খোকসায় তৃতীয় শ্রেণির ছত্রের বিষপানে আত্মহত্যার চেষ্টা

0
188

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় মায়ের উপর অভিমান করে তৃতীয় শ্রেণির শিশু ছাত্র বিষ পানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।

বিষপানে অসুস্থ্য শিশু ছাত্র ইমরার মাছিুয়া ঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ে।

জানা গেছে, বুধবার সকালে উপজেলার বনগ্রামের কৃষক লালুর ছেলে ইমরান (১২) মায়ের উপর অভিমান করে ঘরে রাখা তরল বিষপান করে। পরিবারের লোকেরা টেরপেয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি করা হয়।

অসুস্থ্য শিশুটির পিতা লালু জানান, লেখাপড়ার বিষয়ে মা রাগ-রাগি করায় শিশুটি ঘরে থাকা তরল বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে।