স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসার জামতলায় পিকাপ ভ্রানের সাথে পাখি ভ্রানের মুখোমুখি সংঘর্ষে হেলাল (৬০) নামের এক জনের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ঘটক।
শুক্রবার দুপুরে উপজেলার জামতলা নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। আহত হেলালকে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থয় বিকাল ৪ টার দিকে তার মৃত্যু হয়। ঘাতক পিকাপ ভ্যানটি পালিয়ে যায়। নিহতের বাড়ি উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া গ্রামে।

নিহতের স্ত্রী হাজেরা খাতুন জানান, জানান তার স্বামী হেলার পেশায় ঘটক হলেও সংসারের চাহিদা পুরনে পাখি ভ্যান চালাতেন। এ দিন দুপুরে তিনি ভাড়া মারার জন্য ভেড় নিয়ে বেড় হন। লোখ মুখে খবর পেয়ে তিনি আহত স্বামীকে হাসপাতালে দেখতে যান। পরে তাকে রেফার্ড করা হয়। কুষ্টিয়াতে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। নিহত হেলাল ৫ সন্তানের জনক।
আরো পড়ুন – খোকসায় শিক্ষকের বেত্রাঘাতে আহত শিক্ষার্থী
খোকসা থানার ওসি তদন্ত মামুনুর রশিদ ঘটক হেলালের মৃতর বিষয়টি নিশ্চিত করেন।