ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপাতে রাতের আধারে রাজনৈতি বিরোধের সূত্রধরে দুর্বৃত্তরা এক কৃষকের ক্ষেতের কাঁচা কলা কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই কলা বাজারে বিক্রির উপযোগী হয়নি।
শনিবার দিনগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতি গ্রস্থ কৃষক বদিউজ্জামাল বলয় মথুরাপুর গ্রামের আলামগীর হোসেনের ছেলে।
রবিবার কৃষক বদিউজ্জামান জানান, সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সতন্ত্র গ্রার্থীকে সমর্থন করেন। এ নিয়ে নৌকার সমর্থকদের সাথে তার বিরোধ হয়। এই বিরোধের সূত্র ধরে প্রতিপক্ষের দুর্বৃত্তরা তার জমির ৪০টি কলা গাছের কাঁচা কলা কেটে রেখে গেছে।
তিনি আরো জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের ট্রাক প্রতীকের পক্ষে কাজ করেন। ফলে বিভিন্ন সময় তাকে হুমকি দেওয়া হচ্ছিল। নির্বাচনের সময় ট্রাকের সমর্থন করাই আমার কাল হলো। তিনি প্রশাসনের কাছ ন্যায় বিচার দাবী করেছেন।