খোকসার অনন্যা ফিলিং স্টেশনের মালিককে জরিমানা

0
161

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ওজনে কারচুপির প্রমান মেলায় অনন্যা ফিলিং স্টেশনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শারমিন নেওয়াজ এক অভিযানের নেতৃত্বদেন।

ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুশান্ত মন্ডল জানান, উপজেলা সদরের দুটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনন্যা ফিলিং স্টেশনে ভোক্তাদের জ্বালানি তেল সঠিক মাপ থেকে কম তেল দেওয়ার প্রমান পাওয়া যায়। প্রতিষ্ঠানটির মালিক মুজাহিদুল ইসলাম বাবলুকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরো পড়ুন – শৈলকুপায় দুই পক্ষের হামলা-পাল্টা হামলা, ৪০ বাড়ি ভাংচুর

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শারমিন বলেন, বিএসটিআই অনুমোদিত লিটারের পরিমাণে তেলের ওজন কম দেওয়ায় অনন্যা ফিলিং স্টেশনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, ওজনে কারচুপির প্রমান মেলায় অনন্যা ফিলিং স্টেশন মলিক কে আগেও অর্থদন্ড করা হয়।