সাড়ে ৫ শতাধিক বছরের ঐতিহ্যবাহী কালী পূজা ও গ্রামীন মেলা কেন্দ্র করে প্রাণ সঞ্চার হয়েছে। শিশুতোষ খেলনা ও মনোহারি পণ্যের ব্যবসায়ীরা আসতে শুরু করেছে। পূজা ও গ্রামীন মেলা মাঠে শুরু হয়েছে কর্মযোগ্য। ৯ ফেব্রæয়ারী মাঘি আমাবশ্যায় মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। কুষ্টিয়ার খোকসা কালীবাড়ির মেলার মাঠ থেকে রবিবার বিকালে ছবি গুলো তোলা।