স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলে স্মৃতিচারণ মূলক আলোচনা সভা ও দুস্থদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভাটি কলেজ ক্যাম্পাসের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান।
আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা থানা ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক প্রমুখ।
আরো পড়ুন – খোকসার অনন্যা ফিলিং স্টেশনের মালিককে জরিমানা
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা আক্তার। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
পরে উপজেলা পরিষদের প থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকী উপল্েয উপজেলার ইউনিয়ন ও পৌর এলাকার দুস্থদের মধ্যে সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ করা হয়।