শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ

0
115

স্টাফ রিপোর্টার

২১ এর প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে শহীদ মিনারে পুস্পস্তবক অপর্ণ করা হয়।

খোকসা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপণায় রাত ১২টা ১ মিনিটে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের আয়োজন করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে বুধবার দিনব্যাপী কর্মসূচি গ্রহন করা হয়েছে।

২১ এর প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অপর্ণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। এর পর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আকতার, কুষ্টিয়া -৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য আব্দুর রউফ এর পক্ষে তার প্রতিনিধি। এ ছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, খোকসা পৌরসভা, খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

খোকসা সরকারী ডিগ্রী কলেজের শিক্ষক কর্মচারীরা কলেজ ক্যাম্পাস শোক র‌্যালীসহ মুক্তিযোদ্ধা সংসদ চত্বরের শহীদ মিনাওে আসেন। তারা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।