কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় তিন সাংবাদিক আহত

0
122

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার শহরতলীর রাজারহাট এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাদক কারবারি ও সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরতলীর রাজার হাট মোড় এলাকায় হামলার শিকার হয়েছেন- ইংরেজি দৈনিক ডেইলী সান পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি রেজাউল করিম রেজা, এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি নূর আলম দুলাল, এসএ টেলিভিশনের ক্যামেরাপারসন হাবিবুর রহমান হাবিব।

গুরুতর আহত সংবাদকর্মীরা জানান, মঙ্গলবার রাতে রাজারহাট এলাকায় সংবাদকর্মীরা খবর সংগ্রহে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে মাদক ব্যবসার ভিডিও ধারণ করতে গেলে মাদক ব্যবসায়ী মুক্তার, তার ছেলে সুজন, কামুর মিয়ার ছেলে রাজীব সহ প্রায় ২৫-৩০ জন লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা সাংবাদিকদের বেধড়ক পিটিয়ে আহত করে এবং ক্যামেরা, মোবাইল ফোন, মানি ব্যাগ ছিনিয়ে নেয়।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডের ভর্তি রয়েছেন।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম জানান, বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।