স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর (ভারপ্রাপ্ত) প্রধান মোশাররফ হোসেন, খোকসা প্রেসকাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, সাংবাদিক হুমায়ুন কবির প্রমুখ।