দৌলতপুরে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

0
116

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর থেকে বস্তায় করে পুঁতে রাখা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রুহুল সরদার নামের ওই যুবকের বিরুদ্ধে ধর্ষন হত্যামা মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করে। নিহতের বাড়ি চরসাদিপুর গ্রামে।

মঙ্গলবার বিকালে ফিলিপনগরের পাঁচশত বিঘা মাঠে মাহাতাবের জমি খুড়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

জমি মালিক মাহাতাবের স্ত্রী মনোয়ারা জানান, বিকাল ৪টার দিকে শ্রমিকরা জমি চাষ করতে গিয়ে জমির পশ্চিম পাশে কবরের মত মাটি খুড়া অবস্থায় পায়। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আমিনুল ইসলাম আন্টুকে জানালে সে থানা পুলিশের উপস্থিতে মাটি খুড়ে বস্তাবন্দি লাশ উদ্ধার করে। মরদেহের হাত ও পা দড়ি দিয়ে বাধা ছিলো। তাকে ধারালো অস্ত্রদিয়ে জবাই করে হত্যা করা হয়েছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জাবীদ হাসান জানান, পূর্ব শত্রæতার জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ২০ ফেব্রæয়ারি রাতে ৪ জন ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই রুহুলের ফোন নাম্বার বন্ধ ছিলো।