“নি”নামের খেলা

0
108

একজনকে কেন্দ্র করে, একে অন্যের হাতে ধরে ঘুড়তে ঘুড়তে মুখে হাত দিয়ে বসেতে হবে। ছন্দ পতন হলেই হলে তাকে খাটতে হবে। লাফিয়ে চলা অন্য খেলোয়াড়কে ছুতে হবে। নিজেদের বাড়ির আঙ্গিলায় এ খেলায় অংশ নেওয়া শিশুরা খেলাটির নাম জানে না। শনিবার দুপুরে কুষ্টিয়ার খোকসার রতনপুর গ্রাম থেকে ছবিটি তোলা।

শিশুরা একে অন্যের হাত ধরে ঘুরছে।


মুখে হাত দিয়ে বসে পরেছে শিশুরা।