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সুমন তার বোনকে হত্যা করে গ্রীলের সাথে ঝুলিয়ে রেখে নাটক করেছে।

ঘাতক স্বামী সুমনের বাবা স্কুল শিক্ষক আলতাফ প্রামানিক জানান, তার ছেলের সাথে পুত্র বধূর কোন বিরোধ ছিল না। তবে সামান্য পান থেকে চুন খসলেই মিম নিজে তার হাত ও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্লেড দিয়ে কাটত।

খোকসা থানার ওসি তদন্ত ইদ্রিস আলীর সাথে মোবাইলে কথা বলা হয়। কিন্তু তিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কথা বলবেন জানান।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম বলেন, গৃহবধূর মৃত্যু নিয়ে সন্দেহ হচ্ছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সুমনকে থানায় আনা হয়েছে। আইনি পক্রিয়া চলছে।
জরা ইউনিয়নের তাহেরপুরে শ্বশুর বাড়িতে কলেজ ছাত্রী গৃহবধূ মিম খাতুন ওরফে পলি নিহত হয়। গৃহবধূর স্বামীর নাম সুমন হোসেন।

নিহতের স্বামীর পরিবার জানায়, শনিবার গৃহবধূর বাবা মেয়েকে শ্বশুর বাড়িতে দেখতে আসেন। রাতে মিম তার বাবাকে বিদায় দিয়ে নিজের ঘরে ম্বামী সুমন হোসেনের সাথে ঘুমাতে যায়। গভীর রাতে গৃবধূর স্বামী পরিবারের লোকদের ডেকে স্ত্রীর গলায় ফাঁস নিয়েছে বলে জানায়। এক পর্যায়ে নিজেরাই গৃহবধূর মৃতদেহ টি শোবার ঘরের পাশের কোরিডোরের গ্রীল থেকে নামায়। তারা নিশ্চিত হয় গৃহবধূ মিম মারা গেছে। পরে রাতেই তারা নিহতের বাবার বাড়ি মেয়ের মৃত্যুর খবর জানান। নিহত গৃহবধূ উপজেলার আমবাড়িয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

নিহতের ভাই পলাশ জানান, তিন বছর আগে স্কুলে পড়াকালীন সময়ে মিম এর সাথে সুমনের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। তারা গোপনে বিয়ে করে। দুই পরিবারের কেউই বিয়ে মেনে নিতে পারেনি। এক পর্যায়ে গত বছর পরিবার দুটির মধ্যে সমঝোথা হলে আনুষ্ঠানিক ভাবে বিয়ে চলন হয়। তবে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ লেগেই থাকত। শনিবার রাতে তার (মিমের) বাবা মেয়ের বাড়ি এসেছিলেন। তার পরে রাতে তারা বোনে মৃত্যুর খবর জানতে পারে। পলাশের দাবি, নিহত গৃহবধূর শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সুমন তার বোনকে হত্যা করে গ্রীলের সাথে ঝুলিয়ে রেখে নাটক করেছে।

ঘাতক স্বামী সুমনের বাবা স্কুল শিক্ষক আলতাফ প্রামানিক জানান, তার ছেলের সাথে পুত্র বধূর কোন বিরোধ ছিল না। তবে সামান্য পান থেকে চুন খসলেই মিম নিজে তার হাত ও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্লেড দিয়ে কাটত।

খোকসা থানার ওসি তদন্ত ইদ্রিস আলীর সাথে মোবাইলে কথা বলা হয়। কিন্তু তিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কথা বলবেন জানান।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম বলেন, গৃহবধূর মৃত্যু নিয়ে সন্দেহ হচ্ছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সুমনকে থানায় আনা হয়েছে। আইনি পক্রিয়া চলছে।

সর্বশেষ সংবাদ

খোকসায় ইয়াবাসহ এক মাদক বিক্রেতা আটক

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দিনগত রাত ৮টার দিকে...

বিদ্যালয়ের গাছে ঝুলছিল নৈশপ্রহরীর মরদেহ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে একটি বিদ্যালয়ের গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ মাধ্যমিক...

মাদকবিরোধী অভিযানে বাধার মুখে ম্যাজিস্ট্রেটসহ পুলিশ বাহিনী

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় মাদক বিরোধী অভিযান পরিচালনায় গিয়ে বাধা মুখে পরেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মাজারের ভক্ত অনুসারীরা এ ঘটনা...

জামায়াতে ইসলামীর উলামা সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জামায়াতের উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া উলামা বিভাগের আয়োজনে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত...

 খোকসার একই ব্যক্তি দুই পদে চাকরি করছেন

স্টাফ রিপোর্টার একই ব্যক্তি মাধ্যমিক শিক্ষার উন্নয়ন প্রকল্প ও একটি মাদ্রাসায় আরবি প্রভাষক পদে চাকরি করে চলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে যোগসাযোসে...